নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
সেই শুন্য থেকেই শুরু করলাম আবার
লক্ষ্য
এক থেকে নয়ে পৌছানো
দীর্ঘদিন লাগবে
অথবা
সেকেন্ডে ঘটে যেতে পারে
এমন তেলেসমাতি কারবার।
তুমি ,
সহজ ,কঠিন ,
তরল নাকি বায়বীয় ?
এ প্রশ্নটা কেন করছি বারবার ।
যেখানে তুমি মানেই
ভেতরে একটা মোচড় ঘুর্ণি
বহমান নদী
ভিজে ঠোঁটে ছারখার।
সেই পুরনো ভার্সন আমাকে বলতে পারো
আপডেট তুমি !
নিজেকে খতম করতে যেয়ে
ফিরে এসেছি
মগজে চলেছে
হয়তো
হয়তো
বন্ধ নয় সকল দুয়ার !
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ এম ডি মুসা আপনার মন ভালো হয়েছে ?
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯
মিরোরডডল বলেছেন:
কবি পথ ভুলে গিয়েছিলো!
যাক ফিরে এসেছে সুন্দর একটা কবিতা আর ছবি নিয়ে।
নতুন লেখা না থাকায় আজ সকালেও পুরনো এক পোষ্টে ঘুরে এলাম।
হয়তো
বন্ধ নয় সকল দুয়ার !
সেটাই
দখিনের দুয়ার টা খোলা থাক
বেঁচে থাকতে হলে স্বপ্ন চাই
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
স্প্যানকড বলেছেন: সাহস দিচ্ছ ? হয়তো , বন্ধ নয় সকল দুয়ার ! আসলেই কি ? বেঁচে আছি বলতে যে পারছি এই বড় পাওয়া । পথ ভুলিনি পথ আমাকে অন্য পথে যেতে ইশারা করে । ভালো থেকো অসংখ্য ধন্যবাদ
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
কামাল১৮ বলেছেন: “‘আমি পথ ভোলা এক পথিক এসেছি।”
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১১
স্প্যানকড বলেছেন: এ জগতে সবে পথ ভুলতেই আসে । ধন্যবাদ
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৫
সামরিন হক বলেছেন: ভিজে ঠোঁটে ছারখার -মানে?
শুভেচ্ছা নিবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১১
স্প্যানকড বলেছেন: ১৮ + হলে বলা যাবে ! হা হা হা
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৩৯
সামরিন হক বলেছেন: তাহলে আমার বয়স ১৭বছর ১১মাস ২৯ দিন (অল টাইম)। বেঁচে গেছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
স্প্যানকড বলেছেন: এক কাজ করুন টেনেটুনে একদিন যোগ করে ফেলুন যদি ছারখার হতে মন ভীষণ চায় তখন কি উপায় ? যোগ হলে টোকা দিয়েন তবে আস্তে-ধীরে দুয়ার যেন ভেংগে না যায় । আমার আবার ছারখার হওয়ার বড্ড সখ ! সাবধানে থাকবেন এ বয়সে ছারখার হওয়ার রোগ ধারে ঘেঁষে খুব । ধন্যবাদ
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের দুইলাইন বেশ লেগেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬
মিরোরডডল বলেছেন:
কবিতায় ভিজে ঠোঁটে ছারখার বলতে শত শত চুমু বুঝিয়েছে।
ঠিক বলেছি কবি?
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫
স্প্যানকড বলেছেন: মেয়ে ধরে ফেলেছে ! হা হা হা
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯
এম ডি মুসা বলেছেন: আমি রবী ঠাকুরের সাথে কথা বলিনি, আমি চাই কেউ একজন কবি থাকুক আমার মাঝে, তার কবিতা পড়ে কাছ থেকে েএকজন রবী ঠাকুরের মত আরেক জন ঠাকুর পাই। আমি চাই কোন কবির লেখা পড়ে আমার মন ভালো হয়ে যাক।
আপনার কবিতার ভাষা সুন্দর হয়েছে।