|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট । 
তুমি ছাড়া আরাম কিসে?  
ইবাদত বন্দেগী 
একঘেয়ে পানসে। 
এতো ভীড় এই যে 
এতো এতো লোকলশকর 
ফকাফকা রোদ্দুর 
পাখির কুহুতান
সারি সারি কুঞ্জবন 
সব মিছে 
সব মিছে। 
যেই দেখি 
নাই তুমি 
অমনি ফুল গুলি গেল শুকিয়ে 
আমিও কম কিসে? 
দুধের শিশুর মতন 
বুক ভাসাই কেঁদে কেঁদে। 
যেই শুনতে না পাই 
তোমার কন্ঠস্বর
গায়ে আসে কালো জ্বর 
বাঁকা হতে হতে ভেংগে যাই 
নীল নীল বিষে। 
আসতে পারিনা 
ছুঁতে পারিনা তোমায় কিছুতে 
চুমু ! 
ইশ ! 
যদি একবার মিলে যেতো 
মরণ লাগতো মধু
সে আর বলতে ! 
সব কিছুর মেয়াদ থাকে
প্রেম এবং জখমের 
তুমি ছাড়া জীবন কিসের ? 
না ঘুম 
না, 
নাওয়া খাওয়া 
সব বিষের
সব বিষের। 
কোথা দিয়ে সময় যাওয়া 
বারবার ঘড়িতে দম দেওয়া 
ক'টা বাজে ! 
ক'টা বাজে ! 
তুমি ছাড়া আরাম কিসে? 
সত্যি কিসে ?
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩২
১৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩২
স্প্যানকড বলেছেন: আমি সবকিছুর চরমে আছি   সে হোক প্রেম অথবা বিরহ। ধন্যবাদ।
 সে হোক প্রেম অথবা বিরহ। ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১৯
১৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১৯
মিরোরডডল বলেছেন:
আসতে পারিনা
ছুঁতে পারিনা তোমায় কিছুতে
চুমু !
ইশ !
যদি একবার মিলে যেতো
মরণ লাগতো মধু
সে আর বলতে !
এই অনুভূতি কিন্তু চরম ভালোলাগার!
কবির জন্য আপুর পোষ্টে কমেন্ট রেখে আসছি।