নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
এই কি জীবন ?
এই কি চাওয়া পাওয়া?
যে জাহাজ পাড়ি দিল সহস্র অমাবস্যা
পুর্ণিমা জোছনার রাত
যার মাস্তুলে উড়ে প্রেমের পতাকা
সেথায় আজকে বিষাদের ছায়া
শকুনের হাত।
আমি গোধূলি লগ্নে নেচে গেছি আপন মনে
ভাবনার দুয়ারে যার মুখচ্ছবি
তাকে করেছি স্মরণ ক্ষনে ক্ষনে।
হে নারী ,
তুমি দিলে অচেনা পুরুষের বুকে ঝাঁপ
ওদিকে পুরনো প্রেমিক তোমার
শেষ করে চলেছে
দুনিয়ার সমস্ত
নিষিদ্ধ শিশি বোতল তামাক !
এই কি জীবন?
এই কি চাওয়া পাওয়া?
বিরহ করেনি
সত্যি অবাক
সত্যি অবাক
খুব ভালো সাকি এবং শরাব।
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫১
স্প্যানকড বলেছেন: বিষাদ ভালো জিনিস । সবাই উহার মর্ম বুঝে না । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খুব
২| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৪
মায়াস্পর্শ বলেছেন: Awesome .
০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫২
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৬
সাইফুলসাইফসাই বলেছেন: চামৎকার!
০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৪| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৯
মিথমেকার বলেছেন: সুন্দর কবিতা! আরেকটু বড় হলে ভালোই হত পড়তে দারুণ লাগছিল।
০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ সামনে বড় করে লেখার চেষ্টা করব ইন শা আল্লাহ ভালো থাকবেন খুব
৫| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিষিদ্ধ বোতল তামাক ইতার দিকে চা্ওন্ও যাইতো না
বিরহ ভালো কবিতা লিখা যায় তো
০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
স্প্যানকড বলেছেন: তাই তো কবিতায় থাকি কবিতায় বাঁচি । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন
৬| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
নারীদের আপনি খুব ভালো বুঝেন?
০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
স্প্যানকড বলেছেন: নারী দুনিয়ার সবচেয়ে রহস্যে ঘেরা কিছু যাদের সত্যি বুঝতে কষ্ট হয় । তবে এরা আছে বলেই আমার কবিতার সৃষ্টি । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৭| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক । ছবিটা দারুন ।
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:০১
স্প্যানকড বলেছেন: এই জীবন ! অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৮| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৭
মিরোরডডল বলেছেন:
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:০৩
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থেকো মেয়ে গজলটি আগে শুনিনি । ভালো লাগছে
৯| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৫২
কামাল১৮ বলেছেন: বিরহের কবিতা।কবিতা আসলে বিরহেরই হয়।কবি আপন মনে বলে,আমরা তা শুনে ফেলি।
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:০৭
স্প্যানকড বলেছেন: হুম , বিরহ খুব ভালো টনিক কবিতার জন্য । সুখ সে তো মোহ । মোহ কেটে গেছে । অনেকদিন পর আসলেন সেজন্যে অসংখ্য ধন্যবাদ সব ভালো আছে ?
১০| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জমে ক্ষীর।
০৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৫
স্প্যানকড বলেছেন: ইদানীং বাজারে উন্নত মানের ভেজাল মুক্ত দুধ এবং গুড় কোনটা পাওয়া যায় না । যা একটা কষ্টসাধ্য ব্যাপার ।তাই ক্ষীর ভালো জমে না আর জমলেও বেশীদিন টিকে না । হা হা হা অসংখ্য ধন্যবাদ , ভালো থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটির মধ্যে বিষাদের ছড়াছড়ি--তবে অসাধারণ কবিতার গাথুনি। ভীষণ ভালো লাগা রেখে গেলাম কবিতায় ।