নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ২২

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

শিল্পী মনিকা লুইনিয়াক।

আমার মগজে একটা সাসপেন্স মিউজিক বেজে ওঠে
আমি বিচলিত হয়ে এর কারণ জানার চেষ্টায় থাকি
আয়নায় নিজেকে ডুবন্ত কলম্বাস হিসেবে আবিষ্কার করি
যাত্রাপথে এ কেমন দেখা গেল ত্রুটি?

চটজলদি কলম খাতা নিয়ে ভুলে যাই
এ শতকের আকর্ষণীয় বাক্য
" মেরে যাও নয়তো মর ! "

একটা প্রজাপতি উড়ে যাওয়ার
মৃদু শব্দ শুনি
কবিতার অক্ষর গুলিকে ভাবতে থাকি
শিশিরে ভেজা গোলাপ পাপড়ি।

মিউজিকটি ক্রমশ বাড়তে বাড়তে
চামড়ার নীচে
বয়ে চলা শীতল রক্তে
অন্য রকমের ঢেউ এবং দাবি তোলে
মাতাল হতে হতে হেলুসিনেশন
সামনে হাজির এক নারী মুর্তি।

মিউজিক টি তখন
একটা রোমান্টিক মিউজিকে চলে আসে
আমার সমস্ত হাসে
নারীটি ধীরেধীরে কাছে ঘেঁষে
যেন শক্ত পাহাড়ের বুকে লেপ্টে থাকা
একখণ্ড মেঘ।

ভিজে ভিজে এমন নরম কাঁদা হতে
পাহাড়কে শুধু আমিই দেখি
অন্যরা চ্যাঁচিয়ে উঠে
পরবর্তী এপিসোডে কনফার্ম বিচ্ছেদ !






মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

বিজন রয় বলেছেন: হেলুসিনেশন এর চ্যাপ্টারগুলোর মধ্যে এটি বেস্ট সম্ভবত।

ভাঙাগড়ার লড়াই দেখতে পেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভাঙাগড়া লড়াই মানেই তো জীবন। উহা না থাকলে নিরামিষ সব। যত ভাঙাগড়া লড়াই তত মজা মশাই । হা হা হা :) অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

পবন সরকার বলেছেন: " মেরে যাও নয়তো মর ! " কবিতার কথাগুলো খুবই ভালো লাগল। চালিয়ে যান সাথে আছি

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। পাশে আছেন ভরসা দিচ্ছেন তাহলে আর কি চাই? ভালো থাকবেন সব সময় :)

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

মিরোরডডল বলেছেন:



স্প্যানকড কেমন আছে?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ আছি :) মেয়ে তুমি কেমন আছ? খুব ব্যস্ত? কোন সাড়াশব্দ নেই কেন? ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। ভালো থেকো সব সময় :)

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৫৮

সামরিন হক বলেছেন: এ কদিনে জেনেছি আপনি কবিতা লিখতে জানেন কিন্তু এবার আপনার একটি কবিতা পড়লাম। চমৎকার।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। আর কি জেনেছেন ? হা হা হা :) ভালো থাকবেন সব সময় :)

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৮

মিরোরডডল বলেছেন:




মেয়ে অনেক অনেক ভালো আছে।
ছেলে কি বলতে পারবে, মেয়ে কেনো এতো বেশি ভালো আছে?

হুম! একটু ব্যস্ত ছিলাম।


২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

স্প্যানকড বলেছেন: শায়মা আপুর সাথে দেখা হইছে? দেশে তো আসছ না এ নিশ্চিত। নাকি নতুন করে প্রেমে পড়েছ? হুম, কোনটা শুনি একটু..... ভালো থেকো মেয়ে :)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৫৫

মিরোরডডল বলেছেন:




শায়মা আপুর সাথে দেখা হইছে?

এটার কোন সম্ভাবনা নেই।

দেশে তো আসছ না এ নিশ্চিত।

কেনো? ভোট দিতে যেতে পারি নাহ? #:-S

নাকি নতুন করে প্রেমে পড়েছ?

প্রেম জীবনের অবিচ্ছেদ অংশ!
ছিলো, আছে, থাকবে।


২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

স্প্যানকড বলেছেন: মেয়ে তুমি কিন্তু একটা ধোঁয়ার ভেতর আমাকে ছেড়ে দিচ্ছ। ভোট দিতে আসবে তুমি? হুম, প্রেম ছিল আছে থাকবে উহা বহমান মানে চলছে চলবে.... মেয়ে ভালো আছে ও শুনে ভালো লাগছে :) ভালো থেকো সব সময় :)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩০

সামরিন হক বলেছেন: কি কি জানিয়েছেন তাই তাই জেনেছি। আপনার ছদ্মনাম স্প্যআনকড। হি হি হি।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! গুড... আপনার কি ইহা আসল নামের নিক? আপনি যে এ ইনফরমেশন জানিয়ে খুব আনন্দে ভেসেছেন ওতেই আমি খুশী। ভালো থাকবেন সব সময় :) ধন্যবাদ :)

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

হাসান রাজু বলেছেন: অন্যরা চ্যাঁচিয়ে উঠে
পরবর্তী এপিসোডে কনফার্ম বিচ্ছেদ !


"অন্যরা"!
সবজান্তা অন্যরা ?

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

স্প্যানকড বলেছেন: হা হা হা :) না জানলেও জানার ভান করে। ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.