নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ভেবেছিলাম,
প্রেম খুব সহজ কিছু
অনেকটা জলের মতো
ঢালো আর গিলো
এখন টের পাচ্ছি
উহা নিয়ে যায় নাগালের বাইরে
বহু দুর
যেখানে পৌছতে হৃদয়ে থাকা লাগে জোর।
যদিও
ইদানীং খুব সহজে ভুলে যাই মৃত্যু শোক
খুব সহজে মুছে ফেলি নোনা চোখ
আঁধার জমাট বুক
প্রেম চাই
প্রেম চাই
হাহাকারে মরছে কিন্তু লোক।
ভেবেছিলাম,
প্রেম খুব সহজ
যেমন অ আ ক খ
এখন দেখি উহা আগুনে ঝাঁপ দেয়ার সামিল
সমস্ত হিসেব
নিমেষে করে গড়মিল।
ভেবেছিলাম,
প্রেম চাইলেই মিলবে
হাত, পা বাড়ালেই ঘরে যেকোনো দিন
এখন দেখছি
ইয়ে চীজ
বহুত হি না মুমকিন।
মুলত প্রেম নুয়ে পড়া নদীর ওপারের আকাশ
যতই যেতে চাই কাছে
ততই বাড়ে যোজন যোজন
দুরত্ব থাকার আভাস।
ভেবেছিলাম,
প্রেম ডাল ভাত
দস্যু হয়ে
ছিঁড়ে ফেলা
ছত্রিশ ছাব্বিশ আটত্রিশ
একখানা শরীর।
এখন দেখছি
হৃদয়ে হৃদয়ে ঝড়
বিষ মাখা তীর।
ভেবেছিলাম,
প্রেম মানে আদিখ্যেতা
উচ্চ হাসি আ হা হা
এখন দেখছি
হৃদয় দিয়ে মালা গাঁথা
পূর্ণতার ভেতর কেমন জানি শুন্যতা।
ভেবেছিলাম,
প্রেম বাজার পণ্য
যেমন চিনি গুড়
এখন দেখি
বরফ দেশে সুরুজ কদাচিৎ
রহস্যময় নরম ভোর।
ভেবেছিলাম,
প্রেম হচ্ছে
ইউ আর মাই গার্ল নেক্সট ডোর
দেখছি এখন
মোর টু এক্সপ্লোর।
প্রেম ঐশ্বরিক এবং নান্দনিক
প্রেমে হৃদয় টা আসল
যদিও শরীর জৈবিক
এ সত্যি,
প্রেমে শরীর থাকা
না থাকা অপ্রাসঙ্গিক ।
২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩
মিরোরডডল বলেছেন:
গিল না, গিলো হবে।
নেক্সট গার্ল ডোর????
Incorrect.
গার্ল নেক্সট ডোর হবে।
২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
স্প্যানকড বলেছেন: গিল লিখে কেটে দিছি। ইংলিশে কাঁচা। কনফিউজড ছিলাম। ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫
মিরোরডডল বলেছেন:
এনিওয়ে, স্প্যানকড-এর সাথে কোন কথা নেই
২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
স্প্যানকড বলেছেন: অবহেলা কর
অনেকেই করে
ক্ষতি তেমন নাই
আমিই করে যাই
আমার খুব ভালো সৎকার।
আমি কাউকে জোর তো করতে পারি না। না বললে নাই।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
মিরোরডডল বলেছেন:
জানতে চাইবে না কেনো?
কথা দিয়ে কথা রাখেনি তাই!
বলেছিলো অকারণে গালির ব্যবহার করবে না, করলেও সেটা ফিল্টার করে কিন্তু এইতো সেদিন আবার লিখেছে।
আমি কাউকে অবহেলা করিনা, এসব বাজে অভ্যাস আমার নেই।
এনিওয়ে, ভালো থাকবে।
২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
স্প্যানকড বলেছেন: মেজাজ খারাপ ছিল যেকোনো একটা বিষয়ে। তাছাড়া আমি অত ভদ্র মানুষ নই। ছিলাম হয়তো কোন এককালে। মানুষ আমাকে বদলে দিয়েছে। দু:খিত, ফিলটার ব্যবহার করতে মন চায়নি সেদিন। আমি যা তাই প্রকাশ করি। ভদ্র সাজার ভান করি না। আমি দোষে গুনে মানুষ। ভদ্র হয়ে দেখেছি বিনিময়ে যা পেয়েছি উহা আর বলতে ইচ্ছে করে না। এখন আমাকে তুমি যা খুশী ভাবতে পারো। অনেক কিছু লিখতে যেয়ে মুছে ফেলছি....। অবহেলা কর না আবার কাছে ও তো টানো না। ভালো থাকার ইচ্ছে মরে গেছে.... ভালো থেকো.....
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২
স্প্যানকড বলেছেন: সে লেখার গালিটা সবাই দেখছে অন্য কিছু আর দেখে নাই !
৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬
হাসান রাজু বলেছেন: আহা ৩৬/২৬/৩৮।
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪
স্প্যানকড বলেছেন: হুম সেই ! হা হা হা
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: খুব সুন্দর হয়েছে।