নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে। চ্যাপ্টার ৬

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১১

ছবি নেট।

যেদিন চুকে যাবে সমস্ত লেনদেন
করব না কোন দাবি দাওয়া 
হাউকাউ হ্যান ত্যান
রইবে পড়ে আমার নিথর দেহ
খাবেনা চুমু আমায় কেহ
এসো সেদিন
এসো প্রিয়।

পরাজিত সৈনিকের ফ্যাকাসে মুখ
চাইলে ক্যামেরায় বন্দি করে রেখ
হেলি না দুলি না
চুপচাপ কেমন আমি নতজানু
দু:খ নিবেনা খবরদার একদম
করবে না আহ:! উহ : !

কবিতা আর তুমি
এ দুইয়ে মিলে আমার ভুবন
সত্যি তুমি হলে
এক চাঁপা উত্তেজনা আর গুঞ্জন
তাই বেছে নিলাম নীল নির্জন।

প্রেম বিরহ
একই গাছের দুটি পাতা
বুকের প্লাটফর্মে
পোক্ত করে গাঁথা । 

প্রেমিক হওয়ার রেসে
ছিলাম কি শেষে?
যায় দম
যায় সকল ইশ্বরের কাছে।

তবুও
সমস্ত বোঝাপড়া সেরে
তাল সামলায় জোড়া কদম
হাল বেহাল তোমায় ভালোবেসে।

জানি,
আমার জন্য তোমার সময় কম
সবাই যেখানে মনমরা অসুস্থ নড়বড়
প্রেম সেখানে মস্ত বড় দাওয়াই ঘর।

ঘুরে যেও
ঘুরে যেও সেদিন
মিথ্যে ভালোবেসে।

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন আনন্দে থাকবেন।

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:




স্প্যানকডতো আর গান শোনে না, তাই গানটা দিবো কিনা!

এরকম অবসাদের কবিতা আর লিখবে না, মৃত্যু আর ভালো লাগে না।





০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

স্প্যানকড বলেছেন: প্রেমের কবিতা দিলে বল চেঞ্জ করা দরকার একইরকম হয়ে গেছে। তাই একটু দাওয়াত দিলাম আর কি এসে পড় সেদিন ! :) হা হা হা.... গান শুনি তবে খুব কম। মানুষ যখন জীবনের সত্যটা জেনে ফেলে যখন বুঝে ফেলে এ জীবন মানে শুধু ফড়িং এর তখন মিছে হয়ে উঠে সমস্ত আনন্দ। আমার প্রিয় গান মান্না দের " আমি সারা রাত শুধু যে কেঁদেছি " মিষ্টি একটা গন্ধ। আর নুসরাতের মেরে রাসকে কামার " গুলজারের সাইয়া সাইয়া, জয় হো, কিশোর কুমার এর মঞ্জিল ছবির গান " রিম ঝিম ঘিরে সাওয়ান " এমন কত গান। এই মম জোছনায় অংগ ভিজিয়ে এসো না গল্প করি। মনে পড়ে রুবি রায়। সুমনের জাতিস্মর। এ তুমি কেমন তুমি। অঞ্জন দত্তের আমি বৃষ্টি দেখেছি। লতার বাজার মুভির গান দিখাইয়ে দিয়ে ইউ, এ আর রাহমানের মোস্তফা মোস্তফা ইত্যাদি আসলে আর লিস্ট বড় করতে চাই না। আবার বিড়ি জ্বালা ই লে জিগার সে পিয়া উহাও শুনি হা হা হা :)

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভালো হয়েছে!

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব।

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

মিরোরডডল বলেছেন:




আমি মনে হয় ঠিকমতো বোঝাতে পারিনি।
প্রেমের কবিতাগুলো বরাবর ভালো হয় এবং আমি ওই লেখাগুলোর ভক্ত, নিশ্চয়ই এতদিনে সেটা বোঝা হয়ে গেছে।

কিন্তু চেঞ্জ বলতে মাঝে মাঝে কবিতার বিষয় ভিন্ন হতে পারে।
যেমন যুদ্ধ নিয়ে কিছু কবিতা ভালো হয়েছিলো।

মা কে নিয়ে কোন লেখা মনে হয় পড়িনি, সেরকম লিখতে পারে।


০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

স্প্যানকড বলেছেন: আমি বুঝেছি ঠিক তুমি কি বলতে চেয়েছ। মা কে নিয়ে একটা লিখেছিলাম অনেক আগে। অবশ্য ওতে আব্বার কথাও ছিল।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

মিরোরডডল বলেছেন:




আসন্ন জীবন নিয়ে অনুমান করা যায় কিন্তু সত্য জানা সহজ না, পসিবলও না কারণ
the future is always unpredictable.

এই লিস্টের বেশ কয়েকটা গান আমারও প্রিয়, আমি সারা রাত শুধু, রিম ঝিম ঘিরে সাওয়ান,
রুবি রায়, জাতিস্মর, এ তুমি কেমন তুমি।



০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

স্প্যানকড বলেছেন: অবসাদ বিষন্নতার কথা লিখতে ইচ্ছে করছে না। এসো প্রেম করি হুদাই যাতে ভুলে যাই দু:খ কষ্ট সমস্ত। হা হা হা.. :)

সখী তুমি
ফের দাঁড়াও
হায় খোদা!
মরি মরি
কি শারীরিক বাঁক !
খাজুরাহো চুলাতে যাক।

সখী তুমি
একদম সীতা
আমি ;
আমি রাবন
জ্বলজ্বল চিতা
আগুনে দাও ঝাঁপ।

অনেক আগের লেখা দেইনি ইচ্ছে করে। ভালো থেকো আনন্দে থেকো।

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে কবি ,

ভেঙেচুরে আবার নতুন করে গড়ুন এটাই উনি চান !

মরতে যে অভিমান করেই চাইছেন তা বোঝা যায় !!

অবশ্য আমিও এক কাঠি বেশি অভিমানী !!

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

স্প্যানকড বলেছেন: না না আমার কারো প্রতি অভিমান নেই। জীবনের শেষটা যে সুবিধার না উহা জেনে ফেলেছি । ওর কথায় কি আর হবে। এ আমার জানা ছিল। আমিই লজিক ছাড়া পাগলামি করছি। যার কোন মানে নেই। এই যা। ভালো থাকবেন খুব।

৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পাগলামির মধ্যেও একটা আরাম আছে ।

একসময় হিমু হয়ে জীবন কাটিয়েছিলাম !

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! অবশ্য সবার ভেতর হিমু বাস করে অল্প করে হলেও করে । আমি একবার রাগ করে কাউকে না জানিয়ে দু দিনের জন্য উধাও হয়ে গিয়েছিলাম। আম্মা যে কি কান্না করছে মনে করছে আমি মরে গেছি। তখন দেশে মোবাইল আসেনি। রেল স্টেশনে মাথার নীচে ইট বিছিয়ে ঘুমিয়েছি। গোলাপ শাহ মাজার এর উল্টো দিকে যে পার্ক ওখানে নিম্নশ্রেণীর মানুষের সাথে দুপুরের ডাল ডিম ভাত খেয়েছি। জীবনকে নিয়ে নানা পরীক্ষা করেছি। এগুলা ইচ্ছে করে করেছি যাতে শেষ বয়সের গল্পের বিষয় হয়। হা হা হা.... :)

৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

মিরোরডডল বলেছেন:




পিচ্চু আমি এখনও হিমু আছি।

আমিই লজিক ছাড়া পাগলামি করছি

পাগলামিতে কি লজিক থাকে কখনও, পাগলামি হবে উরাধুরা, ছন্নছাড়া।
পাগলই প্রকৃত সুখী।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! মনে হয় এ বিষয়ে পি এইচ ডি নেয়া। উরাধুরা করতে যেয়ে এখন আমার মনমরা ! হা হা হা... :)

১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পিচ্চু আমি এখনও হিমু আছি।

মোটেই না । কেবল জ্যোছনা ভালোবাসলে আর একাকী থাকলে হিমু হওয়া যায় না । এক গাদা মায়াকে পুষে মায়াকে নিজ হাতে খুন করতে হয় , আবার তার জন্ম দিতে মৃত মায়ার বিবরে !!

হ্যাঁ হ্যাঁ জানি অনেক করা হয়েছে আপনার দ্বারা এইসব । কিন্তু মায়ার জন্ম কী দিয়েছেন আবার ?

না দেননি !

১১| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

মিরোরডডল বলেছেন:




রেল স্টেশনে মাথার নীচে ইট বিছিয়ে ঘুমিয়েছি।

তাইতো বলি ছেলে, চেনা চেনা লাগে কেনো, ওখানেই দেখেছিলাম :)
হা হা হা.........

নিম্নশ্রেণীর মানুষের সাথে দুপুরের ডাল ডিম ভাত খেয়েছি।

রাস্তার পাশে হোটেলের এই খাবার দেখলে মনে হয়, ওগুলো খেতে অনেক মজা।
যদিও খাইনি, কিন্তু পথের পাশে ঝুপড়ি দোকানে চা খেয়েছি।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

স্প্যানকড বলেছেন: হুম সত্যি অনেক মজার ছিল। আসলে ক্ষুধা পেটে খেয়েছিলাম তাই আরও মজা লেগেছে । সেই কদিন আমার বন্ধুরা কি যে ভয়ে ছিল। আমার নামে মাইকিং হয়েছে। আম্মা আমার শার্ট-প্যান্ট ধরে কান্না করছে পাগলের মতো। আব্বা কান্না লুকানোর চেষ্টা করছে । ডিবি অফিসে আমার ছবি দিয়েছে আরও কতকি! ইশ ! কি না করেছি। এখন হয়তো পারব না অমন করতে সাহস কমে গেছে । দুর্বল হয়ে গেছি । বড়লোক ঝুপড়ি দোকান পর্যন্ত যায় এর বেশী কিছু করে না। হা হা হা.... :)

১২| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

মিরোরডডল বলেছেন:




কিন্তু মায়ার জন্ম কী দিয়েছেন আবার ?

জী, মুরুব্বি যদি একটু বলতেন, কেমন করে আবার মায়া জন্ম দিতে হয়।

তাহলে মিলিয়ে দেখি করেছি কিনা কখনও।

১৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাই নাকি ! অবশ্য সবার ভেতর হিমু বাস করে অল্প করে হলেও করে । আমি একবার রাগ করে কাউকে না জানিয়ে দু দিনের জন্য উধাও হয়ে গিয়েছিলাম। আম্মা যে কি কান্না করছে মনে করছে আমি মরে গেছি। তখন দেশে মোবাইল আসেনি। রেল স্টেশনে মাথার নীচে ইট বিছিয়ে ঘুমিয়েছি। গোলাপ শাহ মাজার এর উল্টো দিকে যে পার্ক ওখানে নিম্নশ্রেণীর মানুষের সাথে দুপুরের ডাল ডিম ভাত খেয়েছি। জীবনকে নিয়ে নানা পরীক্ষা করেছি। এগুলা ইচ্ছে করে করেছি যাতে শেষ বয়সের গল্পের বিষয় হয়। হা হা হা.... :)

হাহাহাহা দারুণ করেছেন তো !

আমার তেমনটা করা হয়নি আমি একদম অন্য লেভেলের জীবন কাটিয়েছি । যাকে বলে মধ্যবিত্ত চেতনার মধ্যে ভৌতিক বিলাসিতা !!

আচ্ছা আপনাকে তুমি করে ডাকি ? আপনি আমাকে তুই করে ডাকবেন তবে ?

১৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

স্প্যানকড বলেছেন: আমাকে বলছেন ?

১৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তো আর কাকে ?

ওনাকে তো আপনি বলেই ডাকছি গতকাল থেকে ।

আপনাকেই বলছি । আমি আপনার অনেক অনুজ হবো !!

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

স্প্যানকড বলেছেন: ওকে। ডান। অবশ্য আমি আমার চেয়ে অনেক বয়সে ছোটদের আপনি বলি। হা হা হা... :)

১৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন:
জী, মুরুব্বি যদি একটু বলতেন, কেমন করে আবার মায়া জন্ম দিতে হয়।

তাহলে মিলিয়ে দেখি করেছি কিনা কখনও।


ঐ যে বললাম মায়াকে মেরে সেই মায়ার বিবর থেকে মায়ার জন্ম দেয়া লাগে । এইসব দার্শনিক কথা বার্তা খোলাসা করে বললে কী আর প্রেস্টিজ থাকে ? =p~

হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম নামের বইটি পড়েছেন ? ওটাতে বলা আছে !!

১৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:




নাহ! বাবা মা কে এভাবে কষ্ট দেয়া কাজটা ঠিক করেনি কবি।
বড়লোক কে বললো?

বাংলাদেশে থাকতেও আমি এটা করতাম, এখনও ঢাকা গেলে করা হয়।
দূরে কোথাও গেলে রাস্তার পাশের দোকানের চা।

অনেক সময় সন্ধ্যায় সানসেট দেখতে বের হই, তখন সেই রাস্তার ধারে চায়ের সাথে গরম পেয়াজু, অথবা শীতের ধোঁয়া উঠা পিঠা। আসলে আমার মানুষের জীবন দেখতে ভালো লাগে। ওরকম জায়গায় নানারকম মানুষের নানারকম জীবন দেখি।

এবারতো এই ইলেকশনের গণ্ডগোলের জন্য যাওয়া হলো না।
বাইরে যাওয়া যাবে না, গৃহবন্ধী হয়ে থাকলে আমি পাগল হয়ে যাবো।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

স্প্যানকড বলেছেন: ডরপুক! তুমি মানুষের জীবন সত্যি দেখ ?

১৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৪

মিরোরডডল বলেছেন:




যাকে বলে মধ্যবিত্ত চেতনার মধ্যে ভৌতিক বিলাসিতা !!

সেটা কিরকম?

১৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেটা কিরকম?

সেটা অনেকবার বলেছি আমার পোস্টে !

আমি সবসময় ঘরবন্দি থাকি ! ঘোরাফেরা করিই না ! আমি সমুদ্র দেখে সেই ছোটবেলায় এরপর আর দেখিনি । আমি অভিজ্ঞতা কম নিই আমি আমার চেতনায় একটা অনুসন্ধান চালাই !

এটা সামান্যটুকু বললাম , আরও আছে ! কখনও অশরীরীর পেছনে ছুটেছো ? একসময় এই নিয়ে আমি লিখতাম ছদ্মনামে । তাই সবাই আমাকে নামু বলেই ডাকতো ! দেখি এই নিয়ে লিখা যায় কিনা !

২০| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১০

বাকপ্রবাস বলেছেন: আপনার কবিতা মানেই টানটান উত্তেজনা হা হা হা হা

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় ।

২১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২২

মিরোরডডল বলেছেন:




তুমি মানুষের জীবন সত্যি দেখ ?

oui Monsieur, this is something I love to do.

হ্যাঁ পিচ্চু, হুমায়ুনের হিমুকে নিয়ে লেখা সবগুলো বই পড়েছি।

আচ্ছা যাচ্ছি তবে। কাল মাত্র দেড় ঘণ্টা ঘুমিয়েছি।

এখন আবার বাসায় ফোন করে মায়ের সাথে কথা বলে তারপর ঘুমাবো।

সবাই ভালো থাকবে।
গুড নাইট।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১০

স্প্যানকড বলেছেন: Merci mon amour. à plus tard, bonne nuit.

তোমার মাকে আমার সালাম দিও। আমিও নেটফ্লিক্স এ Manifest দেখব।

২২| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবি যা বলবে তা বলে আমি যাচ্ছি !

" যেয়ো না সাথী ও ও ও ও ও "

:-P

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৩

স্প্যানকড বলেছেন: হা হা হা.... :) ধুর লজ্জা পাইছি। আমি তো কইতাছি " সামাল সামাল সামাল সাথী। ধীরে ধীরে চলরে। উঁচনিচা ছাইড়া ও তুই সিধা পথে চলরে... " হা হা হা.... :)

২৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ও বাবা তুমি আবার লজ্জাও পাও , যাক তুমি তবে লজ্জাবান !! হাহাহাহা !

আমার পছন্দের গান বললে তুমি বড় ভাই !!


" সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয়
তর কারণে সে যে আমায় তিতা কথা কয় !!"

=p~

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

স্প্যানকড বলেছেন: সওয়ারীর গতর নরম ! হা হা হা.... :) মাঝেমধ্যে পাই আর কি ! ভালো থাকিছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.