নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ২৫

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৩

ছবি নেট ।


তোমার জন্য বন্য
তোমার জন্য শুন্য

পুর্ণতা মুছে গেছে
জীবন ফুরিয়ে যাচ্ছে

যেতে দিচ্ছি সব
বাঁধা দেয়ার ক্ষমতা পেলাম কই?

আমি সাধু হতে চাইনি
শয়তান হয়ে বেঁচে রই।

তোমার জন্য ঘুরে মরা
কাঁঠ গোলাপ ঝরে পড়া

হলে না আমার তুমি
আমিও কারো নই

দেয়ালে টিকটিকি প্রকাশ্যে করে সঙ্গম
আমার তো আজীবন খরা সংযম

আচমকা পুলকিত চাহনি গেলো কই?
মিথ্যে সাজানো গল্পে আমি বেশ মানানসই

সাধুর শহরে
শয়তান হয়ে বেঁচে রই।


বিদ্র : এটি একটি গীতি কবিতা । চাইলে কেউ সুর করতে পারেন :)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

১১ ই মার্চ, ২০২৪ রাত ৩:৫৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ১০ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪৪

মিরোরডডল বলেছেন:




শয়তান আবার কবিতাও লিখতে জানে!

১১ ই মার্চ, ২০২৪ রাত ৩:৫৬

স্প্যানকড বলেছেন: শয়তান কিন্তু মাইন্ড খাইব যদিও এখন কট খেয়ে গেছে যতদূর আপডেট জানি আর কি ! শয়তান সাহিত্য চর্চা করবে না এমন কোন বিধিনিষেধ কোথায় পাওয়া যায়নি গেছে কি ?

৩| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: সুর দিলে ভাল হবে- কিন্তু প্রকাশ্যে গান গাইতে সাহস লাগবে :)

১১ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০০

স্প্যানকড বলেছেন: যার সাহস আছে সে গাইবে ।যদিও সাহসী লোকের সংখ্যা আংগুল গুনে বলা যায় । প্রকাশ্যে কত যে অনিয়ম চলছে উহার চেয়ে এই সংগীত অনেক সাবলীল এবং বলিষ্ঠ যা গাওয়া যেতে পারে । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১১:১১

কামাল১৮ বলেছেন: গোলাপে কাটা আছে।সাধু সাবধান

১১ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০৩

স্প্যানকড বলেছেন: কাঁটার ভয়ে কখনো গোলাপের কাছে যাবো না তা তো হতে পারে না ।আর গোলাপের কাছে না গেলে গোলাপই মনমরা হয়ে থাকবে । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১১:২১

মিরোরডডল বলেছেন:




শেরজা তপন বলেছেন: সুর দিলে ভাল হবে

লাস্ট টাইম ধুলো সুর করেছিলো কিন্তু আমি সিওর ধুলো আর করবে না।
স্প্যানকড এর কপাল পুড়েছে!



১১ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০৬

স্প্যানকড বলেছেন: কপাল পুড়েছে কি না জানি না । মনে হচ্ছে উল্টো বরং কপাল খুলেছে । ধুলো ভাইকে সেজন্য আবারও অসংখ্য ধন্যবাদ :) ভালো থেকো মেয়ে :) অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.