নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত ।চ্যাপ্টার ২২

০২ রা মার্চ, ২০২৪ দুপুর ২:৪১

ছবি নেট ।

চলো পালাই
ক্রমশ আমি ধরে নিয়েছি
পালাতে পারলে বাঁচি
পালাতে পারলে খুশী।

চলো পালাই
জং পড়া সমাজে
ভদ্রতা কত আর সাজে ?
ঠিক আছি বলি কেবল শুধুই লাজে।

চলো পালাই
সে অনেক কথা হয়নি বলা
এমনিই কি এক সাথে চলা?
শিখে ফেলি নব কিছু ছলাকলা।

চলো পালাই
প্রেম এসে পুড়িয়ে যায় দাবানলের মতো
অবুঝ মন সান্ত্বনা দেয়
গল্পটা দুজনের হতে পারতো।

চলো পালাই
পালাতে পারলে বাঁচি
এখানে মানুষ বলতে
মানুষ নাই।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৩:৩০

মিরোরডডল বলেছেন:




এখানে মানুষ বলতে
মানুষ নাই।


সত্যি তাই, আমরা মানুষগুলো কেমন যেনো অমানুষ হয়ে যাচ্ছি :(

সিঙ্গেল লাইন স্কেচ করে কি সুন্দর একটা ছবি!!!!



০২ রা মার্চ, ২০২৪ রাত ১০:০৫

স্প্যানকড বলেছেন: এরচেয়ে ভয়াবহ খবর আর কি হতে পারে ? আমারও ভালো লেগেছে স্কেচটা । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবে মেয়ে :)

২| ০২ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাইবেরিয়ায় পালিয়ে যান। শুনেছি সেখানে মানুষ থাকে না।

০২ রা মার্চ, ২০২৪ রাত ১০:০৮

স্প্যানকড বলেছেন: আমি রাস্তা চিনি না । যেহেতু আপনি কনফিডেন্টলি বলছেন সো চলেন এক সাথে যাই । কি যাবেন তো ? শোনা কথায় আমি কান দেই না । সব কথায় কানের ব্যবহার করি না । ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৩| ০৩ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:৩৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:২৭

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:৩৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৩০

আরোগ্য বলেছেন: এ বেলায় ফুরসত কই,
পায়ে শৃঙ্খল ভারী,
জং পড়া সমাজে
ঘুণে ধরার ভ্য় করি,
পালাবার দুঃসাহস কই,
তাই কল্পনাতে বাঁচি।

তীক্ত সত্য কথন কবি। প্রিয়তে তুলে রাখলাম। কবিতায় +++

০৪ ঠা মে, ২০২৪ রাত ১:৫৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরোগ্য :) আসলেই সত্যি কল্পনাতে বেঁচে আছি । বাস্তবে মরে গেছি । ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.