নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
এ ধ্রুব সত্য
ধুমকেতুর মতো আলো ছড়িয়ে
তুমি উধাও।
আমি পুননির্মাণ করে চলেছি প্রেম
কোন ক্লান্তিতে নুইয়ে পড়ি না
লাফিয়ে উঠা অগ্নি শিখা
জ্বলছি দাউদাউ।
আমি তোমার পরিচিত মাতাল
যার তুমি ছাড়া
ডুবে মরার মতো অন্য কোন সমুদ্দুর
আর বাঁচার মতো
নেই অন্য কোন বন্দর
ভিতর বাহিরে সদা জেগে আছে
তুমি ; তুমি
এমন কোলাহল হাউকাউ।
এরচেয়ে স্পষ্ট তরজমা পাবে না
আসলেই পাবে না অন্য কোথাও
আহ ! প্রেম
তোমাকে তো জলের দামে বিকিয়ে দিতে চাইনি
তোমাকে তো সস্তা মনোহরি দোকান ভাবিনি
চাহিবামাত্র পাওয়া যাবে এমন সহজলভ্য নও
তুমিই একমাত্র আগুন
যা দূর থেকে আমাকে পুড়িয়ে ছাই করে যাও।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৩
স্প্যানকড বলেছেন: প্রকৃত প্রেমিকের এটাই আসল পরিচয় । দহনে সুখ হয় ।যার জন্য এ দহন সে মানুষটি যদি ভিতর বাহিরের একান্ত কাছের হয় ।
প্রেমে আছি
আছি আদর চুম্বনে
মরে গিয়ে বেঁচে গেছি
কি মজা
দহন এবং আলিঙ্গনে
অসংখ্য ধন্যবাদ মেয়ে ভালো থেকো সব সময়
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪১
মিরোরডডল বলেছেন:
ছাইভস্ম হয়ে যায়
তারপরও প্রেম চায়
আজব!! দহনের মাঝেও সুখ!!!!
স্প্যানকড, আজকের ছবিটা সুন্দর হয়েছে।