নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
যখন বৃষ্টি নামে এ শহরে
একখানা কাগজের নৌকা
নোংরা জলে ভাসে
শহরবাসীকে ইংগিত দেই
ঘাবড়ানোর কিছু নেই
উন্নয়ন টিকে আছে।
নৌকাটা কিছু দূর যেয়ে
কমজোরি বলে ডুবে
শোক বার্তা লিখতে
ফেরত আসি নিজ কক্ষে।
রিক্সা উলটে জলে
প্যাসেঞ্জারের খিস্তি
স্বাভাবিক গনতান্ত্রিক শব্দ
হাত পাঁচেক গিয়ে থামে।
কি অসাধারণ !
সংসদে গানের আসর
এদিকে
কোমর পানিতে হাড্ডিসার মজদুর দরদর ঘামে।
মুড়ি মাখা চিবোতে চিবোতে
তোমার ছবি আঁকি
রঙ চা
ঠোঁট ছ্যাঁকা দেয়
রহস্যের চাঁদরে মোড়া তুমি
যদিও প্রেম বর্তমানে হয়ে গেছে পোষাকি।
পড়শীর ২৬ বছরের মেয়ে
বারান্দায় দাঁড়ায় চুপিসারে
দুই পায়ের পোষা প্রাণী
পেছন থেকে আঁচল টেনে ধরে
যখন বৃষ্টি নামে এ শহরে।
২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন
২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম কী বর্তমানে পোষাকি নাকি কোন কোন প্রেম পোষাকি হয়ে গেছে । কিছু কালোত্তীর্ণ প্রেমও তো থাকতে পারে। আসমান জমিন ব্যবধান ঘুচানোর প্রেম ।
২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
স্প্যানকড বলেছেন: উহার সংখ্যা এতো কম যে মাইক্রোস্কোপ লাগবে দেখতে ! ভালো থাকবেন
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯
বাকপ্রবাস বলেছেন: শেষ প্যারাটা মনে ধরেছে
২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
স্প্যানকড বলেছেন: তাই। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড কোথায়!
আর ইউ ওকে?
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০
স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ বেঁচে আছি তুমি কোথায় বেবি ? এইতো ঠান্ডা জ্বরে কাবু হয়ে আছি ভালো থেকো ধন্যবাদ খোঁজ করার জন্য
৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঝরঝরে একটি কবিতা। বাহ্ সুন্দর -------
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল।