নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
পেছনে তাকালে দেখি
ভুল আর ভুল
সেখানে কত ধরনের যে ফুটো
ফুটো বন্ধ করতে
কবিতার কাছে আশ্রয় প্রার্থী
যেমনটা নিয়েছিল নুহের নৌকায়
সমস্ত প্রাণী।
আমি অতীত নিয়ে পড়ে থাকি না
যে সময় এবং প্রেম গত
তারে বারবার খুঁড়ে
অযথা করিনা জীবিত।
জানি এ সত্য
আমার জন্য কেউ অপেক্ষা করে না
ঠোঁটে রঙ
চোখে কাজল মাখে না
আমার জন্য বিশেষ কেউ দুয়ারে কান পাতে না
বিশেষ কোন ক্ষুদে বার্তা
না, তাও আসে না
বিশেষ কোন পোশাক কেউ গায়ে জড়ায় না
ঘরে ফিরে একসাথে ভাত খাওয়া
টিভিতে রোমান্টিক মুভি দেখা
রাত গভীরে
কাছে এসে শরীর এবং হৃদয়
গরম করার মতো ব্যাপার স্যাপার নেই একদম।
অভ্যাস হয়ে গেছে বুঝলে
আমার গল্পে আমিই দোষী
আমিই ভিলেন
নায়ক হতে যা লাগে
এই ধর,
দামী ফ্লাট
গাড়ি
সারি সারি বিদেশী পারফিউমের শিশি
মোটা দাগের ক্রেডিট এবং কার্ড ডেবিট
নির্বাচনের নমিনেশন
ওসব কিছুই নেই আমার
অতি সাধারণ
ভীড়ের মাঝে একলা একজন।
আমার জন্য অপেক্ষায় থাকে
ইশ্বর এবং আমার মা
সব সময় ভেজা থাকে ওর
মাঝারি সাইজের চোখ দুটি
আমার অপেক্ষায় থাকে কবিতা
শব্দ, কমা, দাড়ি
গোটা গোটা কিছু অক্ষর
ভেতরের ছোট একটা নদী
যার চারপাশে বসন্ত
ডালে ডালে অচেনা পাখি
সে নদীতে ডুবি ভাসি
এপাড় থেকে ওপাড়ে যাই
দুই কুল কি হয় এক?
আমিই যার মাঝি
আমিই যাত্রী।
আমার অপেক্ষায় ভরা পুর্নিমা
অমাবস্যা
কবিতার বই
টিভির রিমোট
নেটফ্লিক্স
শীতের কুয়াসার রাত
সকালের কফি চা
কলিগের হাসি
অশ্লীল জোকস।
আমার অপেক্ষায় আষাঢ় এর বেপরোয়া বৃষ্টি
জমিন ফাটা রোদ
ঘুঘুর ডাক
দুপুরের ঘুম
আশ্বিন মাসের পাকা আম
নুন মেশানো এক বাটি
থেঁতলে যাওয়া নরম কালো জাম।
আমার অপেক্ষায় গলির টং দোকান
সরকারি লাল বাস
পলাশ হেয়ার কাটিং সেলুন
মুদি দোকান
উপাসনালয়
যেখানে মাঝেসাঝে যাই।
ব্লু জিন্স
সাদা টি শার্ট
আমার অপেক্ষায় আসমান
যদিও সে রঙ বদলায়
নোটিশ টাঙিয়ে রেখেছে
বিক্রির জন্য নয়
অপেক্ষায় আছে মৃত্যু
ওর চেয়ে বেস্ট বন্ধু কে আর হয়!
মানুষ !
হা হা হা
মরার আগ মুহুর্ত পর্যন্ত কেমন হয় বিক্রি ।
বলতো,
কবিতা কি অত সহজ?
হও বললেই হয়ে যায়
আর অমনিতেই ছুটতে থাকে কলম দিবারাত্রি।
০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬
স্প্যানকড বলেছেন: তাই চেষ্টা করছি। কবিতা ছাড়া আমি যেন রুহ ছাড়া একটা দেহ ! অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়
২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮
মিরোরডডল বলেছেন:
মন খারাপ করা কবিতা কেনো?
অপেক্ষায় আছে মৃত্যু
ওর চেয়ে বেস্ট বন্ধু কে আর হয়!
কেনো, আমি নেই?
জগতের সবচেয়ে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে বন্ধু।
বন্ধুত্ব যে কারো সাথে হতে পারে। পরিবারের ভেতর বাবা মা ভাইবোনের মধ্যে, সহপাঠীদের সাথে, প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর মাঝে, কলিগের সাথে, চলমান পথের কোন সহযাত্রীর সাথে অথবা হতে পারে একেবারেই একজন স্ট্রেঞ্জারের সাথে।
সম্পূর্ণ ভিন্ন ইন্টারেস্টের মানুষের সাথেও ফ্রেন্ডশিপ হয়। আমার যে দুজন বেস্ট বাডি we're like north pole, south pole. কিন্তু আমি জানি আমার বিপদে এই দুজন স্ট্যান্ড-বাই আমার পাশে থাকবে। সেইম হিয়ার, তাদের পাশেও আমি থাকি।
This is called friendship.
বন্ধুত্বে কোন শ্রেণী ভেদ নেই। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ, বয়সে ছোট বড়, এগুলো কখনও বন্ধুত্বে অন্তরায় হয় না। বন্ধুত্বে যোগ্যতা হচ্ছে পারস্পারিক সমঝোতা, বিশ্বাস, রেস্পেক্ট আর নির্ভরতা।
Having some good friends in life is a real blessing.
ভালো থাকবে কবি, মন খারাপ করবে না।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯
স্প্যানকড বলেছেন: এই মেয়ে কাঁদিয়ে ছাড়বে ! আমার ইশ্বর, মা এবং কবিতা ছাড়া আর কেউ নেই। যা খাঁটি সত্য। তুমি আছ আসলেই কি আছ? আমি বন্ধুত্বের কথা বলছি অন্য কিছু নয়। আজকাল ভয় ধরে গেছে কে কি ভাবে? আমি একবার বন্ধু যারে বলি মরার আগ মুহুর্ত পর্যন্ত তা মেনে চলার চেষ্টা করি কিন্তু কপাল মন্দ আমার বন্ধু ভাগ্য প্রেমের ভাগ্য দুইটাই খুব বাজে। যার কারণে কবিতার কাছে নেই আশ্রয়। ভালো থেকো আনন্দ নিয়ে থেকো
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১
জুন বলেছেন: কবিতাটা খুব মন ছুয়ে যাওয়া । ভালোলাগলো অনেক । যদিও আমি কবিতা বুঝি না তারপরও
+
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কবিতা আমিও ভালো বুঝিনা তবু লিখে যাই! ভালো থাকবেন আনন্দ নিয়ে থাকবেন
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬
বাকপ্রবাস বলেছেন: কবিতার পৃথিবীতে কবি ডুবে থাক আজন্ম