নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
কোথায় যাচ্ছ?
খুব বেশী দূর
তা কতদূর?
যাবার আগে একটা গল্প শুনবে
প্রতিটা গল্পে যেমন থাকে দু:খ কান্না
সবশেষে জমা হয় এভারলাস্টিং সুখ
ইশ !
অমন একটা গল্পে
আমার তোমার দেখা হোক।
কোথায় যাচ্ছ?
খুব বেশী দূর
তা কতদূর?
যে শস্যদানা খাবার হয়ে প্লেটে আসে
যে আসমান কত রহস্য লুকিয়ে রোজ হাসে
যে মেয়েটি ফলবতী হওয়ার আগেই
নিজেকে শেষ করছে
যে ছেলেটি রিহ্যাবে
যে পিতা যন্ত্রের মতো সংসারের ঘানি টানছে
যে মাতা মিথ্যে স্বপ্ন বুনে নীরবে কাঁদে
যে ফুল আজ ঝরে
সে তো ফিরবে ঋতু পরিবর্তনে
যে ডাল নুয়ে পড়েছে বয়সে
বলো,
কতটা আর হিম শীত কাটে
দু হাতের ঘর্ষণে?
যে শিশির মাটিতে মিশে
যে জলে তোমার ছায়া আঁকাবাঁকা
যে বৃক্ষের পাতায় জীবনের কথা
এতো কোলাহলে যেখানে সবাই একা
পারবে এত্তোসব গল্প এড়াতে?
ফিরে এসো
কোথায় যাচ্ছ?
খুব বেশী দূর
তা কত দূর?
আমাদের অপেক্ষায়
হলুদ রোদ্দুর
মাটির সোঁদা গন্ধ
শঙ্খ
নীল সমুদ্দুর।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪
সামরিন হক বলেছেন: চমৎকার কবিতা।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ সামরিন ভালো থাকবেন সব সময়
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
নীলসাধু বলেছেন: কবিতা ভালো লাগসে।
কবিকে আন্তরিক ধন্যবাদ জানাই।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীল আপনাকে অনেক শুভেচ্ছা ভালো থাকবেন
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০
কামাল১৮ বলেছেন: সুখ এবং দুঃখ জীবনে চলমান।বিরহ কি সুখ না দুঃখ?
২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৫
স্প্যানকড বলেছেন: বিরহে সুখ থাকে যদি তাতে সত্যি প্রেম থাকে। আসলে প্রেম ছাড়া বিরহ এবং মিলন দুইটা মাকাল ফল। দেখতে সুন্দর কিন্তু ভেতর শুন্য। ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯
পবন সরকার বলেছেন: কবিতায় ভালো লাগার কোন কমতি নাই।