নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ১

২৫ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

ছবি নেট ।

তোমাকে স্পর্শ ছাড়া কাছে পাই
এতো এতো হেলুসিনেশন
সত্য বৈ মিথ্যে বলবো না
এমন কি গোপন করবো না
বড্ড স্পষ্ট দেখছি তোমার বাড়ির সদর গেইট
তোমার কোমড়ের মতো বাঁক নেয়া চিকন সড়ক
রিক্সার আনাগোনা।

এক কোণায় কৃষ্ণ চুড়া ফুলে ফুলে লাল
ডালে বসা দুই চড়ুই এর ঠোঁটে ঠোঁট ঘষা
এভাবে আরেকটু এগুলে তোমার বারান্দা
দাঁড়িয়ে আছ তুমি
হাতে ধরা কবিতার বই
একটু পর পর ঠিকঠাক করছ বুক ঢাকা ওড়না।

এসব
দেখেই আমার গলা শুকিয়ে যাওয়া
খোলা চুলে মৃদু হাওয়া
এভাবে এগুতে এগুতে
একসময় লাগে তোমার সাথে ধাক্কা
অনেকটা সিনেমার মতো
এরপর নয়া এপিসোড
আদর চুমু অসভ্যতা !

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

বিজন রয় বলেছেন: কবিতায় যতগুলো দৃশ্য এঁকেছেন তার সবকিছু যদি হেলুসিনেশনরে মাধ্যমে দেখি তো কেমন মাতাল মাতাল লাগল।
আমাদের চারপাশ বাস্তকে মোড়ানো দৃশ্যপটগুলো স্বপ্নালু হয়ে ধরা দিল।

সরল কবিতায় সহজ দুলুনি!!

২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন :) আনন্দে থাকবেন :)

২| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

অপু তানভীর বলেছেন: আজকের সকাল আপনার কবিতা পড়ে !

তবে চুমু কখনই অসভ্যতা নয় ! :D

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অপু ভাই। একদম কখনোই অসভ্যতা নয় ! ভালো থাকবেন :) আনন্দে থাকবেন :)

৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

বাকপ্রবাস বলেছেন: চুমাচাট্টি গোপন গোপন জিনিস...... ঢেকে রাখবেন। কবিতা ভাল লেগেছে

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

স্প্যানকড বলেছেন: নচিকেতার একটা কথা মনে পড়লো, " দেশে প্রকাশ্যে চুমু খাওয়া বারণ কিন্তু ঘুষ খাওয়া জায়েজ ! " এমন হয়তো। আমি ঢাকাঢাকির ভেতর নাই। হা হা হা :) ভালো থাকবেন খুব :)

৪| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন :) আনন্দে থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.