নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত । চ্যাপ্টার ২৭

১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০৭

ছবি নেট ।

আমার ভিতর বাহিরে
ইশ্বর এবং শয়তান দুই বিদ্যমান
কখনো ইশ্বর চলে আসে
কখনো শয়তান খুব ভয়ানক রুপে
যে ক্ষুদ্র পোকাটি উড়ছিল মনের আনন্দে
আমি তাকে তালু বন্দী করি অনায়সে
এরপর দম বন্ধ করে মেরে ফেলি
অথচ একবার ভাবিনি ওর সন্তান আছে
ওর সংসার আছে
ওর জন্য কেউ পথ চেয়ে বসে আছে
ডেরায় ফিরলেই জড়িয়ে ধরবে
চুমুর পর চুমু খাবে
সত্যি ,
আমি একজন ঠান্ডা মাথার খুনি।

ইদানীং ইশ্বরের উপস্থিতি টের পাই কম
প্রেম নামক জিনিসটি অনেকদিন যাবত উধাও
অথচ একবার নয় বহুবার ভেবেছি
তিন বেলার বদলে
দুই বেলা
দুই বেলার বদলে এক বেলা
অথবা এক বেলা না খেতে পারলেও চলবে
তবুও যেন প্রেমময় জীবন বলবত থাকে
চাইলেই মিলে না সব
একথা আমাকে কে বোঝাবে?
বর্তমানে যে অবস্থানে দাঁড়িয়ে আছি
সেখানে দু:খ কষ্ট বলতে কিচ্ছু নেই
হারানোর কিচ্ছু নেই
আর মৃত্যুর কথা স্মরণ হলে
হো হো করে হাসি
যেন চার্লি চ্যাপলিনের মুভির দৃশ্য
আসলেই আমি
গরম তেলে মরে ভেসে উঠা
কুৎসিত প্রাণী !

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মিরোরডডল বলেছেন:




কুতসিত প্রাণী !

শব্দটা কুৎসিত হবে।

১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫১

স্প্যানকড বলেছেন: চেষ্টা করছিলাম ওভাবে পাইনি বলে এভাবে লিখেছি ।এবার হয়েছে ।ধন্যবাদ মেয়ে :)

২| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

মিরোরডডল বলেছেন:




লেখা পড়ে মনে হলো কবি পুরোই অবসাদে ডুবে আছে।
কাহিনী কি?


১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫২

স্প্যানকড বলেছেন: সব কাহিনী শুনতে নেই ।ধন্যবাদ :)

৩| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩৮

কামাল১৮ বলেছেন: আপনার ভিতর ভালো এবং মন্ধ আছে।বিপরীতের একত্ত বিশ্বের মৌলিক নিয়ম।

১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫৩

স্প্যানকড বলেছেন: জানি না কি আছে..। ধন্যবাদ , ভালো থাকবেন সব সময় :)

৪| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৫

Subaita বলেছেন: গঘ্'র কথাটা বেশ মানিয়ে গেছে।

২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

স্প্যানকড বলেছেন: দু:খিত, আপনার কথাটি ঠিক বুঝতে পারিনি । ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.