নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আঁধার শহরে কবিতা দুয়ারে - দুয়ারে ( আবৃত্তি )

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:০৪

ছবি নেট ।

কত নামেই না তোমায় ডাকি
কত ভাবেই না তোমায় ভাবি
কত অজুহাতে তোমায় বুকে টানি
তুমি,
একটিবার এসো কাছে
যেন হৃদয়ে হৃদয় মেশে
যেন ঠোঁটে ঠোঁট মেশে।

যে পোয়াতি কুকুরটি ভারী পেটে
ওর প্রেমিক কে খুঁজতো
আমি ওর চোখে রাগ দেখিনি
যে যাবার সে তো যাবে
এর বেশি কিছু ভাবিনি।

কতবার তোমায় ভেবে ভেবে
বাড়ি ফেরবার পথ ভুলে গেছি
তুমি হয়তো উপচে পড়া জলরাশি
গোটা এক উত্তাল সমুদ্দুর
তাই তো
তাই তো
ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে নিরন্তর।

কতবার এমন হয়েছে
ভাত চিবোতে চিবোতে
তোমায় ভেবে গেছি
যেন পাশের ঘরে আছ
গুনগুন গান করছ
কাঠের আলমারি খুললে
সে শব্দ কানে এলো
গলার স্বর উঁচু করে বললে,
এ্যাই ! এ্যাই !
কোথায় রেখেছ কানের টপ
পাচ্ছি না খুঁজে
একটু এ ঘরে আসবে
আমি তড়িৎগতিতে ছুটে যাই
দেখি,
তুমি নাই
কোন শব্দ নাই
কয়েকটা কবিতার বই বিছানা দখল করে
মরার মতো পড়ে আছে
এ সত্য মেনে 
ফিরে আসি এঁটো হাতে
এমন ভেবে গিলে ফেলেছি
কত যে পাথর !
সে খবর যদি জানতে। 

বেলা শেষে এই ভাবনা চলে
তুমি এসে আমায় ওলট-পালট করে দিবে
যেমন করে
হেমন্তের শিশির জানালার কাঁচে গলে
এ আশায় চোখ বুজে
তোমার আংগুল যেন শার্টের সবকটা
বোতাম খুলে ।

আঁধার শহরে কবিতা দুয়ারে - দুয়ারে ।

সমস্ত ভাষা শহীদের প্রতি রইল লাল সালাম । কবিতা আবৃত্তির মিঠা কন্ঠস্বরটি আমার নয় । ভালো থাকবেন সকলে :)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

Subaita বলেছেন: প্রচন্ড সুন্দর কবিতাটা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আবৃত্তি তো মারাত্মক সুন্দর হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) আসলে যিনি আবৃত্তি করেছেন উনি আমার খুব প্রিয় :) ভালো থাকবেন সব সময় :)

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৭

মিরোরডডল বলেছেন:




আবৃতি শুনে মুগ্ধ হলাম! ভীষণ সুন্দর!
এই কবিতা আগে একবার পড়েছিলাম, ভালো লেগেছিলো।


কবিতা আবৃত্তির মিঠা কন্ঠস্বরটি আমার নয়

পুরুষদের কণ্ঠ মিঠা হয়না, দরাজ আর বলিষ্ঠ কণ্ঠস্বর হয়।
এই আবৃত্তিকার কে, সেইরকম কণ্ঠ!

কবির আবৃত্তি কবে শুনবো!

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) মিঠা দরাজ আর বলিষ্ঠ একসাথে হলেই আবৃত্তি অনেক প্রানবন্ত চমৎকার হয়ে উঠে । কবির আবৃত্তি সেটা শোনা কি খুব জরুরী ? ভালো থেকো মেয়ে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.