নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যস্পটার ৪

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

ছবি নেট ।

তোমাকে নিয়ে লিখতে যেয়ে
এই প্রথম অন্যরকম ধাক্কা লাগলো বুকে
তোমাকে কে যেন মেরে ফেলেছে
মরছি এখন শোকে।

যা হয় তা মঙ্গলের জন্য
যা অপেক্ষা করে তাও মঙ্গলের জন্য
দুয়ার খুলে বসেছিলাম
যদি তোমার আওয়াজ আসে।

তোমাকে ভাবতে যেয়ে এই প্রথম
ভ্যাবাচেকা খেলাম
কি যেন এক সংশয়
তোমাকে কেউ উজাড় করেছে
তাই তো হচ্ছে ভয়।

জানতে কি তুমি এ সর্বনাশের খবর ?
তুমি বিশ্বাসে ফেলেছ পা
চেনা মানুষ বাড়িয়ে দেয় ঘা
তোমায় ভেংগে করেছে সে চুরমার
শান্ত হও
শান্ত হও
মনে করিয়ে দিলাম
বাক্যটি মুলত তোমার।  

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

মিরোরডডল বলেছেন:




আমার একটুও ইচ্ছে করছে না ভুল বানানগুলো ঠিক করে দিতে।

শুধু গান দিয়ে গেলাম।







২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

স্প্যানকড বলেছেন: যার জীবনে এতো ভুল সে চোখ রাখে না বানানে ! ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

মিরোরডডল বলেছেন:



শব্দটা মঙ্গল হবে।




২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

স্প্যানকড বলেছেন: আমি চেষ্টা করেছি হয়না। তো কি করমু। ঝুলে যাব সিলিং এ! আবার দেখছি ... ধন্যবাদ :)

৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.