নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত চ্যাপ্টার ২৮

২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

ছবি নেট ।

ভীষণ রকম তোমাকে স্পর্শ করার ইচ্ছে জাগে
পরক্ষনেই উপলব্ধি হয়
যে ডালে রেখেছি হাত
বিনা শব্দে তা ভেংগে মিলেছে আঘাত।

তোমারও কি এমন ইচ্ছে জাগে?
জাগলেও লুকিয়ে রাখবে
বলতে এসো না শখ করে।

যদি তাতে মেঘ জমে চোখের কোণে
যদি আসমান ডাকে
ভেবে নিও
আমিই আছি
আমিই ছিলাম ওখানে
আমিই আছি
আমিই ছিলাম হৃদ মাঝারে
আমিই আছি
আমিই ছিলাম তোমার ঘুমঘোরে।

শুভ হোক বিশ্ব কবিতা দিবস :)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




অসাধারণ সুন্দর একটি কবিতা।

২১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।ভালো থাকবেন সব সময় :)

২| ২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মায়াস্পর্শ বলেছেন: বাহ কবি বাহ।

২১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৩| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪৫

কামাল১৮ বলেছেন: জানি না কার জন্যলেখা এই কবিতা।যাকে উদ্দেশ্য করেই লেখা হোক উপলব্ধি প্রকাশ খুবই সুন্দর।আমি লেখক বা কবি কোনটাই না,তাই মনের ভাব প্রকাশের ক্ষমতা একেবারেই কম।

২১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৬

স্প্যানকড বলেছেন: সত্যি জানেন না সে কে ? হা হা হা :) আপনি একজন খুব ভালো মানুষ ।ভাব প্রকাশের জন্য লেখক কিংবা কবি হবার দরকার নেই । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৩

কামাল১৮ বলেছেন: সত্য জানি না।তবে ধারণা করি।সব ধারনা সত্যি না।

২২ শে মার্চ, ২০২৪ রাত ১:৩৪

স্প্যানকড বলেছেন: এ সত্য সব ধারণা সত্যি হয় না । আবার এ সত্য কিছু মিথ্যে ধারণা অনেক সময় ব্যাপকভাবে আনন্দ দিয়ে থাকে । ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে মার্চ, ২০২৪ রাত ১:৩৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৬| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫১

নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...

২২ শে মার্চ, ২০২৪ রাত ১:৩৬

স্প্যানকড বলেছেন: তাই , ধন্যবাদ পাঠ করার জন্য । ভালো থাকবেন সব সময় :)

৭| ২২ শে মার্চ, ২০২৪ রাত ৩:২৮

নামস্কাল বলেছেন: দারুন!

২২ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৮| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৩

মিরোরডডল বলেছেন:




বলতে এসো না সখ করে।

রিয়েলি???
কিন্তু বলতে যে হবে, বানান ভুল আছে।

সখ না, শব্দটা হবে শখ।


যে ডালে রেখেছি হাত
বিনা শব্দে তা ভেংগে মিলেছে আঘাত।


উল্টাপাল্টা ডালে হাত রাখলে তো ভেঙ্গে পড়ে হাত ভাঙ্গবেই।
এমন ডাল খুঁজতে হবে যেটাতে দোলনা বানিয়ে দোল খেলেও ভাঙ্গবে না :)


২২ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

স্প্যানকড বলেছেন: আচ্ছা , বলতে এসো ।আমি খুব ভালো শ্রোতা । হাত রাখার পর জানলাম ডালটা মজবুত না । মানে যা ভেবেছিলাম তারচেয়ে নিম্নমানের । তাই তো অল্পতেই পটাশ ! এখন ডাল নয় গোটা গাছ চাই । শেকড় যার মজবুত হাজার ঝড় এবং ঋতু পরিবর্তন কিছুই করতে পারবে না অমন । আর এসব ডালপালায় পোষাবে না । হা হা হা :) অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

৯| ০৩ রা মে, ২০২৪ রাত ১০:১৪

আরোগ্য বলেছেন: দারুণ মশাই। আজ কবিতা পড়ার ইচ্ছে করছে তাই আপনার পাড়ায় বেড়াতে এলাম।

০৪ ঠা মে, ২০২৪ রাত ১:৫০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরোগ্য :) এভাবে বললে চোখ টলমল করে । ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.