|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট । 
তোমাকে নিয়ে লিখতে যেয়ে
এই প্রথম অন্যরকম ধাক্কা লাগলো বুকে 
তোমাকে কে যেন মেরে ফেলেছে 
মরছি এখন শোকে। 
যা হয় তা মঙ্গলের জন্য
যা অপেক্ষা করে তাও মঙ্গলের জন্য 
দুয়ার খুলে বসেছিলাম 
যদি তোমার আওয়াজ আসে। 
তোমাকে ভাবতে যেয়ে এই প্রথম 
ভ্যাবাচেকা খেলাম 
কি যেন এক সংশয় 
তোমাকে কেউ উজাড় করেছে 
তাই তো হচ্ছে ভয়। 
জানতে কি তুমি এ সর্বনাশের খবর ? 
তুমি বিশ্বাসে ফেলেছ পা 
চেনা মানুষ বাড়িয়ে দেয় ঘা 
তোমায় ভেংগে করেছে সে চুরমার 
শান্ত হও 
শান্ত হও 
মনে করিয়ে দিলাম 
বাক্যটি মুলত তোমার।  
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৮
২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৮
স্প্যানকড বলেছেন: যার জীবনে এতো ভুল সে চোখ রাখে না বানানে ! ধন্যবাদ।
২|  ২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৭
২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৭
মিরোরডডল  বলেছেন: 
শব্দটা মঙ্গল হবে।
  ২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩১
২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩১
স্প্যানকড বলেছেন: আমি চেষ্টা করেছি হয়না। তো কি করমু। ঝুলে যাব সিলিং এ! আবার দেখছি ... ধন্যবাদ 
৩|  ৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪০
৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
  ৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:৫১
৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন 
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৭
২৯ শে নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৭
মিরোরডডল বলেছেন:
আমার একটুও ইচ্ছে করছে না ভুল বানানগুলো ঠিক করে দিতে।
শুধু গান দিয়ে গেলাম।