নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
বছরটা শেষ করার জন্য হাতে তেমন কিছুই নেই । মানে কবিতা নেই। কদিন এর এই ঠান্ডা জ্বর বেশ কাবু করে ফেলেছে । অবশ্য এখন সুস্থ আছি। আলহামদুলিল্লাহ ।
বর্তমানে চারপাশে চলছে ভোট যুদ্ধ । ভেতরে চাপা উত্তেজনা ৭ তারিখে কি জানি হয়? যদিও আমাদের দক্ষ সেনাবাহিনী রাস্তায় আছে। সব ঠিকঠাক চলবে ইন শা আল্লাহ।
আওয়ামীলীগ আবারও আসছে ক্ষমতায়। আসুক সমস্যা কি? বি এন পি আসলে কি সোনা দিয়ে দেশ বাঁধিয়ে দিবে? নিত্যকার দ্রব্যমূল্যের দাম কি একদম কমিয়ে ফেলবে? কি এমন ম্যাজিক আছে তারেকের হাতে? কিছুই নাই। হুদাই বাল পাকনা কথা !
বরং আরো আপদ বিপদ বাড়বে? এসেই তো প্রথম কাজ করবে আওয়ামীলীগ নিধন আর যেসকল আর্মি অফিসার তারেক কে ছালার বস্তায় ভরে পিটিয়েছে ওদের খুঁজে খুঁজে মেরে ফেলবে। এতে দেশে অশান্তি বিরাজ করবে। যা আমি চাই না। আমি শান্তির পক্ষের লোক।
যাক ওসব রাজনীতির আলাপ। বছর টা হাসি তামাশা দিয়ে বিদায় করতে চাইছি তাই একখান জোকস বলছি,
দুই পাঠান ভাই এর গল্প
দুই পাঠান ভাই একবার কাজ পেল আখ ক্ষেতের ইঁদুর মারার। আখ ক্ষেতের মালিক তাদেরকে বলে দিল যত ইঁদুর মরা তত টাকা ! এই বলে তাদের হাতে বন্দুক দিয়ে চলে গেল। তারা ইঁদুর মারতে নেমে গেল। কিছুক্ষণ পর পর দ্রিম ! দ্রিম ! ইঁদুর খুঁজছে আর গুলি ছুড়ছে। দুই তিনটি মেরে ক্লান্ত হয়ে ক্ষেতের আইলে দুই পাঠান শুয়ে বিশ্রাম নিচ্ছে ।
এমন সময় এক পাঠান দেখে কি তার বুকের উপর ইঁদুর ঘুরঘুর করছে। এই দেখে সে অপর পাঠান কে ইশারা করে। সে পাঠান বলতে থাকে " হিসসসস ! যা রা ঠেহের যা ম্যা দেখ রাহা হু। " এই বলে বন্দুকে গুলি লোড করে দ্রিম দ্রিম করে চালিয়ে দেয় বন্দুক। গুলি গিয়ে ইঁদুর এর বুকে এবং সে পাঠানের বুক এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে পড়ে।
তখন সে পাঠান বলে, " ইয়ে কিয়া কর দিয়া আপনি ভাই কা জান লে লিয়া ! " অপর পাঠান জবাব দেয় " হিসস! ফিকর মাত কর এক আপনা গায়া অর এক দুশমন গায়া "
হা হা হা
ভালো থাকবেন সকলে। শুভ নববর্ষ
৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
স্প্যানকড বলেছেন: যাদের কারণে পড়বে তারা পথ ঠিক করে দিবে। আপনি আমি কি আর করতে পারি বলেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশের জন্য চিন্তা হয়। কারণ দেশের সাথে আমাদের অবস্থাও খারাপ হয়।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
স্প্যানকড বলেছেন: আমাদের বহু আগেই মেরে ফেলা হয়েছে তাই চিন্তা কম করি। যা হবার হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...
৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ। ভালো থাকবেন
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৩
Rahat islam juwel বলেছেন: বাঙ্গু প্রগতিশীল স্বাধীনতার পক্ষের শক্তির পক্ষ থেকে জানাই স্যাংশনের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬
স্প্যানকড বলেছেন: উহা নিয়ে চিন্তিত নই। ভালো থাকবেন
৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩
কামাল১৮ বলেছেন: @ ইফতেখার ভূইয়া,স্যাংকশন দিলে কি আপনি খুশি।নয়তো প্রচার করছেন কেনো।
আপনি এখনো আমার উপর স্যাংকশন দিয়ে রেখেছেন।
৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড-এর জোকসের কালেকশন সুবিধার না, পাঠান জোকস পড়ে একটুও হাসি আসেনি
স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-সদকা করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়।
আমাদের শেরজাও মানত করেছিল, তার ফল পেতে শুরু করেছে, শেরজি এখন বাবার বাড়ি।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০
স্প্যানকড বলেছেন: হাসি আসেনি সেজন্য দু:খিত। দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কারো মুখে হাসি ফেরত আনা। হাসিও ফেইক হয় ! আমরা মানুষ কত যে অভিনয় করি। সে যাই হোক তোমার জোকস ভালো লাগছে তবে দম বেরিয়ে যাবার মতো হাসতে পারি নাই। দু:খিত। শুভ নববর্ষ ভালো থেকো
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫
স্প্যানকড বলেছেন: বাসের ড্রাইভার তার জীবনের প্রথম কেক কেটে জনম দিন পালন করছে। তো ড্রাইভার কেকের সামনে চাকু নিয়ে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন কোন দিক দিয়ে কেক কাটা শুরু করবেন ? তিনি আবেগাপ্লুত হয়ে বলছেন, জীবনে কোনদিন কেক কাটি নাই তাই বুঝতাছি না কোন দিক থাইকা কাটা শুরু করমু? উহা শুনে হেল্পার বলে বসল, ওস্তাদ ! হালকা বায়ে চাপাইয়া কাটেন।
ভালো থেকো
৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের শুভকামনা ।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ ভালো থাকবেন
৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড হাসবে না মানে, এটা পড়ার পর হাসতেই হবে
নাতি : দাদা ঘুম আসছে না। একটু টিভি দেখবো?
দাদা : টিভি থাক দাদুভাই... তুমি আমার সাথে গল্প কর।
নাতি : আচ্ছা দাদা, আমাদের পরিবার কী সারাজীবন সাতজনেরই থেকে যাবে? মানে তুমি, দাদি, বাবা, মা, বোন, আমি আর আমাদের বিড়ালছানা মিউ!
দাদা : এবার আমরা একটা কুকুর সেন্ট্রি কিনবো তখন আমরা আটজন হয়ে যাব।
নাতি : সেন্ট্রিটা তো মিউকে মেরে ফেলবে তখন আমরা আবার সাতজন হয়ে যাব।
দাদা : তুমি বিয়ে করে নতুন বউ আনবে তখন আমরা আবার আটজন হয়ে যাব।
নাতি : কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাব।
দাদা : তোমার ছেলে-অথবা মেয়ে হলে আমরা আবার আটজন হয়ে যাব।
নাতি : কিন্তু তুমি মারা গেলে আমরা আবার সাতজন হয়ে যাব।
দাদা : হারামজাদা তুই যা এখান থেকে ... গিয়ে টিভি দেখ!
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫
স্প্যানকড বলেছেন: ভালো লাগছে ধন্যবাদ
৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৯
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: বাসের ড্রাইভার তার জীবনের প্রথম কেক কেটে জনম দিন পালন করছে। তো ড্রাইভার কেকের সামনে চাকু নিয়ে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন কোন দিক দিয়ে কেক কাটা শুরু করবেন ? তিনি আবেগাপ্লুত হয়ে বলছেন, জীবনে কোনদিন কেক কাটি নাই তাই বুঝতাছি না কোন দিক থাইকা কাটা শুরু করমু? উহা শুনে হেল্পার বলে বসল, ওস্তাদ ! হালকা বায়ে চাপাইয়া কাটেন।
এটা মজার ছিলো, আগে শুনিনি
১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭
স্প্যানকড বলেছেন: সব কিছু কি মানুষ এক জীবনে শুনতে পায়? ভালো থেকো
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ধারনা বাংলাদেশ আরো স্যাংশানের আওতায় পড়বে। ধন্যবাদ।