নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ২৬

১৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

ছবি নেট ।

আমার আমি
দুজন দুদিকের
দুজন দুই চিন্তায় মগ্ন থাকি
যখন কেউ প্রশ্ন করে
সব ঠিক আছে?
একজন হাসে
অন্যজন গোমড়া মুখে
সেই মুখটি কেউ দেখে না
সেই মুখটি সব সময় আঁধারে ঢাকা চাঁদ
হারতে হারতে
শুন্য হয়ে ঘুরে বেড়ায়
পালিয়ে যাওয়া রাজা এবং
মাকড়সার গল্প শুনে যায়।

গল্প শুনতে ভালো লাগে
গল্পের প্রাণ আছে
আমার প্রাণ আছে কি নেই
সে না হয় না জানলে।

আমার আমি
দুজন দুদিকের
একজন উত্তর
আরেকজন দখিন
সময় পেলে এসো যেকোনো দিন।

আমি হৃদয়ের অব্যক্ত কাব্য
শব্দ ,কথা , নীরবতা
সমস্তটা তোমাকে
হ্যাঁ ,
শুধু তোমাকে বলে
চলে যাবো বহুদূর
যেমনটা পুরনো ডেরায় ফিরে আসে একটি পাখি
একা একদম সহায়সম্বলহীন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪৬

মিরোরডডল বলেছেন:




লেখাটা ভালো হয়েছিলো কিন্তু লাইনগুলো কেমন যেনো বিচ্ছিন্ন।

গল্পের প্রাণ আছে
আমার প্রাণ আছে
কি নেই
সে না হয়
না জানলে।


এভাবে লেখা যেতো

আমার প্রাণ আছে কি নেই
সে না হয় না জানলে।



১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

স্প্যানকড বলেছেন: হুম , পরিবর্তন করেছি ।ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

২| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৫৫

মিরোরডডল বলেছেন:




আমি হৃদয়ের অব্যক্ত কাব্য , কথা
তোমাকে
হ্যাঁ ,
শুধু তোমাকে বলে
চলে যাবো বহুদূর



এখানেও কেমন যেনো ছাড়া ছাড়া, যতি চিহ্নের সঠিক ব্যবহার হয়নি।
একটু গুছিয়ে লিখলে অর্থবহ হয়।


১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৮

স্প্যানকড বলেছেন: সব কিছুতে আজকাল ছাড়া ছাড়া ভাব চলে আসছে জানি এ ভালো কিছু নয় বরং মুসিবত বলা চলে । সে যাই হোক কিছুটা পরিবর্তন করা হয়েছে । আবার এলে দেখে নিও দয়া করে । আবারও অসংখ্য ধন্যবাদ :) ভালো থেকো মেয়ে :)

৩| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৭

কামাল১৮ বলেছেন: উত্তরে দক্ষিনে না কি পুবে পশ্চিমে।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ২:২৩

স্প্যানকড বলেছেন: বুঝে নেন দয়া করে । পশ্চিমে বন্দনা ,পশ্চিম কখনো মন্দ না ।হা হা হা :) অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ১৬ ই মার্চ, ২০২৪ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর একটি কবিতা।

১৭ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.