নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন চ্যাপ্টার ১২

১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

ছবি নেট।

ভুলে গেছি সকালে দেখা অনেকের মুখ
এমনকি সন্ধ্যার
কত জনের সাথে ধাক্কা
সরি বলতে বলতে হাঁপিয়ে গেলাম
বিনিময়ে কি পেলাম?
ক'জন কে কাছে পেলাম?
কোথায় গেল মুখ গুলি?
মিশে যায় সকলে
ফিরতি টিকেটের জার্নি।

গোটারাত একলা কাটিয়ে
শিশির গলা রোদ্দুরে ফিরে আসে জীবন
প্রেম বলতে আমি বুঝি
শরীরে শরীরে বিদ্যুৎ 
মানুষটি ছাড়া বেঁচে থাকা কঠিন
হৃদয় জুড়ে দুরুদুরু সুখের কাঁপন
সোজা করে বললে 
নিত্য নতুন যোগ বিয়োগ
জোরেশোরে বৃষ্টি
ভাবো তুমি এমন কি?

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশী বিদ্যুত থাকা ভালা না
েআবার বেশী থাকলে বিদ্যুতহীন এলাকায় বিলাতে পারেন

১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

স্প্যানকড বলেছেন: দেশে বিদ্যুৎহীন এলাকা আছে কি? বিদ্যুৎ না থাকলে দরকার পড়ে তেল, ব্যাটারি, জেনারেটর ইত্যাদি। ভালো না বুঝলেন ক্যামনে? হা হা হা :)

২| ১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

বাকপ্রবাস বলেছেন: আপনার কবিতা পড়া হয় কিন্তু কমেন্ট করা হয়না, আজ করে গেলাম। যেদিন শরীর অঙ্গপতঙ্গ কমন থাকবে সেদিন কমেন্ট করে যাব। আজকে করলাম বিদ্যুৎ এর আকর্ষণে হা হা হা হা

১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

স্প্যানকড বলেছেন: তাই ! ওকে আপনার ইচ্ছে.... :)

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড কেমন আছে?
আজ লেখা পড়ে মনে হচ্ছে বিশেষ ভালো নেই।

কেমন যেনো তাড়াহুড়ো করে অল্প কথায় শেষ হয়ে গেলো।



১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

স্প্যানকড বলেছেন: মেয়ে তুমি আসলেই আমায় খুব ভালো বোঝ। সত্যি, মায়ের পরে তুমি যে কি না এতো সহজে ধরে ফেলো আমার কি চলছে ভেতরে। মা তো আমাকে কাছ থেকে দেখে আর তুমি কত দূর থেকে। মাঝেমধ্যে ভাবি তুমি তো কাছে নেই এরপর উত্তর পাই না থেকেও সে যে আছে..... আহামদুলিল্লাহ আছি। জীবন চলছে জীবনের মতো। তুমি কেমন আছ? ধন্যবাদ খোঁজ নেয়ার জন্য :)

৪| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

মিরোরডডল বলেছেন:




পোষ্টের ছবিটা ভালো লেগেছে।

১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। :)

৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড বলেছেন: যেখানে সীমান্ত তোমার। আমার প্রিয় গানের একটি। ওপারে ভালো থাকুন কায়সার চৌধুরী।

কায়সার না, কাওসার।

যেখানে সীমান্ত সবার প্রিয়, এমন কেউ নেই যে এই গান পছন্দ করেনা।

আজকে যে গানে আটকে আছি।

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই ..
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব,






১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৭

স্প্যানকড বলেছেন: সরি, উনার নাম লিখতে ভুল হয়েছে। আমার ভুল হয় এ তো মেয়ে তোমার কি অজানা ? গানটি সুন্দর। ধন্যবাদ :)

৬| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩০

কামাল১৮ বলেছেন: আমার দুটি মন্তব্যই মুছে দিয়েছেন।হেমন্ত আর লতার গানটা ভালো লাগে নাই।

১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৫

স্প্যানকড বলেছেন: কামাল ভাই আমাকে বলছেন ? ভালো থাকবেন :)

১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

স্প্যানকড বলেছেন: না মুছি নাই। ঠিক আছে। ভালো লাগবে না কেন? যাদের গান শুনে বড় হলাম তাদের গান কেন মুছে দিব? ভালো থাকবেন :)

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫

আরোগ্য বলেছেন: আপনার কবিতাগুলো Andrew Marvell এর মত। যদিও মন্তব্য করা হয় না কিন্তু সময় সময় পড়া হয়।

১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরোগ্য। :) অতটা কি হতে পারছি ? লজ্জা পাইতাছি। ভালো থাকবেন সব সময় :)

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২১

জিনাত নাজিয়া বলেছেন: এতো হাতের নাগালে সবকিছু পাওয়া ঠিক না। দূরত্ব মাঝেমধ্যে অনেক কাছাকাছি আসার সুযোগ করে দেয়। লেখা টার জন্য ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

স্প্যানকড বলেছেন: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ হয়তো তাই বলেছেন " দূরত্ব জানে কতটা কাছে ছিলাম ! " এমন কিছু হয়তো। ধন্যবাদ। ভালো থাকবেন :)

৯| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন :)

১০| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:২১

নাইমুল ইসলাম বলেছেন: নতুন শব্দে প্রেমের ব্যাখ্যা। চমৎকার

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:১০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

১১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:০৮

মিরোরডডল বলেছেন:




কামাল১৮ বলেছেন: আমার দুটি মন্তব্যই মুছে দিয়েছেন।হেমন্ত আর লতার গানটা ভালো লাগে নাই।

স্প্যানকড, কামালের প্রশ্নের উত্তরটা আবার সঠিকভাবে দিবে।
নাহলে উনি ভুল বুঝবেন।

কামাল ভেবেছে তার কমেন্ট দুটো ডিলিট করা হয়েছে কিন্তু ওগুলো আগের জায়গায় আছে।

ওটা এই ভিন্ন পোষ্টে ছিলো

কামালের দেয়া হেমন্ত লতার গানটা ছোটবেলা থেকে শুনেছি, খুব সুন্দর একটা গান।



১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মিরোর। আমাকে ধরিয়ে দেবার জন্য আসলে আমি কনফিউজড ছিলাম। ভালো থেকো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.