নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ২৮

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬

ছবি নেট ।

তোমারে লইয়া ঘুম
তোমারে লইয়া উঠা
তোমারে লইয়া হাঁটা
তোমারে লইয়া কাজে লেগে থাকা
তোমারে লইয়া ছুটিছাটা।

তোমারে লইয়া গল্প, কবিতা
তোমারে লইয়া বুক গহিনে
কেমন চিনচিন সুখ ব্যথা
তোমারে লইয়া পাগলামি
তোমারে লইয়া
টেকনাফ টু তেঁতুলিয়া।

তোমারে লইয়া সিনেমা
তোমারে লইয়া ঝাল ফুচকা
তোমারে লইয়া প্রেম চেনা
হাতে হাত, চোখে চোখ
ঠোঁট দিয়া ঠোঁট কাটা ।

তোমারে লইয়া সব
তোমারে লইয়া শোরগোল রব
তোমারে লইয়া স্বপনের সুতা বোনা
তোমারে লইয়া একটানা কাঁদা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: তারে লইয়া এত্ত কিছু, তয় আমারে লইয়া কি?

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

স্প্যানকড বলেছেন: হা হা হা :) ধন্যবাদ :)

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ। তুমি ময় কবিতা।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকবেন সব সময় :)

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর "তোমারে লইয়া" কবিতা।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৪

স্প্যানকড বলেছেন: হুম, তারে লইয়া কবিতা :) ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব :)

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

মিরোরডডল বলেছেন:




বিজন রয় বলেছেন: তারে লইয়া এত্ত কিছু, তয় আমারে লইয়া কি?

:)

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯

স্প্যানকড বলেছেন: যাক তুমি আছ তাহলে ! আমি তো মনে করছি, চারপাশে বিয়ে শাদী যেমনে চলছে না জানি কারে বিয়ে করে হানিমুনে আছ। তাই বলা নাই কওয়া নাই হঠাৎ করে উধাও । তোমারে লইয়া কি??? ভাবিতাছি খালি ভাবিয়া যাইতাছি এ ছাড়া নাই কোন অগ্রগতি ! হা হা হা :)

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

মিরোরডডল বলেছেন:




আমিতো বিজনের কমেন্ট পড়ে হাসলাম, বিজন জানতে চায় বিজনকে লইয়া কি।
আমিও সেই উত্তর শোনার অপেক্ষায় :)

১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

স্প্যানকড বলেছেন: হাসি ছাড়া আর কি হতে পারে এর উত্তর। উনি চিন্তায় ফেলে দিয়েছেন সত্যি ! :)

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

মিরোরডডল বলেছেন:




না জানি কারে বিয়ে করে হানিমুনে আছ।

স্প্যানকড যে এসব কি বলে!
আমি হচ্ছি সন্ন্যাসিনী মানুষ।
বৈরাগ্য যার ধর্ম :)

বলা নাই কওয়া নাই হঠাৎ করে উধাও

আমি উধাও হলাম যখন?
আমিতো সামুর দুর্যোগেও সাথে থাকি।
এই যে গত কয়দিন সামুর সাইটে সমস্যা ছিল, তাও একবার হলেও এসে ঘুরে যাই :)


১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

স্প্যানকড বলেছেন: মুরুব্বিরা কয়, মাইয়া মাইনষের একলা থাকা ঠিক না। যেকোনো সময় জ্বীন-ভূত আছর করতে পারে। একটা পুরুষ মানুষ লগে থাকলে জ্বীন-ভূত কাছে ঘেঁষে না। হা হা হা :) অমন চুপচাপ ঘুরে যাওয়া আমি পছন্দ করি না। আসতে হবে একদম ঝড় তুফানের মতো নইলে কিসের আসা :)

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

জুন বলেছেন: তুমি তুমি কবিতায় অনেক ভালোলাগা রইলো স্প্যাঙ্কড ।
+
আসতে হবে একদম ঝড় তুফানের মতো নইলে কিসের আসা
মিররের ৬ নং মন্তব্যের উত্তরে এই লাইনটা খুব ভালোলাগলো কারন এমন একটি লাইন আমার কবিতায়ও আছে :)
সময় থাকলে পইড়েন লিংক দিলাম এমনটি চাইনি সুস্মিতা

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ জুন। ভালো থাকবেন সব সময় :)

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

মিরোরডডল বলেছেন:




আসতে হবে একদম ঝড় তুফানের মতো নইলে কিসের আসা

কার কাছে আসবো, কোথায় আসবো!
স্প্যানকড ছিলো নাতো :)
কবির নতুন কোন লেখা ছিলো না।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৫

স্প্যানকড বলেছেন: রাজনৈতিক প্যাঁচাল ছিল কিছু। তুমি হয়তো উহা পছন্দ কর না। তাই কিছু লিখনি। স্প্যানকড ছিল, আছে, থাকবে ইন শা আল্লাহ কিন্তু তোমার সময় কি আছে আসার? কোথায় আসবে? সত্যি জানা নাই? হা হা হা :) ভালো থেকো পাগলী :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.