|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট । 
দুনিয়ার তাবৎ নেতাদের গালি দিতে দিতে
একসময় চুপ মেরে যাই 
বিস্ময় নিয়ে ভাবি, 
যেন সকলে দেখছি 
মারদাঙ্গা একশন কোন মুভি 
ছি:! ছি :! 
প্রিয়তমা, 
ক্ষমা করো 
এখন খেতে ইচ্ছে করে না চুমু 
ভাত মুখে দিতে ইচ্ছে করে না 
ঘন্টার পর ঘন্টা মগজে বাজে সাইরেন 
এ আমি বুঝে গেছি 
খুনীদের মুখ দেখাতে একদম লজ্জা করে না। 
শেয়ালের ডাকে যে কিশোর শক্ত করে ধরেছিল
মায়ের আঁচল  
টিনের চালে শুকনো বড়ই গড়াতে গড়াতে 
ফর্সা সকালে বিছানা ছেড়েছিল 
লাটিম, ঘুড়ি যার ছিল খেলার সম্বল 
সে আজ হতবিহ্বল ! 
আজ-ও নয়নে বন্দী 
ফেলা আসা সেই প্রিয় মফস্বল। 
প্রিয়তমা, 
তবে কি ওরা সব ছদ্ম মানুষ ? 
সে অর্থে গ্রহের নাম দুখিনী গ্রহ বলা চলে 
তাহলে প্রেম 
শুধুই কি এলেবেলে ? 
তা কি করে হয়? 
কি করে হয়? 
এখনো মাঝরাতে 
নর নারী প্রেমে মেতে রয়। 
শান্তি আনার ছলে 
যারা সমস্ত চাওয়া পাওয়া পিষে ফেলে 
যারা কেড়ে নিতে পারে মানচিত্র 
তাদের কবি ঘেটু পুত্র কয়! 
প্রিয়তমা, 
পরিতাপের বিষয় 
ওরা জানে না 
চোখে চোখ রাখলে কতোকিছু হয় 
ঠোঁটে ঠোঁট মেশালে মিলে যায় আশ্চর্য মধু 
মেঘ পড়েছে কাফনের কাপড় 
তাকালেই নয়ন জুড়ে লবন অশ্রু !
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৬
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন, আনন্দে থাকবেন সব সময়।
২|  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৭
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৭
মিরোরডডল  বলেছেন: 
চোখে চোখ রাখলে কতোকিছু হয়
ঠোঁটে ঠোঁট মেশালে মিলে যায় আশ্চর্য মধু
মেঘ পড়েছে কাফনের কাপড়
তাকালেই নয়ন জুড়ে লবন অশ্রু !
  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৩
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৩
স্প্যানকড বলেছেন: তোমার হয় কি এমন? আমার হয় । কাল রাতে আল-জাজিরার খবর দেখে তেমন কিছুই খেতে পারিনি। একটা বিস্কুট আর এক গেলাস জল ছিল সম্বল । আসলে এরা কি মানুষ ! কেন এ গ্রহে এতো যুদ্ধ ? ভাল্লাগে না এসব।
৩|  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৭
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৭
মিরোরডডল  বলেছেন: 
যুদ্ধ ভালো লাগার কিছু না। 
সাধারণ মানুষ কেউ যুদ্ধ চায় না।
এগুলো পুরোটাই পলিটিক্যাল, ক্ষমতার লোভ আর অপব্যবহার।
এসব দেখতে সত্যি আর ভালো লাগে না।
মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাই। 
  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১২
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১২
স্প্যানকড বলেছেন: আম্মা দেখে আর চুপ করে থাকে। আমি সেদিন রাগ করে অনেক কিছু বলেছি। এমনিতেই সে অসুস্থ তার উপর এগুলি ! ভাল্লাগে না সত্যি। একটা বাজে সময়ের স্বাক্ষী হয়ে আছি । সামনে আরও খারাপ কিছু হবে শুধু মার্কিনীদের নির্বাচন হতে দাও।
৪|  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৭
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৭
মিরোরডডল  বলেছেন: 
মা কে এসবের মধ্যে ইনভল্ভ করার দরকার কি?
ছেলে রাগ করে যাই বলুক, মার সামনে এমন কিছু বলা যাবে না যেনো মা ছেলেকে নিয়ে টেনশন করে।
যতটুকু জানি, উনি সিভিয়ারলি অসুস্থ।
অসুস্থ অবস্থায় মানুষের মন এমনিতেই দুর্বল থাকে।
  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৭
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৭
স্প্যানকড বলেছেন: সে গাজার খবর প্রতিদিন শুনবে। নামাজ পড়ে দোয়া করবে। আমি বলেছি, অনেক হয়েছে এগুলি শোনা বাদ দিতে হবে। সারাজীবন কাটিয়ে গেল ছেলে ছেলে করে। আজ কিছুই ভালো লাগছে না। একদম একা লাগছে। সত্যি, মন খারাপ হয়ে আছে। কোনকিছুতে মন নেই যেন ফুরিয়ে যাচ্ছি বেঁচে থাকার ইচ্ছেটা পর্যন্ত কমে যাচ্ছে। ভালো থেকো, আনন্দে থেকো  
৫|  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩১
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩১
মিরোরডডল  বলেছেন: 
স্প্যানকড পানি কে জল বলে?
কলকাতায় সবাই বলে কিন্তু আমাদের দেশে খুব কম শুনেছি।
  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৯
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৯
স্প্যানকড বলেছেন: দুইটাই চলে। স্প্যানকড আরও অনেক কিছু বলে মেয়ে ওসব কানে নাহি তোলে মনে নাহি রাখে !  ভালো থেকো, আনন্দে থেকো 
৬|  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৭
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৭
মিরোরডডল  বলেছেন: 
চেষ্টা করেও আনন্দে থাকতে পারছি না।
ভালো থাকবে কবি।
  ২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৮
২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৮
স্প্যানকড বলেছেন: ভালোর সংগাটা ভুলে গেছি। মনে করিয়ে দিও তো।
৭|  ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
মিরোরডডল  বলেছেন: 
সারাজীবন কাটিয়ে গেল ছেলে ছেলে করে। আজ কিছুই ভালো লাগছে না। একদম একা লাগছে। সত্যি, মন খারাপ হয়ে আছে। কোনকিছুতে মন নেই যেন ফুরিয়ে যাচ্ছি বেঁচে থাকার ইচ্ছেটা পর্যন্ত কমে যাচ্ছে।
মন খারাপ করবে না।
আই উইশ সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে।
এরকম হয়, মাঝে মাঝে খুব বিষণ্ণ লাগে।
জীবনের কোন কিছুতেই তখন আর আকর্ষণ থাকে না।
তারপর ঘুরে দাঁড়াতে হয়।
  ২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪১
২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪১
স্প্যানকড বলেছেন: সময় কিছুই ঠিক করে না শুধু কেড়ে নেয় আরও আঘাত দেয়। ঘুরে দাঁড়াতে জানি কিন্তু জানো কি থাক বলতে ইচ্ছে করে না....
৮|  ২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৮
২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৮
মিরোরডডল  বলেছেন: 
আমি যাচ্ছি। 
যখনই মন খারাপ লাগবে, এখানে চলে আসবে। 
never think yourself alone. 
we all are here for you.
ভালো থাকবে কবি।
good night!
  ২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৬
২০ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৬
স্প্যানকড বলেছেন: কি মায়ায় কার মায়ায় এখানে আসি জানি না। আমার তুমি আছ আর কেউ নেই। ভালো থাকার অনেকরকম মিনিং আছে কোনটা বলছ? শুভ রাত্রি। ভালো থেকো, আনন্দে থেকো  ঘুমের ভেতর হানা দিতে পারি তাই সতর্ক থেকো। হা হা হা
 ঘুমের ভেতর হানা দিতে পারি তাই সতর্ক থেকো। হা হা হা 
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৬
২০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।