নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত। চ্যাপ্টার ১২

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১২

ছবি স্প্যানকড ।

হৃদয়ে কোন হাড় নেই
থাকলে
তোমার এক পলক চাহনিতে
মট করে ভেংগে যেতো নিশ্চয়ই
সব কিছু যাচ্ছে ফুরিয়ে
এখন জীবনটা সঁপে দিতে পারলে হাতে তোমার
বেঁচে যেতাম
বেঁচে যেতাম
বন্ধ হতো একঘেয়ে এসকল হাহাকার চিৎকার।

প্রেম এমন
প্রেম অমন
শুনেছি বহুবার
তোমার প্রেমে না পড়লে
বুঝতেই পারতাম না
প্রেম মানে নতুন নতুন কত সুখ যন্ত্রণা
অমরত্ব লাভের সুযোগ
এক নব জীবনের আবিষ্কার।

হৃদয়ে কোন হাড় নেই
তুমি আছ
ফকফকা শিশিরে ভেজা শুভ্র দিনের মতো
এ বড্ড পরিষ্কার।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

মিরোরডডল বলেছেন:




হৃদয়ে কোনো হাড় নেই কিন্তু রক্তক্ষরণ আছে।


৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

স্প্যানকড বলেছেন: রক্তক্ষরণে সুখ আছে বুঝে না মেয়ে ! :)

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:




তাই? হবে হয়তো।
আমি অনেক কিছুই কম বুঝি।


হৃদয়ে কোনো হাড় নেই কিন্তু তুমি আছো।
হৃদয়ে কোনো হাড় নেই কিন্তু রক্তক্ষরণ আছে।

তাহলে কি তুমি মানে রক্তক্ষরণ
অথবা রক্তক্ষরণ তুমি!!!



৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

স্প্যানকড বলেছেন: আহা ! হৃদয় এফোড় ওফোড় ! সহ্য হয়না এ ব্যথা !

এখনো হয়নি চুম্বন
ঠোঁটে ঠোঁটে ইশারা
এখনো হয়নি সমুদ্র স্নান
হাতে হাত ধরা......:)

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: এই হার জিত কতদূর পর্যন্ত নিয়ে যাবেন কবি? সেঞ্চুরি কী হবে?

চমৎকার হয়েছে...

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২

স্প্যানকড বলেছেন: দেখি না কতদূরে যায়। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫

কামাল১৮ বলেছেন: জীবন এবং হৃদয় দুটির কোন টিকেই দেহ থেকে আলাদা করা যাও না।দুটিই মস্তিষ্ক দ্বারা পরিচালিত।
“হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, “

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

স্প্যানকড বলেছেন: বলেতো দিয়েছি হৃদয়ের কথা...হাবিব ওয়াহিদের গান। হা হা হা :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.