নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
বেঁচে থাকো তুমি
বেঁচে থাকি আমি
বেঁচে থাকুক প্রেম
বেঁচে থাকুক ধূলোবালি
কাঁদাজল শ্রাবণের মাতলামি।
বেঁচে থাকুক হাত ধরা
বেঁচে থাকুক চুমু খাওয়া
বেঁচে থাকুক ফিসফিসানি
বেঁচে থাকুক ফুলে উঠা পেশী
বেঁচে থাকুক কষ্টের আগুন
বেঁচে থাকুক পথেরদাবী।
বেঁচে থাকুক দেশ
বেঁচে থাকুক বেশ
বেঁচে থাকুক গরম
বেঁচে থাকুক শীত
বেঁচে থাকুক নরম বুকে
স্বপ্নের বীজ।
বেঁচে থাকুক বেঁচে থাকা
লাল চায়ে ঠোঁট ডোবা
বেঁচে থাকুক শরীর
বেঁচে থাকুক গরীব
বেঁচে থাকুক রুপকথা
বেঁচে থাকুক রাজকন্যা
বেঁচে থাকুক রাক্ষস
বেঁচে থাকুক ডালিমকুমার
বেঁচে থাকুক বক সারস।
বেঁচে থাকুক কর্মজীবীর হাত
বেঁচে থাকুক রক্ত ঘাম
বেঁচে থাকুক নারী
বেঁচে থাকুক নর
বেঁচে থাকুক কাম।
বেঁচে থাকুক ডান
বেঁচে থাকুক বাম
বেঁচে থাকুক হাতপাখা
বেঁচে থাকুক গরম ভাতে ফু দেয়া
বেঁচে থাকুক চাঁদ
বেঁচে থাকুক সুর
বেঁচে থাকুক রাত ফুরানো ভোর
বেঁচে থাকাটা বড় কথা ।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫
স্প্যানকড বলেছেন: বেঁচে থাকুক আয়না
বেঁচে থাকুক হাজার স্বপ্ন
যা ধরা ছোঁয়া যায়না।
অসংখ্য ধন্যবাদ এই আমি কিন্তু কেন্দে দিমু ! হা হা হা ভালো থেকো সব সময়
২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩১
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন কবি। বেঁচে থাকুক কবি ও কবির কবিতা...
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময় বেঁচে থাকুক সবাই
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩
বিজন রয় বলেছেন: কবিও বেঁচে থাকুক, না হলে এমন কবিতা আসবে কেমন করে।
পড়তে অনেক ছন্দময় এই কবিতাটি।
+++++
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য এতো প্রেম কবি শোধ করবে ক্যামনে? আপনার দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সব সময়
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিকে আল্লাহ সুবহানাতায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
আমিন।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯
স্প্যানকড বলেছেন: আমিন। আপনাকেও আল্লাহ উহা দান করুন। ভালো থাকবেন খুব
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬
মিরোরডডল বলেছেন:
এই আমি কিন্তু কেন্দে দিমু !
হুম! এই পোষ্টেও তাই দেখলাম
০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০১
স্প্যানকড বলেছেন: তাই ! ধন্যবাদ ভালো থেকো
৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বেঁচে থাকুক ছন্দ
ফুলে ভাসুক গন্ধ,
বেঁচে থাকুক তারা
মরে যায়না যারা।
সবাই বেঁচে থাকুক এবং কবি তার কবিতা উপহার দিতে থাকুন।
০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০০
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ রিয়াদ। ভালো থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২
মিরোরডডল বলেছেন:
বেঁচে থাকুক প্রিয় কবি
বেঁচে থাকুক পাগলামি
বেঁচে থাকুক তার কবিতা
বেঁচে থাকুক ভালোবাসা