নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ১৪

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

ছবি নেট ।

মা প্রায়ই বালিশখানি মেলে দেয় রোদে
যেথায় জমা হয় নোনা দাগ রোজ রাতে

ভেতরে বেড়ে উঠতো না লিকলিকে বিষাদের গাছ
যদি প্রেম জুটে যেতো সিকিভাগ

আমি দেখছিলাম , মানুষের হাঁটাচলা
শুনছিলাম অনেক কথা যা হয়নি বলা

চাঁদ মেঘ যখন করে মৈথুন
মগজে চলে যোগ - বিয়োগ ,ভাগ - পূরণ

যেহেতু তুমি প্রেম চাওনা
সেহেতু বেকার এ কান্না

এতোটা পথ দিয়ে পাড়ি
জেনেছি প্রেম এক মহামারী

ফিরে তুমি তাকাওনি
কান পাতি ঐ বুঝি শুনতে পেলাম তোমার পদধ্বনি

এখানে সবইতো নশ্বর
তবুও হাত বাড়াই

ছুঁয়ে ফেলি তোমার ঘাগড়া এবং
নিটোল অধর।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে কবি...

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

মিরোরডডল বলেছেন:




ছুঁয়ে ফেলি তোমার ঘাগড়া এবং
নিটোল অধর।


ভালো থাকবে কবি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

স্প্যানকড বলেছেন: অনেক ধন্যবাদ :) ভালো থেকো তুমিও । :)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

এম ডি মুসা বলেছেন: ভালো লাগিলো,ফিরে তুমি তাকাওনি কান পাতি ঐ বুঝি শুনতে পেলাম তোমার পদধ্বনি

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

স্প্যানকড বলেছেন: কেউ কথা রাখেনি ! কি আশ্চর্য না যেন কথা না রাখাটা স্বাভাবিক । সে যাই হোক অনেক ধন্যবাদ :) ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.