নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
সত্যি বলতে কী ,
একই আকাশের নীচে আমি তোমার কেউ নই
কিছুটা সময়ের জন্য বিষাদ মুক্ত আনন্দ
যে বৃষ্টি জল তোমাকে ভিজিয়ে দেয়
যে নুন ,মসলা
তোমার খাবারে পরিপূর্ণ স্বাদ এনে দেয়
যে চাঁদ তারা তোমার ঘুম কেড়ে নেয়
যে সংগীত তোমার গোটা দেহ নাড়িয়ে দেয়
যে লেপ তোষক
শীতের রাতে তোমাকে গরম রাখে
যে পারফিউম বাড়িয়ে দেয় তোমার শরীরের সুবাসিত গন্ধ
আমি ওসবের মতো
তোমার এতো কাছের নই
দূরের কেউ।
সত্যি বলতে কী ,
ভালোবাসতে ভুলে গেছি
ইদানীং ভালোবাসি বলতে ভীষণ লজ্জা হয়
ভয় হয়
আমি যে দেখে ফেলেছি আমার ক্ষয়
যদিও কারো কারো দাবী
কবি এবং কবিতা মানেই
মৃত্যু কে জয় !
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৮
স্প্যানকড বলেছেন: আজকে মনটা খারাপ ছিল । যা বলার বলা হয়ে গেছে...। ধন্যবাদ ভালো থাকবেন
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ সুন্দর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৯
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
মিরোরডডল বলেছেন:
মানুষ কাছের হয়ে গেলে তখন দূরে যেতে যায়।
তারচেয়ে দূরে থেকে কাছে আসার ইচ্ছা নিয়ে থাকে, সেটাই ভালো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৫
স্প্যানকড বলেছেন: এটা ঠিক না বেঠিক তা জানি না তবে মানুষ মানুষের জন্য । এতে যদি কাছে আসা হয় তো ক্ষতি কি ? মন্দ তো নয় ? মন্দ কি মেয়ে ? ধন্যবাদ ভালো থেকো
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
মিরোরডডল বলেছেন:
কামাল১৮ বলেছেন: যে আগুন আমার হাতে তাই দিয়ে আমি তোমাকে পুড়াবো।
বাহ! কামালতো ভালো কাব্য করতে পারে।
পোষ্টের ছবিটা ভয়াবহ!
পোকাটা দেখে কেমন যেন শিরশির করছে।
খুব অস্বস্তিকর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৭
স্প্যানকড বলেছেন: উনি কেন লিখেন না সেটা এক রহস্য তবে উনি ভালো কমেন্ট লিখেন আর সবচেয়ে বড় কথা উনি একজন ভালো মানুষ । পোকাটা ঠোঁটের কাছে নেই এটা ভাবলেই শিরশিরে ভাব কেটে যাবে ইন শা আল্লাহ ভালো থেকো
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪
কামাল১৮ বলেছেন: যে আগুন আমার হাতে তাই দিয়ে আমি তোমাকে পুড়াবো।বাদ রাখলেন কেনো,এটাও বলুন।আজকের ছবিটা ভালো না।