|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট। 
তোমার আমার দূরত্ব খুব বেশী কি? 
এ তো চোখ বোজা আর খোলা অতটুকু সময়
তুমি ভীষণ ভীষণ ডরপুক 
নিজের ভেতর নিজেকে গুটিয়ে রাখো 
তুমি সুতা হলে আমি সূঁচ। 
তুমি যখন জানালার পর্দা টানিয়ে দাও
দুয়ারে খিল দিয়ে একদম একা হয়ে 
ঘরের বাতি জ্বালিয়ে কিচেনে যাও
ফ্রিজে রাখা খাবার গুলি ওভেনে গরম করে
ফের খেতে শুরু কর 
খাওয়ার পুর্বে হাত মুখ ধুয়ে নাও 
টিভির সামনে বসে পড় 
একটা আস্ত দুনিয়া সামনে আসে 
যার বেশিরভাগ নানা মিথ্যে দিয়ে সাজানো। 
সপ্তাহের পর সপ্তাহ সেই একই নিয়মে চলা 
আমি সমস্ত নিয়ম ভেংগে তোমাকে কোথাও নিয়ে যাই
যা খুব দূর
যেথায় গাছের পাতা এখনো সবুজ
একটা রুপালি নদী
যার ঢেউ শান্ত
যদিও অশান্ত নদী গড়ে তোলে দক্ষ মাঝি 
বাতাসে ভাসে হারিয়ে যাওয়া সুর 
যেখানে বিশুদ্ধ অক্সিজেন 
দু:খ ঝেরে ফেলার মন্ত্র 
সেখানে কিছু কুঁড়ি সুঠাম সুন্দর 
তোমার অপেক্ষায় আছে
ছুঁড়ে ফেল এসব পঁচা বাসি খবর 
যেখানে প্রেম বলতে কে কত উঁচু 
কে কত ক্ষমতাধর ! 
আমি তোমাকে প্রেমের কথা শোনাই 
সেখানে শরীর উপস্থিত করি
আর যখন তোমার হয়ে যাই
বদলে যায়
অনু থেকে পরমাণু 
সময় হয়ে যায় ধীরগতির 
তুমি আমি 
ভেংগে ফেলি সমস্ত সুত্র এবং ফিজিক্স ! 
তোমার আমার দূরত্ব এতো কি বেশী? 
না, 
মোটেও না 
এইতো ছুঁয়ে চলেছি 
কেড়ে নিয়েছি তোমার কাছ থেকে তোমায় 
এইতো তোমাকে বাজের মতো ছোঁ মেরে ধরে রেখেছি কবিতার প্রতিটি শব্দে
আর আমার আঙুলের ডগায়। 
 ২৫ টি
    	২৫ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
স্প্যানকড বলেছেন: ওকে ঠিক করে নিয়েছি। ধন্যবাদ।
২|  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৭
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৭
মিরোরডডল  বলেছেন: 
এ তো চোখ বুজা আর খোলা
চোখ বোজা হবে
  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৪
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৪
স্প্যানকড বলেছেন: ঠিক করে নিয়েছি। ধন্যবাদ।
৩|  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩২
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩২
মিরোরডডল  বলেছেন: 
"আমি তোমাকে প্রেমের কথা শোনাই
....................................
.....................................
নাকি একজন আরেকজনের সতিন ?"
এই প্যারাটা ভালো লাগে নি।
বাকি কবিতার সাথে যায়নি।
অপ্রয়োজনীয় মনে হয়েছে।
  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৫
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৫
স্প্যানকড বলেছেন: বাদ দিয়ে নতুন কিছু দিব। এ খুব সহজ আমার কাছে।
  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
স্প্যানকড বলেছেন: বদলে দিয়েছি সেই প্যারা যা তোমার ভালো লাগেনি। কি করা ফাইস্যা গেছি মাইনকার চিপায় !  
তুমি পাঠক 
তুমি ঘাতক মারাত্মক !   হা হা হা
 হা হা হা 
৪|  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৪
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৪
মিরোরডডল  বলেছেন: 
শেষটা ভালো লেগেছে।
  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৬
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৬
স্প্যানকড বলেছেন: শেষ ভালো যার সব ভালো তার৷!  হা হা হা  মুরুব্বিরা বলে
 মুরুব্বিরা বলে 
৫|  ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৬
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৬
স্প্যানকড বলেছেন: ধুর ছাই ! কই গেল ???? হ্যাঁ শুনি কি এমন কাজ ???
৬|  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩০
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩০
মিরোরডডল  বলেছেন: 
যে যাই মন্দ কথা বলুক, স্প্যানকড আসলেই জাত কবি।
এবার ঠিক আছে।
you can see the difference before and after.
এখন লাইক দিয়েছি।
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৮
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৮
স্প্যানকড বলেছেন: হুম, এখন লাইক দিয়েছি ওলে ওলে আমার লক্ষীটি !  হা হা হা  এ প্যারাগুলি ছিল আরেক কবিতার। এখানে জুড়ে দিলাম। তা বলো, ডিনার কি খেলে?
 এ প্যারাগুলি ছিল আরেক কবিতার। এখানে জুড়ে দিলাম। তা বলো, ডিনার কি খেলে?
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৭
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৭
স্প্যানকড বলেছেন: ওরা মন্দ বলে আমি ততই কবিতার প্রেমে পড়ি। একারণে প্রতিদিন লিখি।  ইহাই আমার গোপন সুত্র
 ইহাই আমার গোপন সুত্র 
৭|  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৩
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৩
মিরোরডডল  বলেছেন: 
তারমানে কি দাঁড়ালো!!!
ইনস্ট্যান্ট চেঞ্জ করার যে ক্রেডিট দিলাম, ওটা ছিলো আসলে ফাঁকিবাজি???
আগের লেখা থেকে এনে দেয়া  
 
ক্রেডিট ফিরিয়ে নিবো কিনা ভাবছি  
 
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১১
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১১
স্প্যানকড বলেছেন: আরে এটা এই কবিতা লেখার পরে আরেকটা কবিতার। এর সাথে দেখলাম যায়। মেয়ে খালি উল্টো দিকে যায়। যাও যেদিকে মন চায়। আমি কে বাঁধা দেবার। নিয়ে নাও সব। নিতে সবাই জানে কে পারে দিতে???
৮|  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৬
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৬
মিরোরডডল  বলেছেন: 
সে বুঝলাম, কিন্তু কবিকে পিচ্চুর পোষ্টে দেখতে চাই।
অতীতে যা ঝগড়াঝাঁটি হয়েছে সব বাদ।
Be friend again.
পিচ্চুটা অনেক সুন্দর গান করেছে, please come.
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২০
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২০
স্প্যানকড বলেছেন: আমি কারো সাথে ঝগড়া করি নাই। এরপর আমাকেই বলছ। আজব ! আমি অন্য গান শুনছি। এখন তুমি বা তোমরা মজা নাও তাতে আমার কিচ্ছু আসে ও না যায় ও না। কবিতার দুনিয়া মেলা বড়। আমি এর একটা ক্ষুদ্র বালু হয়ে আছি। ভালো থেকো  আনন্দে থেকো
 আনন্দে থেকো  মাইন্ড ইট আমার কেউ নাই !
 মাইন্ড ইট আমার কেউ নাই ! 
৯|  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৭
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৭
মিরোরডডল  বলেছেন: 
নিতে সবাই জানে কে পারে দিতে???
এতো দেবার পর এ কথা!!!!
আচ্ছা আর সময় দিবো না কবির পোষ্টে তাহলে।
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৬
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৬
স্প্যানকড বলেছেন: না দাও সময়। আমি ওসবে চোখ রাখছি না। হাতে পায়ে ধরার অভ্যাস নেই। তাই তো সেদিন বলেছি, স্রোতে ভেসে যাওয়া সহজ। 
সহজ রাস্তায় পা রাখার অভ্যাস তো নেই ! তুমি বা তোমরা যা ভাব আমি উহা আগেই ভেবে রাখি। ভালো থেকো  আনন্দে থেকো
 আনন্দে থেকো 
১০|  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২০
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২০
বিজন রয় বলেছেন: কবিতাটি পড়ে খুব সুখ পেলাম, শান্তি পেলাম।
কোন ভণিতা নেই, সহজ-সরলে ছোট ছোট অনুভূতির ব্যাপক প্রকাশ।
যেন নিজেরই চারপাশের সব লেপ্টে থাকা ভালবাসার উপাদান।
+++++
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩০
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩০
স্প্যানকড বলেছেন: ভণিতা করতে পারি নাই। তাই এতো লিখি। ধন্যবাদ বিজন রয়। আপনার কবিতা পড়লাম সেদিন। সত্যি কি অসাধারণ লিখেন আপনি।  আপনার আরও আরও কবিতা চাই
 আপনার আরও আরও কবিতা চাই  ভালো থাকবেন
 ভালো থাকবেন  আনন্দে থাকবেন
 আনন্দে থাকবেন 
১১|  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৪
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৪
মিরোরডডল  বলেছেন: 
কবি ঝগড়া করেনি কিন্তু ভুল বোঝাবুঝিতো হয়েছিলো।
ছোটরা অনেক সময় না বুঝে অনেক কিছু বলে ফেলে।
ছোটদের ওপর বড়দের রাগ করে থাকতে হয় না।
ঠিক আছে আমি জোর করবো না।
এমন কিছু হয়নি, মন খারাপ করে থাকবে না যেনো। 
স্রোতে ভেসে যাওয়া মানুষ আমিও না। 
এই একটা জিনিস কখনও করতে পারিনি বলেই একটা অন্যজীবন যাপন করে আসছি।
ভালো থাকবে কবি। বাই।
  ২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৮
২৩ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৮
স্প্যানকড বলেছেন: এসব সৃষ্টি করছে কে? আমি? না, ও? এমনিতেই ভালো আছি আর ভেজাল ক্যাঁচালে যেতে চাই না। আমি অত সহজে মন খারাপ করি না। আমি কি পিচ্চি নাকি ! স্রোতে আমিও ভাসতে পারিনি। কবি আলহামদুলিল্লাহ সব সময় ভালো থাকে। কবির আছে আল্লাহ এরপর মা, এরপর ???  হা হা হা  ভালো থেকো
 ভালো থেকো  আনন্দে থেকো
 আনন্দে থেকো   Bonne Nuit,  mon amor
 Bonne Nuit,  mon amor  
১২|  ২৩ শে নভেম্বর, ২০২৩  রাত ১০:৫১
২৩ শে নভেম্বর, ২০২৩  রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
  ২৪ শে নভেম্বর, ২০২৩  রাত ৩:৪৭
২৪ শে নভেম্বর, ২০২৩  রাত ৩:৪৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন  আনন্দে থাকবেন
 আনন্দে থাকবেন  
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২২
২৩ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২২
মিরোরডডল বলেছেন:
নিজের ভেতর নিজেকে ঘুটিয়ে রাখ
গুটিয়ে রাখো হবে।