নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে। চ্যাপ্টার ১০

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

ছবি নেট ।

যে পিচ কালো রাস্তাটা
সাপের মতো এঁকেবেঁকে বাড়ির সামনে দিয়ে
এগিয়ে গেছে খানিকদূর।

যেখানে পা ফেলেনি 
দেশের দামী লোক কেউ
সেখানে মিলে যায় রোদ্দুর।

যারা রাস্তাটি ধরে আসা-যাওয়া করে
পরিচিত কেউ কেউ
অন্যরা একই গাঙের ঢেউ
ইদানীং ওর শরীর রূগ্ন এবং খারাপ
এ নিয়ে চলে আলাপ
বৃষ্টি হলে জল কাঁদায় ইয়ার্কি খেলা
সহজে হয় না ঠিক
এ জানি যতদূর।

রাস্তাটির বুক জুড়ে এবড়োখেবড়ো আঁচড়
যান বলতে রিক্সা, ট্যাম্পু
দাঁড়ালে হাওয়া লাগে ফুরফুর।

রাতনিশুতে যখন ফকফকা চাঁদের আলো
পড়ে ওর গায়
যেন কোন নববধূ লাজে মুখ লুকায়
আমি হেসে উঠি
ওর কথা শোনার জন্য আসি বারান্দায় ।

রাস্তাটি করে কেউ ফিরে ঘরে
কেউবা চিরতরে সরে যায় দূরে
রাস্তাটি কাঁদে চুপেচাপে
ভালো হোক
মন্দ হোক
একটা নাম সে চায়।

কত তরুন দৌড়াচ্ছে এক শ্বাসে
চাকরি চাকরি মগজ জুড়ে
কোন তরুনী ঘোমটা খুলে
গার্মেন্টস এর সিঁড়ি বায়
কত বৃদ্ধ খুকখুক কাশে মরণ যন্ত্রনায়
কোন নারী চুপিসারে ঘরের খিল লাগায়
পর পুরুষের সাথে ঘুমায়
রাস্তাটি এসব জানে
এসব খবর শোনায়
তাই তো ডাকে আমায় নানান ইশারায় ! 






মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

মিরোরডডল বলেছেন:




রাতনিশুতে যখন ফকফকা চাঁদের আলো
পড়ে ওর গায়
যেন কোন নববধূ লাজে মুখ লুকায়
আমি হেসে উঠি
ওর কথা শোনার জন্য আসি বারান্দায়।


আজকের লেখা একটু অন্যরকম, তাই ভালো লেগেছে।
রাস্তাটার একটা নাম দিবে না কবি?

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০

স্প্যানকড বলেছেন: কোনটা খারাপ লেগেছে? আসলে এজন্য জানতে চাওয়া তাহলে আরও মনযোগী হতাম। আমি একটা নাম ঠিক করেছি। এখন তুমি একটা নাম দিতে পার। দিবে কি? ধন্যবাদ। ভালো থেকো আনন্দে থেকো :)

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড-এর লেখার স্টাইল একটু ভিন্ন বলে আমি পছন্দ করি।
মাঝে মাঝে কিছু লেখা স্কিপ করে যাই, পড়লেও মন্তব্যে আসিনা ফর সাম রিজন।
তাছাড়া মোটামুটি সব লেখাই ভালো লাগে।

এই লেখা একটু অন্যরকম বললাম এটা জীবনের প্রতিচ্ছবি, বিভিন্ন মানুষের জীবন উঠে আসছে এখানে।
লেখার কনটেন্টের ওপর ভালো লাগা কম বেশি হয়। এইতো।

কি নাম ঠিক করেছে, সেট আগে শুনি।

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

স্প্যানকড বলেছেন: সবটাতেই জীবনের গল্প আছে। হয়তো বেশির ভাগ কোন প্রেমিকের চাওয়া না পাওয়া নিয়ে বেশী লিখা। সে যাই হোক। আমারটা বলছি। তুমি নাম ঠিক করেই আমাকে প্রশ্ন করেছ। তাই তোমারটা আগে শুনি? এখন তো রাত ওখানে তা ডিনার কি করলে? এমনিতেই ইচ্ছে হলো শুনি আর কি। ভক্ত কি খায় তার খোজ নেওয়া। কবির খোজ তো কেউ নেয়না ! হা হা হা :)

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

মিরোরডডল বলেছেন:




সবই জীবনের গল্প, তার মাঝেও ভিন্নতা আছে।
আরে নাহ নাম ঠিক নেই।
পড়তে পড়তে মনে হলো, একটা নাম থাকলে হতো।
বলে ফেলা হোক।

হা হা হা
ডিনারে নাথিং ফিক্সড।
একেক সময় একেক কিছু।
আজ রাতে ছিলো চিকেন ভেজি স্প্যাগেটি।
আফটার অফিস কুক করলাম।

কবি রান্না করতে পারে?

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

স্প্যানকড বলেছেন: কবি ইন শা আল্লাহ সব কিছুই পারে। রান্না পারি এবং বেশ ভালোই পারি। তুমি একা থাকো? না, পরিবারের কেউ আছে? জাস্ট এমনিতেই খোঁজ খবর নিচ্ছি। অন্য কিছু ভেবে না কিন্তু ! হা হা হা...:)

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

মিরোরডডল বলেছেন:




বাহ! এটাতো খুব ভালো।
রান্না করতে পারা অনেক ভালো একটা গুণ।
আমি একদম শুরুতে সেভাবে শিখিনি কিন্তু এখন সব পারি।
মাকে রান্না করে খাওয়ানো হয়েছে? ইফ সো, কি বলে মা, ছেলের রান্না কেমন?

তুমি একা থাকো?

সিরিয়াসলি???? B:-)
এতদিন পর এই প্রশ্ন!

Oui Monsieur.
ফ্যামিলি ঢাকায় থাকে।

কবি কোথায় থাকে?
রাস্তার নাম কিন্তু আর বললো না!

আমি ভেবেছি, যেহেতু রাস্তাটা বড় না, চাপা রুগ্ন,
তাই হতে পারে মনচোরা গলি অথবা মৌ গলি।


৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

স্প্যানকড বলেছেন: Oui, mon amor ! মা বলে কি তুই কি হইয়া গেলি। আগে তো এক গেলাস জল ঢেলে খেতে পারতিছ না। এখন কত কি করিছ। মা পছন্দ করে তবে বেশী খেতে পারে না। কিডনি ডায়ালাইসিসের রোগী। অল্প একটু খায়। আমি জোর করলে চুপ হয়ে যায়। আর খালি কাঁদে।

কবি তোমার হৃদয়ে থাকে। থাকে না? ওটার চেয়ে নিরাপদ জায়গা দুনিয়ায় আর কোথায়?? দুইটা নাম পছন্দ হয়েছে খুব। এই ফাঁকে একটা প্রেমের কবিতা লিখে ফেলেছি। কাল পোস্ট করব ইন শা আল্লাহ। ভালো থেকো।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দারুণ কবিতা। আপনার কবিতার বই যখনই বের করবেন জানাতে ভুলবেননা অবশ্যই।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

স্প্যানকড বলেছেন: ওকে ইন শা আল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.