নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত। চ্যাপ্টার ১০।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

ছবি নেট।


আমি আমার মতো আছি
আসলেই কি ?
প্রশ্নটা করেই বুঝেছি
ইহা মস্ত বড় বোকামি।

তোমার কথা সব সময় ভাবি
রঙিন হতে থাকে ক্রমাগত ভবিষ্যৎ
এতো বেশী বিষাদ টেনেছি
ভুলে যাচ্ছি প্রেমের সমস্ত বিধি।

আমি আমার
আসলেই কি?
যে নোনাজল মিশে গেছে বালিশে
ফেরত চাই না উহা নালিশে।

একটা নদী বহমান
বুক গহিনে
যার স্রোত ঢেউ
দেখে না কেউ
স্রেফ টের পাই আমি।

নেমন্তন্ন তোমার
ভিজবে
ডুবে যাবে
ভেসে যাবে যেমন খুশি।

তলিয়ে গেলে
ভয় নেই
ভয় নেই
আছি তো আমি।

আমি আমার
কতটা সত্যি ?

রাতের আকাশকে যেমন বিকশিত করে
হাজারো নক্ষত্র
প্রতিরাতে যেখানে হাজিরা দেয় চন্দ্র
তুমি তেমন
সমস্ত কঠিন হিসেব আজকাল সহজ করে দাও
গোপন চিহ্ন এঁকে পালাও
যার কোথাও নাই সামান্য বক্র !

এসো মেয়ে
এসো
দেখি,
কেমন ফুঁসিয়ে তোল মৃত নোনা সমুদ্র !

তবে কি
তবে কি
তুমি আমার প্রকৃত সুখ?

মেয়ে,
মৃত্যুকে তুচ্ছতাচ্ছিল্য করে
উদোম রেখেছি হৃদয় এবং বুক
আমি যে আমার নই
এ কবিতা
একমাত্র দলিল প্রুফ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি তবে কার, মেয়ে টেয়ে বাদ দিয়ে বিয়ের দাওয়াত দেন তাড়াতাড়ি

২৮ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৪

স্প্যানকড বলেছেন: আমার হাতে কিছু নাই। মেয়ে তো সিধা না কইরা দিছে কোন বিয়ে-শাদির মধ্যে নাই ! আমারও জোরাজোরি করার অভ্যাস নাই। তো এহন কি করমু ? বিষ খামু ? আপনি তো বইলা খালাস। এদিকে আমি তো জিন্দা লাশ ! হা হা হা :) বিয়ে ছাড়া দাওয়াত খাওয়া যায় না বুঝি??? ভালো থাইকেন আর আপনি তো আল্লাহ ভক্ত লোক একটু দোয়া কইরেন। যদি কবুল করে খোদায় ঠেকায় কোন শালায়? হা হা হা :)

২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালোই তো।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

স্প্যানকড বলেছেন: বেশী ভালো ভালো নয় !
মুরুব্বীরা হাছা কয় :)৷ হা হা হা :) ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবি...

২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

মিরোরডডল বলেছেন:




ছবিটা ট্রিকি কিন্তু মজার।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

স্প্যানকড বলেছেন: অনেক কিছু মজার জগতে। এরচেয়ে বেশি মজার মানুষ!

৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: আমার হাতে কিছু নাই। মেয়ে তো সিধা না কইরা দিছে কোন বিয়ে-শাদির মধ্যে নাই ! আমারও জোরাজোরি করার অভ্যাস নাই। তো এহন কি করমু ? বিষ খামু ?

বিষ খাবে কেনো?
যে না করে দিয়েছে, এ জগতে কি এই পাজি মেয়ে ছাড়া আর মেয়ে নেই?
ছবিপু সেই কবে থেকে বিয়ে খাবার অপেক্ষায় আছে।
আমরাও :)

২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

স্প্যানকড বলেছেন: আমি অত বলদ নই যে বিষ খামু। ওসব আবেগ ত্রিশ বছর আগে ফুরায় গেছে। মেয়ে তো সবাই ভালো মেয়ে হাতেগোনা ! ছবি আপুর আশা পুরণ হবার নয়। ভালো থেকো :)

৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

এম ডি মুসা বলেছেন: আপনার এই লেখাটা আপনার সমীচীন, আমার কাছে মোটামুটি লাগছে

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মুসা ভাই :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.