নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
দূর থেকেও কাছে আসা
কাছে থেকেও দূরে
কাছে দূরের খেলায়
গোটা জগৎ পোড়ে।
তোমাকে বলে যাই
অতীত থেকে বর্তমান ভবিষ্যৎ
দিনশেষে তুমিহীন
ক্লান্ত হাত দুয়ারে।
মনে মনে তোমাকে নিয়ে
কতো গহীনে চলে যাই
একলা ফিরতে চাইনি বলে
তাইতো দুহাত বাড়াই।
শুন্য এবং এক
মিলে না কখনো একই বিন্দুতে
আর যদি শুন্য ডানে বামে এসে পড়ে
তবে সেই চেহারা সকলের দৃষ্টি কাড়ে।
সব শিরোনাম গুরুত্ব বহন করে না
কিছু কিছু করে
কিছু থেকেই মেলা কিছু
ঘুরে বেড়ায় অন্তরে অন্তরে ।
কখনো জমিতে রাখছি পা
কখনো আসমানে
প্রেম তো এমন জালিম কসাই
এই ধরে এই মারে।
তোমার কথা যখন মনে পড়ে
শত সহস্র কবিতার পংক্তি ঘিরে ধরে
স্পষ্ট এক বোবা কান্না
প্রতিটি অক্ষরে অক্ষরে।
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
২| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ০৮ ই মার্চ, ২০২৪ ভোর ৬:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিন শেষে যেন তুমিহীন না হতে হয়--কবির লেখা কবিতা পাঠে ভীষণ ভীষণ ভালো লেগেছে।
০৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩১
স্প্যানকড বলেছেন: তুমিহীন আছি বহুদিন । হা হা হা কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৪| ০৮ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৯
মিরোরডডল বলেছেন:
কবিতা ভালো লেগেছে কিন্তু
প্রেম তো এমন জালিম কসাই
এই ধরে এই মারে।
কবির প্রেমিকা কি মাস্তান টাইপ?
রীতিমতো ফিজিক্যালি এবিউজ
আহারে! প্রেমের জন্য আমাদের কবির মাইরও খেতে হয়
ধৈর্য, বৎস ধৈর্য!!!!!
০৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৭
স্প্যানকড বলেছেন: কবির আছে জোড়া পিস্তল ।কবির প্রেমিকার জোড়া চোখ উহাই মারাত্মক এটম ! তাকালেই খুন হয়ে যাই একদম ভস্ম ছাই আর সকল রাগ গোসসা তখন পানি পানি আমি সেই জলে স্নান করে বেড়াই । প্রেমের জন্য বাকী জীবন তার নামে উৎসর্গ করা হয়ে গেছে সো সেখানে আহা উহু মাইর খাওয়ার চান্স নেই ।
কবিতা ভালো লেগেছে শুনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সব সময়
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৫
মায়াস্পর্শ বলেছেন: দারুণ লিখেছেন কবি।