নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
কত নামেই না তোমায় ডাকি
কত ভাবেই না তোমায় ভাবি
কত অজুহাতে তোমায় বুকে টানি
তুমি,
একটিবার এসো কাছে
যেন হৃদয়ে হৃদয় মেশে
যেন ঠোঁটে ঠোঁট মেশে।
যে পোয়াতি কুকুরটি ভারী পেটে
ওর প্রেমিক কে খুঁজতো
আমি ওর চোখে রাগ দেখিনি
যে যাবার সে তো যাবে
এর বেশি কিছু ভাবিনি।
কতবার তোমায় ভেবে ভেবে
বাড়ি ফেরবার পথ ভুলে গেছি
তুমি হয়তো উপচে পড়া জলরাশি
গোটা এক উত্তাল সমুদ্দুর
তাই তো
তাই তো
ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে নিরন্তর।
কতবার এমন হয়েছে
ভাত চিবোতে চিবোতে
তোমায় ভেবে গেছি
যেন পাশের ঘরে আছ
গুনগুন গান করছ
কাঠের আলমারি খুললে
সে শব্দ কানে এলো
গলার স্বর উঁচু করে বললে,
এ্যাই ! এ্যাই !
কোথায় রেখেছ কানের টপ
পাচ্ছি না খুঁজে
একটু এ ঘরে আসবে
আমি তড়িৎগতিতে ছুটে যাই
দেখি,
তুমি নাই
কোন শব্দ নাই
কয়েকটা কবিতার বই বিছানা দখল করে
মরার মতো পড়ে আছে
এ সত্য মেনে
ফিরে আসি এঁটো হাতে
এমন ভেবে গিলে ফেলেছি
কত যে পাথর !
সে খবর যদি জানতে।
বেলা শেষে এই ভাবনা চলে
তুমি এসে আমায় ওলট-পালট করে দিবে
যেমন করে
হেমন্তের শিশির জানালার কাঁচে গলে
এ আশায় চোখ বুজে
তোমার আংগুল যেন শার্টের সবকটা
বোতাম খুলে।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫
স্প্যানকড বলেছেন: আইচ্ছা, বস ঠিক করছি । কেমন আছি এ ও তো বলতে পারতে নাকি?
২| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫
সেলিম আনোয়ার বলেছেন: রোমান্টিক। কয়েকটি কবিতা লিখলাম পোস্ট করবো না ।
১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯
স্প্যানকড বলেছেন: কেন? কেন? ইহা অন্যায় মস্ত বড় অন্যায়। এ কি মানা যায় ? ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
মিরোরডডল বলেছেন:
অনেক ভালো লেগেছে, অনেকগুলো লাইন খুব সুন্দর।
কত অজুহাতে তোমায় বুকে টানি
তুমি,
একটিবার এসো কাছে
যেন হৃদয়ে হৃদয় মেশে
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
স্প্যানকড বলেছেন: আর ঠোঁটে ঠোঁট ! হা হা হা
৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫
বিজন রয় বলেছেন: সদ্য ফোঁটা কবিতা।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
স্প্যানকড বলেছেন: আসলেই হয়েছে তাই। সকালে ঘুম থেকে উঠার পর পর কবিতাখানা লিখে ফেলি। এরপর পরে পোস্ট করি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
মিরোরডডল বলেছেন:
তুমি হয়তো উপচে পড়া জলরাশি
গোটা এক উত্তাল সমুদ্দুর
তাই তো
তাই তো
ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে নিরন্তর।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
স্প্যানকড বলেছেন: সত্যি তো, তুমি আমার কাছে এমনই হা হা হা
৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯
মিরোরডডল বলেছেন:
আমি তড়িৎগতিতে ছুটে যাই
দেখি,
তুমি নাই
কোন শব্দ নাই
কয়েকটা কবিতার বই বিছানা দখল করে
আজকের লেখাটা অনেক সুন্দর।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
স্প্যানকড বলেছেন: তাই। ভালো লেগেছে । ভালো তো লাগবে মানুষের কষ্ট অনেকের কাছে আনন্দের খোরাক ! সত্যি আমি অবাক! হা হা হা
৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
আমি সাজিদ বলেছেন: প্রমিক কি বস্তু ভাই?
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
স্প্যানকড বলেছেন: মানে কি ? ক্লিয়ার করেন প্লিজ
৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২
আমি সাজিদ বলেছেন: আমরা উৎসাহ অবশ্যই দেই কিন্ত তা যেন এমন না হয় অতি উৎসাহে আপনি লেখায় উন্নতি করার চেষ্টা কমিয়ে দেন। বেশ অনেক উন্নতির সুযোগ আছে। এক বিষয়বস্তুতেই ঘুরে ফিরে আপনার কবিতাগুলো। একঘেয়ে লাগে কবি। অবশ্য ব্লগে ঢুকে দেখলাম কবিতা দিয়ে মানুষকে ঘায়েল করে দিচ্ছেন। সাব্বাস।
১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
স্প্যানকড বলেছেন: প্রেম এমনই ! একঘেয়ে হয়ে গেলে কেমনে কি? আমি তোমাকে ভালবাসি স্ট্রেইট না বলে কবিতায় এভাবে ঘুরিয়ে বলি। একটা চেনা গল্প তৈরী করি। কবিতা দিয়ে ঘায়েল কে হলো ?? আমি ধরতে পারছি না কিন্তু ! হা হা হা ভালো থাকবেন সব সময়
৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০১
মিরোরডডল বলেছেন:
ওর প্রমিক কে খুঁজতো
এখানে বানানটা ঠিক করতে হবে।
সাদিদ এটাই বলতে চেয়েছে।
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫
স্প্যানকড বলেছেন: ঠিক করেছি তো ! পড়ে দেখ ।
১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০২
মিরোরডডল বলেছেন:
***সাজিদ***
১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭
স্প্যানকড বলেছেন: হা হা হা ভুল শুধু কি আমি করি? অন্যরাও করে। মজা পাইলাম মেয়ে
১১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার কবিতা।
২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২
মিরোরডডল বলেছেন:
শব্দটা হবে 'খুঁজতো'