|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট। 
তোমার কাছেই কেন? 
কেন বারবার ফিরে আসি?
অন্য কোথাও কি যাওয়ার জায়গা নাই ? 
প্রশ্নটা বোকার মতন করেই হাসি
পরক্ষনেই কাঁদি 
সে কান্না-হাসি দুটো আমার 
তাহলে কি তোমার? 
দিন ফুরালে তোমাকে চাই
রাত ফুরালে চাই 
বিছানার এ পাশ হলে চাই 
ও পাশ হলে চাই 
বাজারে গেলে চাই 
দাওয়াই কিনতে গেলে চাই
অফিসের টিফিন পিরিয়ডে চাই
ভালো একটা ট্রিপের অফার পেলে 
তোমাকে চাই
খোলা আসমানে তাকানোর সময় চাই
লন্ড্রি তে গেলে চাই
হাঁটতে গেলে চাই
বসতে গেলে চাই
শুতে গেলে চাই 
প্রতিটি সময় শুধু তোমাকে চাই আর চাই 
যেন তোমাকে চাইতেই এ বসুন্ধরায় আসা 
তোমাকে চাইতে চাইতে ফুরিয়ে যাওয়া 
এভাবে আমার চাওয়া পাওয়া বাড়তে থাকে
সময় ফুরাতে থাকে 
একদিন দুম ! 
নিউ ইয়ারের আতশবাজির মতো 
দেখলে 
কিন্তু ছুঁতে পারলে না
ছুঁড়ে ফেলে দিলে
কাছে রাখলে না। 
এরপর নয়া অধ্যায় 
নয়া পাঠ
একদম শান্ত আমি 
কোন আক্ষেপ আস্ফালন কিছুই নাই 
রাগ গোসসা নাই 
চাওয়াচাওয়ির কারবার নাই 
হাজার ডাকাডাকির পরেও সাড়াশব্দ নাই 
একদম চুপ 
যেমন আছ এখন তুমি। 
অথচ 
তুমি আসবে বলে দুয়ার খোলা 
হাজার রকমের কত খেলা 
তুমি আসবে বলে পাহাড়ের বুক চিড়ে ঝর্ণা 
সমুদ্দুর, নদী 
তুমি আসবে বলে 
ভেতরে কেমন ঘুর্নি 
আর মেঘ জমার মতো হু হু কান্না। 
আমি লুকাতে পারি না প্রেম 
লুকানোর কায়দাটা নেই রপ্ত
শিখে গেলে আমিও হলাম অন্যদের মতো 
তখন প্রেম চেয়ে কি লাভ? 
স্রোতে ভেসে যাওয়া সহজ 
সহজ রাস্তায় পা রাখার অভ্যাস তো নেই ! 
 ১৫ টি
    	১৫ টি    	 +২/-০
    	+২/-০  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০৫
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০৫
স্প্যানকড বলেছেন: কে? কাকে মারবে? আমাকে কি? কি শুনতে চাও মেয়ে?
২|  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১৩
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১৩
মিরোরডডল  বলেছেন: 
মানে কি? 
স্প্যানকড বললো যে এই কথা?
শুধু ক্লান্ত নয় মেরে ফেলার মতো জঘন্য কর্মটি করার অপেক্ষায় আছে
আহ ! কবিতা 
১ নং প্রতিমন্তব্যে।
  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২০
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২০
স্প্যানকড বলেছেন: হুম এ সত্য ! যেকোনো সময় দুম ! ভয় করিনা ওসব মেয়ে। তুমি আমার সবকিছুর খবর রাখ মন্তব্যটি লিখছি আর হাসছি। আচ্ছা বলতো আমি তোমার কেমন তুমি ??
৩|  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২১
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২১
মিরোরডডল  বলেছেন: 
আমি তোমার কেমন তুমি ??
যেটা শুধুই পাগলামি!
  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৬
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৬
স্প্যানকড বলেছেন: হা হা হা  এ আমি জানি। আমি কারো নই এ সত্যটা জেনেই হাসি।
 এ আমি জানি। আমি কারো নই এ সত্যটা জেনেই হাসি। 
  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩২
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩২
স্প্যানকড বলেছেন: যাক এখন মরলে বা কেউ মারলে আফসোস নাই ! ভালো থেকো  আনন্দে থেকো
 আনন্দে থেকো 
৪|  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩৩
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩৩
মিরোরডডল  বলেছেন: 
কে বলেছে কারো না?
আমাদের সবার প্রিয় স্প্যানকড 
আচ্ছা কবিতার বই বের করবে নাহ?
বের হলে, কিনতে পারলেও আমি কিনবো না।
কবি আমাকে গিফট করতে হবে।
গোটা গোটা হাতের লেখায় সুন্দর করে লিখে দিবে 
কবির হাতের লেখা কেমন?
যারা এতো কবিতা লেখে তাদের হাতের লেখা সাধারণত সুন্দর হয়।
  ২২ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৬
২২ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৬
স্প্যানকড বলেছেন: সবার প্রিয় হা হা হা  সবার প্রিয় না ছাই !  কতজন দেয় গালাগাল দেয় সে কি আমি বুঝি না। বই বের করব আবার চিন্তাটা উড়িয়ে দেই। বলি পাগল নাকি ! একটা আইডিয়া মাথায় আছে। শুনবে??
 সবার প্রিয় না ছাই !  কতজন দেয় গালাগাল দেয় সে কি আমি বুঝি না। বই বের করব আবার চিন্তাটা উড়িয়ে দেই। বলি পাগল নাকি ! একটা আইডিয়া মাথায় আছে। শুনবে??
৫|  ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২০
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: সহজ সরল সুন্দর।
  ২২ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৮
২২ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৮
স্প্যানকড বলেছেন: বাঁকা সুন্দর হয় না ! হা হা হা  একটু মজা করলাম। মনে কিছু নিবেন না প্লিজ
 একটু মজা করলাম। মনে কিছু নিবেন না প্লিজ  ধন্যবাদ
 ধন্যবাদ  ভালো থাকবেন খুব।
 ভালো থাকবেন খুব। 
৬|  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৪
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৪
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: সবার প্রিয় না ছাই ! কতজন দেয় গালাগাল দেয় সে কি আমি বুঝি না।
ইউ আর রাইট, কথা সত্যি!
ব্লগের অনেকেই অপছন্দ করে বা সমালোচনা করে।
এটাও জীবনের অংশ। 
আমরা কেউ তার বাইরে না।
যারা এপ্রিশিয়েট করে, উৎসাহ দেয় তাদের জন্য লিখবে।
তবে লেখায় ভিন্নতা থাকলে ভালো, যেনো টাইপড হয়ে না যায়।
একটা আইডিয়া মাথায় আছে। শুনবে??
হুম শুনবো, নিশ্চয়ই উদ্ভট কিছু।
  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:১০
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:১০
স্প্যানকড বলেছেন: যদি কবিতার বই বের করি কোনদিন। তোমার আমার কিছু কিছু মন্তব্য দিয়ে প্রচ্ছদটা রাখা হবে। কি বল মেয়ে?   হবে নাকি? হা হা হা
 হবে নাকি? হা হা হা 
৭|  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৮
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৮
মিরোরডডল  বলেছেন: 
এই লেখার সেকেন্ড লাস্ট প্যারা পড়তেই অঞ্জনের এই গানটা চলে আসে।
৮|  ২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:১২
২৩ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:১২
স্প্যানকড বলেছেন: গানটা সুন্দর তবে সুরটা অনেকটা ইংরেজি কান্ট্রি সং এর মতো। ভালো লাগছে ভীষণ। ধন্যবাদ । 
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০০
২২ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০০
মিরোরডডল বলেছেন:
শুধু ক্লান্ত নয় মেরে ফেলার মতো জঘন্য কর্মটি করার অপেক্ষায় আছে
কারা মেরে ফেলবে?
কেনো মেরে ফেলবে?
রাজনীতি করা হয় নাকি?
কাহিনীটা কি, একটু শুনি।