নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
মনে হয়,
এ দুনিয়ায় আমি ছাড়া আর কোন প্রাণী নাই
একা একা থেকে থেকে
প্রেম নামক ব্যামো
একটা ছোট কামরায় আমাকে রেখে পালিয়েছে
জানালা খুলে মানুষ খোঁজার চেষ্টা করি
দেখি গোটা শহর জুড়ে পোস্টার।
যে কটা গাছ আর পাখি চুপচাপ টিকে আছে
ওদিকে এম পি মন্ত্রীদের এখনো চোখ পড়ে নাই
একবার পড়লে আর রক্ষা নাই !
ওরা যেদিকে হাত দিয়েছে
সোনা হয়েছে ছাই
অথবা ছাই হয়েছে ধ্যাৎ ছাই!
একদম নিজের করে ছেড়েছে সব
সে হোক দেশের সংবিধান
কিংবা স্বাধীনতা
এমনকি ভোটের অধিকার !
মনে হয়,
আমার আল্লাহ, রাসুল, মা
এবং কবিতা ছাড়া আপন কেউ নাই
যারে আপন করতে চাই
সে বলে,
ছেড়ে দে
এ জ্বালা সহ্য করতে ভয় পাই
মানুষ বেঈমান
একমাত্র কবিতা
কবিতা সাচ্চা ঈমানদার।
১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
স্প্যানকড বলেছেন: এ দেশে সত্য বলা ভভয়ংকর অপরাধ । ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৮
সোনাগাজী বলেছেন:
যার আল্লাহ ও রসুল আছে, তার সবই আছে! আর কি দরকার? এরপর আর কি ধরণের "আপন" চাচ্ছেন? আল্লাহ, রসুলের চেয়ে আর কি "আপন" থাকতে পারে?
১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
স্প্যানকড বলেছেন: ঠিকই কইছেন মুরুব্বি। বেশী চাওয়া খারাপ হিতে বিপরীত। ধন্যবাদ ভালো থাকবেন
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০
সোনাগাজী বলেছেন:
আল্লাহ, রসুল থাকার পর, অন্য কিছু চাওয়াই হেলুসিনেশনে ভোগার লক্ষণ।
unction at() {
[native code]
}
১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
স্প্যানকড বলেছেন: যথার্থ বলেছেন। আপনি ডাক্তার হলেন না কেন? ভালো করতেন কিন্তু। কত সহজে সব বুঝে ফেলেন। ধন্যবাদ
১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১
স্প্যানকড বলেছেন: ভালো কথা এ কবিতায় একটা বিশেষ ম্যাসেজ দেয়া আছে লক্ষ্য করেছেন কি? বলছি, প্রথম প্যারার শেষে " পোস্টার " দ্বীতীয় প্যারার শেষে " ভোটের অধিকার " এবং শেষে " সাচ্চা ঈমানদার "। এগুলা একটা আরেকটার সাথে খুব নিবিড় ভাবে জড়িত। ভালো থাকবেন
৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মিরোরডডল বলেছেন:
আমার আল্লাহ, রাসুল, মা
এবং কবিতা ছাড়া আপন কেউ নাই
আর আমরা পাঠকরা বুঝি কেউ না?
বানের জলে ভাসা কচুরিপানা?
ঠিক আছে, তাহলে আর কমেন্ট করতে আসলাম না!
হায়রে বেঈমান স্প্যানকড
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮
স্প্যানকড বলেছেন: হা হা হা মাইয়া মানুষের এক সেকেন্ড ও লাগে না বুকের উপর থেকে সারাইয়া দিতে। এখন কি কমু? যারে কই জান প্রাণ সে কয় বেঈমান ! ইয়া মাবুদ আমি এহন কিতা করতাম। তুমি ছাড়া কেউ নাই....
৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১
মিরোরডডল বলেছেন:
কেনো স্প্যানকডইতো বললো মানুষ বেঈমান।
স্প্যানকড কি তাহলে মানুষ নাহ?
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৯
স্প্যানকড বলেছেন: মানুষ বেঈমান এবং একই সাথে ঈমানদার ! স্প্যানকড বহু কিছু.... মেয়ে।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২
মিরোরডডল বলেছেন:
তবে স্প্যানকড বেঈমান হোক, আর যাই হোক he is a good human being.
আমার মনে হয় আর কি, বাকিটা স্প্যানকড-এর মাবুদ জানে
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫২
স্প্যানকড বলেছেন: ইয়েপ ! তুমি কইছ এহন কোন শালা কি কইল দেহার টাইম নাই। হা হা হা আসলে আমি দোষ গুনে ভরা মানুষ। অল্পতে খুশী থাকি। সহজে সবাই কে বিশ্বাস করি যদিও জানি সে ঠকাবে তবুও বিশ্বাস করি কারণ পৃথিবীর ভেতর মানুষ সবচেয়ে ইন্টারেস্টিং প্রাণী। এরা খুন করে হাসতে পারে। আবার এরাই সে খুনের বিরুদ্ধে কথা বলে মরতে প্রস্তুত থাকে। এরা প্রেম করে আবার প্রেমের নামে অন্যকিছু খোঁজ করে। আসলে মানুষ স্রষ্টার এক আজব সৃষ্টি। বহু লম্বা চওড়া হয়ে গেল দু:খিত। শুভ রাইত দুপুর ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৫
স্প্যানকড বলেছেন: তোমার সম্পর্কে এটুকু চোখ বুজে বলতে পারি, একদম খাঁটি বিশ্বাসী সৎ অহংকারহীন একজন ভদ্র মেয়ে। যা এ সময়ে পাওয়া দুষ্কর। আরও কিছু বলতে যেয়ে কইতে পারলাম না... পাবলিক প্লেস কি না ! হা হা হা ভালো থেকো সব সময় মেয়ে
৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৬
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: তোমার সম্পর্কে এটুকু চোখ বুজে বলতে পারি
চোখ খোলা রেখে বললে কি অন্যরকম কিছু হতো?
মন্তব্য পড়ে নিজেকে কেমন যেনো খাঁটি সরিষার তেল মনে হচ্ছে
আমিও দোষ গুনে ভরা মানুষ, No one is flawless.
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩
স্প্যানকড বলেছেন: খাঁটি সরিষার তেল শীতকালে মা এক চামচ খাইয়ে দিতো জোর করে। কাঁদতে কাঁদতে খেতাম এতো ঝাঁঝ সহ্য করতে কষ্ট হতো। বিশেষ করে নানু বাড়িতে বেড়াতে গেলে এ কর্মটি সাধন করা হইত। কত স্মৃতি মনে হয়ে গেল তীব্র আনন্দ চোখ বুজে মানুষ ফিল করে। চোখ খুলে অতটা অনুভব হয় না মেয়ে
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২
বিজন রয় বলেছেন: ঠিক ঠিক, কবিতা বেঈমানি করে না।
একটি সত্য কথা বলেছেন।