নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
ধরে নিলাম
দিয়াশলাই বক্স তুমি
তবে আমি বারুদ ঠাসা কাঠি
তোমার ঘষা পেলেই
কি চমৎকার জ্বলি।
জ্বালাতে তোমাকে চাই
সকাল দুপুর রাত
ব্যস্ত থাকি তাই
এ কারণে লিখি
পরক্ষনেই ভাবি
তাতে আমার লাভ ?
সুর্যাস্তের পর
মগজে একটা কবিতা করে ঘুরঘুর
ছন্নছাড়া মেঘ আমার পছন্দ
স্থির হয়ে বসে থাকা আসলেই বিরক্তিকর।
বাঘ আর শিকারীর গল্প
সবাই কম বেশি জানি
নসিব ভালো হলে তুমি বীর
মন্দ হলে
সারাজীবন বইবে বিষের তীর।
নক্ষত্র জয়ের উদ্দেশ্যে আসমানে চোখ রাখিনি
পতনের ভয়ে তাকিয়েছি
জীবনে যার ঝড়-ঝাপটা বেশী
সেই সবচেয়ে সুখী।
যদি তুমি নদী হও
বশ না মানা বাতাস আমি
বাতাস ছাড়া কখনো কি জন্মায় ঢেউ?
জন্মায় না,
জন্মায় না
এমন সত্য জেনে
কি আশ্চর্য !
বারবার তুমি মুখ ঘুরিয়ে নাও !
১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। তোর বইন কই?
২| ১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: **আসলেই (সে) দেয়াশলাই আর আসলেই তুমি একটা বারুদ !
** আসলেই লিখে কী লাভ ? নিজেই তো জ্বলে যাও !
** কবিতাও কী তার মত না ? নাকি কবিতা প্রেমিকার সতীন !!
** আসলেই যদি প্রেমিকারা যদি মন্দভালে বিষের তীর যদি বইতো !!
** আহা কী দারুণ বললা !
** বাতাস ছাড়া ঢেউ আসলেই জন্মায় না । এইটা কজন প্রেমিকারা বোঝে বলতো ? আমিই বোঝাতে পারিনি ! অথচ এই প্রেমিক না থাকলে কী লাভ প্রেমিকার অস্তিত্বের ?
** হ্যাঁ মুখ ফিরিয়ে নেয় । কেন নেয় ? দৃঢ় অহমিকায় ? নাকি তোমার প্রেম নেবার মত সহ্য ক্ষমতা তার নেই বলে !!
কবিতার স্তবক ক্রম অনুযায়ী মন্তব্য করেছি !!
১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
স্প্যানকড বলেছেন: সহ্য করার ক্ষমতা নেই ।
৩| ১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আজকের কবিতাটা না একদম বুকে গিয়ে লাগলো !!
কী গভীর কথা কী সহজে লিখলে !! শেষ কথাগুলো যেন আজন্ম অবহেলায় লালিত প্রতিটি প্রেমিকের অনুচ্চারিত কথা !
মাশাআল্লাহ বড় ভাই ! আজকের কাজ অনবদ্য !!
১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
স্প্যানকড বলেছেন: রবীন্দ্রনাথ কঠিন করে বলেছেন আমি সহজ করে দেই। হা হা হা ভালো থাকিছ।
৪| ১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তোর বইন কই?
আসবে না আর আজকে । হয়তো সপ্তাহান্তের কোন মারদাঙ্গা ভ্রমণের জন্য তৈরী হচ্ছে নয়তো ব্যস্ত । আর নয়তো ঘুমেই আছে ।
তোমার কবিতাটা তার চোখেই পড়বে না এই বলে রাখলাম । একদম এড়িয়ে যেতে পারে । তার আবার এড়িয়ে যাবার সমূঞ খাসলত আছে । তাতে কী সময়ের খাতায় তো রয়ে গেল কবিতাটা !
সহ্য করার ক্ষমতা নেই ।
দারুণ বলেছো তো ! হয়তো তাই । ভেবে দেখো কী বিশাল দুর্বহ প্রেম নিয়ে ঘুরছি ! একটা রুবাই মাথায় ঘুরছে !
রবীন্দ্রনাথ কঠিন করে বলেছেন আমি সহজ করে দেই।
তোমার মতই মনে হয় একগাদা প্রেম নিয়ে সে মরেছে । ভালো থেকো হে প্রেমিক !! গেলাম এবার !
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮
স্প্যানকড বলেছেন: এতো ঘুমায় ?? এড়িয়ে যাক ওসব ডরাই না। রুবাই এর অপেক্ষায় রইলাম। ভালো থাকিছ। গান শুনছি ব্লু ব্যান্ডের All rise।
৫| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:২৫
মিরোরডডল বলেছেন:
যদি তুমি নদী হও
বশ না মানা বাতাস আমি
বাতাস ছাড়া কখনো কি জন্মায় ঢেউ?
পুরো কবিতাই ভালো লেগেছে কিন্তু এই তিনটা লাইন এক কথায় অনবদ্য হয়েছে কবি।
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:৪৬
স্প্যানকড বলেছেন: ঘুম ভাংগছে? ঢেউ তুইলা দেখতাছি ফলাফল মস্ত বড় অশ্বডিম্ব ! হা হা হা...
৬| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩৭
মিরোরডডল বলেছেন:
জীবনে যার ঝড়-ঝাপটা বেশী
সেই সবচেয়ে সুখী।
সবচেয়ে সুখী কিনা জানিনা কিন্তু সেই পায় জীবনের প্রকৃত স্বাদ।
এক জীবনে যে কত বৈচিত্র্য থাকতে পারে!!!!
মরে গেলে আফসোস নেই কোন।
একটা সেইরকমের জীবন কাটিয়ে গেলাম!
১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:৪৭
স্প্যানকড বলেছেন: একদম ! এটা মানছি। ভালো থেকো আনন্দে থেকো....
৭| ১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন:
যাক , তোমার ঘুম ভালো হয়েছো তো বদ্দা !!
১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৩
স্প্যানকড বলেছেন: আমি ঘুমাই ভেতর ঘুমায় না ! ভালো থাকিছ।
৮| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আমি সব সময় পড়ি। কিন্তু মন্তব্য করি না। কারন আপনার লেখায় নতুন কিছু থাকে না। একঘেয়েমি লাগে। আবার একই ছবি অনেকবার ব্যবহার করেন।
১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রথম কমেন্ট আমিই করছি তবে !!