নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ১৫

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

ছবি নেট ।

আমাদের সকল কষ্ট গুলি যদি
ভোরের শিশিরের মতো মাটিতে মিশে যেতো
তবে খুব ভালো হতো।

ঘুমানোর পুর্বে বেশ কয়েকবার হাই তুলি
ঢুলতে ঢুলতে বিছানায় উপুড়
সত্যি স্বপ্ন দেখতে দোষ কি
বলোতো?

মগজের ভেতর ঝিঁঝিঁ পোকা
দৌড়াতে শুরু করে
কুয়াসায় ঢাকা এক মুখ
খুব কাছে ঘেঁষতে ঘেঁষতে
কোথায়
কিসের টানে হারায়
এ প্রেম
না,
না,
নির্ঘাৎ মৃত্যু !

আমাদের সকল কষ্ট গুলি যদি
ভোরের শিশিরের মতো মাটিতে মিশে যেতো
তবে খুব ভালো হতো।

দিনভর সিরিয়াস ভাবতে থাকি
কফির যে কাপে তোমার ঠোঁট লেগেছে
সেখানে আমারটাও ঠেসে ধরি
আসলে
প্রেমের বদলে বিরহ রোজ পান
কি আর করা
গলা ধরে আসে তো !

জানি না ,
তোমাকে সম্পুর্ণ পড়ে শেষ করা যাবে কি না
শুধু জানি ,
পড়া চলছে
পড়া চলবে
কবিতা আর তুমি
দুটো যে নেশার মতো।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ, চমৎকার হয়েছে কবি...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫৫

মিরোরডডল বলেছেন:




কবিতা আর তুমি
দুটো যে নেশার মতো।



সমস্যা নেই, রিহ্যাব আছে নাহ!


১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

স্প্যানকড বলেছেন: রিহ্যাব কি সিডনি তে ? হা হা হা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.