নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তোমার সনে একটাই লেনদেন
সে তো মনের
এখানে কোন ভুমিকা নেই দেহের
যদি
দেহটা দিতে পারতুম
বেঁচে যেতুম
সত্যি, বেঁচে যেতুম
গলা উঁচিয়ে বলতে পারতুম,
যা শালা !
একদম উজাড় করে ছেড়েছে
কিছুই নেই নিজের।
বাড়ির চারপাশ ইদানীং কুয়াসা ঘিরে রাখে
নিজেকে মনে করি কয়েদি
লেপ মুড়ি দিয়ে তোমার কথাই ভাবি
মা এসে জানালার পর্দা সরিয়ে রোদ খুঁজে
রোদের চেহারা আজকাল ভীষণ মলিন
মা'কে নিশ্চয়তা দেই
আসবে রোদ
সবুর কর মাত্র তো কয়েকটা দিন।
অমন নিশ্চয়তা তোমাকে নিয়ে করতে পারি না
শতভাগ নিশ্চিত
হবে না মিলন
চলে যাব যেকোনো দিন
ভালোবাসি না বলে
বলবে তুমি,
ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন !
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩
স্প্যানকড বলেছেন: এতো জলদি যাওয়ার ইচ্ছে নেই। কষ্ট করতে রাজি আছি। সমস্যা নাই কিন্তু একদিন যেতে হবে এ তো সত্যি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব
২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
কামাল১৮ বলেছেন: কবিতায় হতাশার সুর।আশা করতে পয়সা লাগে না।মানুষ বাঁচে আশায়,আর মরে হতাশায়।
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫
স্প্যানকড বলেছেন: হুম, একদম। সে জোরে টিকে আছি। এতো তছনছ এতো কিছু তবুও মন ছুটে আশার পিছু। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় কানাডার কি হাল? ঠান্ডা তো বেশ পড়েছে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫
মিরোরডডল বলেছেন:
এতো সহজে চলে যাবে!
দড়ি টানাটানি হবে।
একপাশে যমদূত, আরেকপাশে আমরা, মাঝখানে দড়ির পরিবর্তে স্প্যানকড
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩
স্প্যানকড বলেছেন: দড়ি দিয়ে টানতে হলে তোমাকে কাছে আসতে হবে যা মুমকিন নেহি না মুমকিন ! তুমিও কাছে আসবে না। আমিও ধরা দিব না। সুতরাং এগুলা বলা অর্থহীন। ভালো থেকো মেয়ে
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হারিয়ে যাওয়া পৃথিবীর সব জিনিসের সমাধান নয়। কবিতা সুন্দর।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩
স্প্যানকড বলেছেন: তবুও হারিয়ে যেতে হয়। ধন্যবাদ ভালো থাকবেন
৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৭
কামাল১৮ বলেছেন: আজকে তাপমাত্রা -১০ডিগ্রি সেলসিয়াস।ফিল হবে -১৮ ডিগ্রি সেলসিয়াস।ঘরে তাপ মাত্রা+২৫ ডিগ্রি সেলসিয়াস।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬
স্প্যানকড বলেছেন: ঘরে তো হিটার আছে। এ শীতে মানুষ কাম কাইজ করে ক্যামনে? ঠান্ডার কারণে মনে কোন দু:খবোধ জন্মায় কি? ধন্যবাদ ভালো থাকবেন, সাবধানে থাকবেন
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
বিজন রয় বলেছেন: এত তাড়া কিসের চিরতরে চলে যাওয়ার?
একটু কষ্ট করুন। জীবন মানেই তো কষ্ট।