নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ২৫

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১

ছবি নেট।

এখানে খুব সহজে অনেক কিছু পাওয়া যায়
আবার অনেক কিছু কোনদিন পাওয়া হয়ে উঠবে না
এ সত্য মেনে জীবন ধীরে ধীরে মুছে যায়।

যদি প্রশ্ন কর স্বাধীনতা নিয়ে আমি তো বলব, 
" জন্ম নিতে পেরেছি স্বাধীন দেশে স্বাধীনতা মিলছে না শেষে।

যদি প্রশ্ন তোল গনতন্ত্র নিয়ে আমি তো বলব,
ফালানির মতো লটকে আছে কাঁটাতারে।

যদি জিগ্যেস কর আমার প্রেম নিয়ে
আমি তো বলব,
প্রেম স্রষ্টার সাথে হয় এবং তাঁর সৃষ্টির সনেও।

এখন সে হতে পারে কুমারী নারী, মধ্য বয়সী আবার মৃত্যু পথযাত্রী যে কেউ
আবার হতে পারে ফুল, পাখি, লতাপাতা,ঝোপঝাড় ,গাছ, আসমান, জল, বায়ু কতকিছু।

বাস্তবতা বড্ড কঠিন
দেয়ালের পর দেয়াল দাঁড় করায় সামনে
আমি সমস্ত দেয়াল ভেংগে দেখি,
সেখানে শুধুই একাকী আমি
শূন্য একটা অবস্থান
এর বেশী কিছু নেই তো
আছে কি?

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: শূন্য অবস্থানটা খুবই দরকার।
তাহলে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়।

+++++

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

স্প্যানকড বলেছেন: একদম। যেমনটা চার্লস বুকোস্কি বলেছেন, " আমি মানুষকে ঘৃণা করি না কিন্তু খুশি হই তারা যখন আমার আশেপাশে না থাকে " ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মারহাবা সুন্দর হইয়াছে কবিতা খানা

একা থাকার দরকার কী হুহ
আমাদের দাওয়াত খাওয়ার ব্যবস্তা করি দেন...।
এই বছরই শুভ কাজটা শেষ করে ফেলুন।

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

স্প্যানকড বলেছেন: একা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি। এখন চাইলেও এ আনন্দ দূর করা সম্ভব নয়। দাওয়াত খাওয়াতে ওর কি খুব প্রয়োজন? মনে হয় না। ইচ্ছেটা আসল। শুভ কাজ কতটা শুভ? অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন খুব :)

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার পরিবেশন..

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জান্য। ভালো থাকবেন সব সময় :)

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

মিরোরডডল বলেছেন:




এর বেশী কিছু নেই তো
আছে কি?


অবশ্যই আছে।

আজকের লেখা ছোট কিন্তু অর্থবহ।
ভালো লেগেছে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

স্প্যানকড বলেছেন: তাই, ভালো লাগলে মানুষ কি করে ? কি আছে শুনি? অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

নীলসাধু বলেছেন: কবিতা ভালো লাগসে।
ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর।

"শূন্য" বানানটা মনে হয় এভাবে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ওকে ঠিক করছি। ভালো থাকবেন :)

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮

নাইমুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন!

০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য :) ভালো থাকবেন খুব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.