নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ২৬

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫

ছবি নেট।

চল এক হই
এক সাথে রই
বাক্যটি ৩৬৫ দিন
তোমাকে প্রদক্ষিণ করে
৩৬৫ দিন
টোকা দেয় তোমার জানালা দুয়ারে।

তুমি তো সেই আগুন গরম
অনেকটা চৈত্র মাসের তীব্র দাবদাহ
হাঁসফাঁস করতে করতে
যা আমার কাছে মরার মতো কার্যক্রম।

না পারি সইতে
না পারি কইতে
না দিচ্ছ ঘুমুতে
কি যে এক ছটফটানি!

ভেতরের সুপ্ত বাসনা
চাপিয়ে রাখতে রাখতে
জমা হয় ভিসুভিয়াস জ্বালামুখী
এরপরেও মুখ ফসকে কিছু প্রকাশ করি
যেমন
তোমার ফর্সা কানের লতিতে
আমার দাঁত বসানি।

যদিও
তোমার সাথে দৈহিক মিলন এখনো ঘটেনি
মনের মিলন হয়ে গেছে
যা অস্বীকার করবার ক্ষমতা
ইশ্বর তোমায় একদম দেয়নি।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

স্প্যানকড বলেছেন: না আফসোস নাই। মন পেলে কিছু লাগে না তাই। হা হা হা :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা কী আর কমু রে ভাই......

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩

স্প্যানকড বলেছেন: কিচ্ছু কওয়ার নাই। তার জীবন তার। আমার জীবন আমার। এই করে করে দুজনের ফুরিয়ে যাওয়া.... একদিন দুম । ধন্যবাদ মন্তব্যের জন্য। আজকে কিন্তু বকা দেন নাই হেসেছেন। আই লাইক ইট :) এমন থাকুন সারাজীবন :) ভালো থাকবেন সব সময় :)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪

মিরোরডডল বলেছেন:




তোমার ফর্সা কানের লতিতে
আমার দাঁত বসানি।


আজকের এই দুই লাইন কিন্তু আমাদের প্রিয় ছবিপুর জন্য উৎসর্গকৃত।
আপুর এতো ভালো লেগেছে যে স্পীচলেস!
ভাষা খুঁজে পাচ্ছেনা কি বলবে :)


০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫

স্প্যানকড বলেছেন: আমার তো মনে হয় অন্য কেউ স্পীচলেস ! :)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২

মিরোরডডল বলেছেন:




তোমার ফর্সা কানের লতিতে
আমার দাঁত বসানি।


একই অর্থ কিন্তু আমি হলে এভাবে বলতাম।

তোমার কর্ণপালিতে
আমার প্রেমচিহ্ন



০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

স্প্যানকড বলেছেন: আমি একদম পরিচিত চলতি সহজ শব্দ ব্যবহার করি। কবিতা পড়তে যেয়ে যদি বাংলা অভিধান বা গুগলের আশ্রয় নিতে হয় তাহলে কবিতা পাঠের চার্মের গোষ্ঠী উদ্ধার ! কবিতা যত সহজ হয় তত ভালো আমি মনে করি। ধন্যবাদ :)

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

স্প্যানকড বলেছেন: তোমার কর্ণপালিতে
আমার প্রেমচিহ্ন
জীবন মোর যায়নি মিছে
পেয়ে তোমায় ধন্য ।

তোমার মতো লিখলে এই হতো :)

প্রেমের স্তবক রচনা করে দিলাম। খুশী :) হা হা হা :)

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭

বিজন রয় বলেছেন: কবিতার প্রথম দিকে একটু বেশি প্রেম প্রেম, শেষের দিকে একট বেশি ভোগ্য ভোগ্য।
ঈশ্বর কাকে কোন ক্ষমতা দেয়!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

স্প্যানকড বলেছেন: ইশ্বর ভালো জানে। এ বিষয়ে কম জানা। বাড়তি কমতি এই নিয়ে কাটাচ্ছি। কি আর করব বলেন? ধন্যবাদ :) ভালো থাকবেন খুব :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মুগ্ধতা জানিয়ে গেলাম

পকাশ করিনি, শব্দটা? না-কি প্রকাশ লিখতে চেয়েছিলেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) টাইপো ছিল। ভালো থাকবেন :)

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

অগ্নিবেশ বলেছেন: আমাদের সকলের প্রিয় মস্তান কবির কোমরে আছে দুইডা পিস্তল। তাহার সব কবিতারই গন্তব্য সেই ব্লাকহোল। কবি রোজই সেখানে গিয়ে বন্দুকবাজী করে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬

স্প্যানকড বলেছেন: পিস্তল ছাড়া আর কিছু দেখেন না ? বন্দুক বাজী না করলে নতুন কার্তুজ লোড হবে ক্যামনে শুনি? সব কবিতার গন্তব্য এক না। প্রেমের কবিতার গন্তব্য মন এবং দেহ। ভালো থাকবেন :)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

মিরোরডডল বলেছেন:




এইতো কত সুন্দর হয়েছে এখন।
you see, এটা মাচ বেটার হয়েছে ওটার চেয়ে।

থ্যাংক ইউ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৮

স্প্যানকড বলেছেন: ইহা সুন্দর কিন্তু আমার সৃষ্টি না। মুলত আমার স্টাইলের না। শত বছর আগে মাইকেল মধুসূদন কবিতার ধারা বদলে দিয়ে গেছেন। কবিতার জগৎ বিশাল। চার্লস বুকোস্কির কবিতা পড়ে দেখ। ভালো থেকো :) স্বাগতম :)

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

এক চালা টিনের ঘর বলেছেন: The Girl Is Really Sweet.

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

স্প্যানকড বলেছেন: সব মেয়ে মিষ্টি গুড় রসগোল্লা ! ধন্যবাদ :) ভালো থাকবেন :)

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এগ্রেসিভ কাব্য =p~

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

স্প্যানকড বলেছেন: উহা না হলে এগুনো সম্ভব না। ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.