নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত ।চ্যাপ্টার ২০

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

ছবি নেট ।

অতি সম্প্রতি যে বাক্যটি
একটা শিকারী বাজের মতো
মগজে চব্বিশ ঘণ্টা বিরতিহীন ঘুরপাক খাচ্ছে
যা তুমি শুনেছ হয়তো বহু আগে
এখন শুনলেও চমকে যাওয়া হয় না আগের মতো
পুলকিত হয়ে পড়ে না ভিতরের নোনা দেয়াল
এমনকি বদলে যায় না তোমার সমস্ত খেয়াল
কোলে উড়ে এসে পড়ে না কোন ঘূর্ণমান পাতা
অথবা
দুপুরের রোদ
সে বাক্যটি শুনবে তুমি?

আসলে তোমার চারপাশে আমি ঘুরে বেড়াই
যেমনটি ঘুরছে এক একটি গ্রহ নক্ষত্র
নির্দিষ্ট একটি মায়ার আকর্ষণে
তোমার কপালের রেখাগুলি ইদানীং বেশ স্পষ্ট
না কোন দুশ্চিন্তা
অথবা
বাড়তি উত্তেজনায় নয়
সেখানে জড়ো হয়ে আছে মেঘ কালো আঁধার
এবং ভয়।

ঠোঁটের গোপন হাসিটি মিলিয়ে গেছে
আমি এসব জানি বলেই
তোমার কাছে আসি
তোমার শিয়রে চুপচাপ বসে থাকি
বুঝতে সক্ষম হই
কোথায় তোমার অসুখ
কোথায় সুখ
আসলে আমি তোমার ভিতর বাহির
দুটি জায়গাতে ইচ্ছেমতো হানা দিয়ে চলেছি
কবিতার শব্দের আওয়াজে তোমার আনন্দ উচ্ছ্বাস
সে তো আমার অজানা নয়।

সে বাক্যটি শুনবে তুমি?
শুনবে ,
তোমাকে ভালোবাসি
ভালোবাসি
এরচেয়ে জরুরী বাক্য
আর কিছু কি হয়?
























মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এরচেয়ে জরুরী বাক্য আর কিছু হয় না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

স্প্যানকড বলেছেন: একদম খাঁটি কথা এরচেয়ে প্রিয় বাক্য আর কি হতে পারে ? ধন্যবাদ , ভালো থাকবেন সব সময় :)

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

মিরোরডডল বলেছেন:




আজকের কবিতা শুদ্ধ সুন্দর ভাবনার প্রকাশ।

সেখানে জড়ো হয়ে আছে মেঘ কালো আঁধার
এবং ভয়।


এখানে আঁধার এবং ভয় বলতে কি বুঝিয়েছে?


২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

স্প্যানকড বলেছেন: আঁধার এবং ভয় বলতে বুঝিয়েছি পেয়ে হারানোর কষ্ট । এটা যে কি কষ্ট যার মিলেছে সেই কেবল উপলব্ধি করতে পারে ।অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.