নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ২৪

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭

ছবি নেট।

তোমাকে এক কথায় তরজমা করা সহজ নয়
শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে
তোমার সমস্ত শব্দ, অক্ষর
এবং কোড ভাংগার কাজ
কতটা কঠিন
কেমন তুমি?
সে তো আমি জানি 
আমার মতো
অন্যদের জানবার কিন্তু বড্ড ইচ্ছে হয়।

তুমি মানে
সুখ দিয়ে দুখের সৎকার
আবার জ্বলে পুড়ে অংগার
নানান সুরের ঝংকার।

তুমি মানে
তৃষ্ণায় মুখ হা
ভেতরে লুকানো নীল বিষ
টনটনে ঘা।

তুমি মানে
দিবানিশি বুক ধড়ফড়
এই বাঁচি
এই মরি
সকল শৃঙ্খল ভেংগে
উন্মাদনা পুষে পথে পথে ঘুরি।

তুমি মানে জীবন বাজি
আসমান ভরা তারকারাজি
শিশিরে ভেজা ফুল কুঁড়ি
যৌনতার হাতেখড়ি।





মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

নয়ন বড়ুয়া বলেছেন: তুমিময় কবিতা...
চমৎকার লিখেছেন কবি দা...

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: যে অসীম তার নাগাল পাওয়া সসীম নয়।

কিন্তু তারই পানে মানুষ ধায়... ধায়........ ধায়......

একটি দুপুরিয় কবিতায় +++++

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১

স্প্যানকড বলেছেন: পাবো না বলেই এতো ছুটে চলা এতো কিছু বলা। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের লাইনটা না লাগালে কী হতো না হুহ

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

স্প্যানকড বলেছেন: সত্য লুকানো কি ঠিক ? মোটেও না। ধন্যবাদ :) শুভ নববর্ষ :) ভালো থাকবেন খুব :)

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০

হাসান রাজু বলেছেন: তুমি মানে
তৃষ্ণায় মুখ হা
ভেতরে লুকানো নীল বিষ
টনটনে ঘা

কবি, দারুন হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ নববর্ষ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড-এর পোষ্টে ছবিপুর কমেন্ট অলওয়েজ এন্টারটেইনিং :)
আপু বেশি স্নেহ করে বলেই বকা দেয়।

লেখা ভালো হয়েছে কবি।


০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

স্প্যানকড বলেছেন: আমিও চাই অন্তত বকা দেয়ার মতো একজন থাকুক। ধন্যবাদ। ভালো থেকো :)

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩

নীলসাধু বলেছেন: কবিদের অনেকেই দীর্ঘ একটা সময়ে তুমিতে ডুবে থাকে, তারপর অবশ্য এই থাকা কমতে থাকে, তার নজর যায় আরো অনেক কিছুর দিকে, জল পাতা হাওয়া বাতাস মানূষ অনিয়ম অনাচার পাখি নদী ভিক্ষুক যৌনতা কতো কী।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

স্প্যানকড বলেছেন: মদ খেয়ে তো মাতাল হত সবাই
কবিই শুধু নিজের জোরে মাতাল ! :)

প্রিয় কবি শঙ্খ ঘোষ।

ধন্যবাদ নীল :)

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: জীবনটাই তুমি তুমি । !:#P

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

স্প্যানকড বলেছেন: আবার জিগায়! হা হা হা :)

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

এক চালা টিনের ঘর বলেছেন: Ekta line jounotar hate kori means ki unake imagine kore orgasm korechilen?

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

স্প্যানকড বলেছেন: আপনে দুই চালা হলে কথা বলতাম। :)

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

শ্রাবণধারা বলেছেন: আপনার এই কবিতাটি বেশ ভালো হয়েছে। যে যাই বলুক আপনি আপনার কবিতা লেখা চালিয়ে যাবেন এই আশা করি।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

স্প্যানকড বলেছেন: ওসব নিয়ে ভাবি না। শুভ নববর্ষ :) ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন :)

১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

সোনালি কাবিন বলেছেন: আপনার কবিতা পড়ে কেউ কেউ রশিকে সাপ বানাবার বিকৃত চেস্টা করছে

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৮

স্প্যানকড বলেছেন: ইহা নতুন কিছু নয়। এদের কাজ মুলত এমনই হয়ে থাকে। আমি উহা উপভোগ করি। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.