নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত চ্যাপ্টার ২৯

২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

ছবি নেট ।

আমার প্রেম কি
একটিবার তোমাকে ছুঁয়ে যায়না ?
খুব আলতো করে
গভীর আলিঙ্গনে মিশে রয়না
তোমার হৃদয় এবং শরীরে ?

আমার বিষাদ ও সেই একই কায়দায়
তোমার কাছে কি ঘেঁষেনা?
আমার কবিতার প্রতিটি স্তবক
প্রতিটি বিরামচিহ্ন যেখানে তোমায় ঘিরে।

অবাক ব্যাপার তুমি ধরতে পারোনা
সহজ এ কথা গুলো
তুমিহীন থাকা বড্ড কষ্টের
যেন মৃত্যু এসে দাঁড়িয়ে শিয়রে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মুসা ভাই ।ভালো থাকবেন সব সময় :)

২| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: স্তবক তো দুরের কথা বানান ও চোখে পরে।প্রতিটা হৃদয়ে পৌছে যায় আপনার কবিতা।যেমন পৌছে যায় রবি ঠাকুরের কবিতা।ব্লগে একমাত্র আপনিই প্রমের কবি।রবি ঠাকুর শুরু করেছিলো সসীম দিয়ে শেষ করে অসীমে।আপনি সসীমেই থাকেন।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৮

স্প্যানকড বলেছেন: কি যে বলেন আপনি ভীষণ লজ্জা এবং ভয় কাজ করছে সেই সাথে ভীষণ ভালো লাগা । এ যে অনেক বড় কিছু পাওয়া । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৩| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩০

মিরোরডডল বলেছেন:




তুমিহীন থাকা বড্ড কষ্টের
যেন মৃত্যু এসে দাঁড়িয়ে শিয়রে।


মৃত্যু এলে স্প্যানকড এর মতো আমরাও ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।
কবিকে নিয়ে গেলে এতো সুন্দর করে কে আমাদের জন্য কবিতা লিখবে!!!

৪| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:২১

স্প্যানকড বলেছেন: তাই জেনে খুশী হলাম । হয়তো অন্য কেউ লিখবে অন্য কেউ চলে আসবে । অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

৫| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

২৫ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.