নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
আমার আমি
দুজন দুদিকের
দুজন দুই চিন্তায় মগ্ন থাকি
যখন কেউ প্রশ্ন করে
সব ঠিক আছে?
একজন হাসে
অন্যজন গোমড়া মুখে
সেই মুখটি কেউ দেখে না
সেই মুখটি সব সময় আঁধারে ঢাকা চাঁদ
হারতে হারতে
শুন্য হয়ে ঘুরে বেড়ায়
পালিয়ে যাওয়া রাজা এবং
মাকড়সার গল্প শুনে যায়।
গল্প শুনতে ভালো লাগে
গল্পের প্রাণ আছে
আমার প্রাণ আছে কি নেই
সে না হয় না জানলে।
আমার আমি
দুজন দুদিকের
একজন উত্তর
আরেকজন দখিন
সময় পেলে এসো যেকোনো দিন।
আমি হৃদয়ের অব্যক্ত কাব্য
শব্দ ,কথা , নীরবতা
সমস্তটা তোমাকে
হ্যাঁ ,
শুধু তোমাকে বলে
চলে যাবো বহুদূর
যেমনটা পুরনো ডেরায় ফিরে আসে একটি পাখি
একা একদম সহায়সম্বলহীন।
১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬
স্প্যানকড বলেছেন: হুম , পরিবর্তন করেছি ।ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ মেয়ে ভালো থেকো সব সময়
২| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৫৫
মিরোরডডল বলেছেন:
আমি হৃদয়ের অব্যক্ত কাব্য , কথা
তোমাকে
হ্যাঁ ,
শুধু তোমাকে বলে
চলে যাবো বহুদূর
এখানেও কেমন যেনো ছাড়া ছাড়া, যতি চিহ্নের সঠিক ব্যবহার হয়নি।
একটু গুছিয়ে লিখলে অর্থবহ হয়।
১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৮
স্প্যানকড বলেছেন: সব কিছুতে আজকাল ছাড়া ছাড়া ভাব চলে আসছে জানি এ ভালো কিছু নয় বরং মুসিবত বলা চলে । সে যাই হোক কিছুটা পরিবর্তন করা হয়েছে । আবার এলে দেখে নিও দয়া করে । আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থেকো মেয়ে
৩| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৭
কামাল১৮ বলেছেন: উত্তরে দক্ষিনে না কি পুবে পশ্চিমে।
১৬ ই মার্চ, ২০২৪ রাত ২:২৩
স্প্যানকড বলেছেন: বুঝে নেন দয়া করে । পশ্চিমে বন্দনা ,পশ্চিম কখনো মন্দ না ।হা হা হা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৪| ১৬ ই মার্চ, ২০২৪ ভোর ৫:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর একটি কবিতা।
১৭ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩১
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪৬
মিরোরডডল বলেছেন:
লেখাটা ভালো হয়েছিলো কিন্তু লাইনগুলো কেমন যেনো বিচ্ছিন্ন।
গল্পের প্রাণ আছে
আমার প্রাণ আছে
কি নেই
সে না হয়
না জানলে।
এভাবে লেখা যেতো
আমার প্রাণ আছে কি নেই
সে না হয় না জানলে।