নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

যখন একা থাকি

২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৫৫

ছবি নেট

যখন একা থাকি
যেন আমি মরুর বুকে হাওয়া ঘুর্ণি
তখন তোমাকে একনাগাড়ে ভেবে চলি
তোমাকে মনে মনে স্পর্শ করি
শুনতে পাই ,
কিচেনে কাপে চামচ নাড়ার শব্দ
আমি ছাড়া আর কেউ এ শব্দ শুনে নাই।

খুব দ্রুত জানালা খুলে ঠান্ডা বাতাস পাই
জনমানবহীন রাস্তার সাথে কথা বলি
আসমানে ঝুলে থাকা তুলোর মতো শুভ্র মেঘ
ওদেরকে তোমার গল্প শোনাই
আসলে তুমি নামক একটা ঘুড়ি রোজ উড়াই
কেটে যাবার ভয়ে শক্ত হাতে ধরে রাখি নাটাই।

আমি মেনে নিয়েছি এই একাকীত্ব
জোর করে দেখেছি
লাভ তেমন কিছুই নাই
তোমাকে নিয়ে কবিতা লেখার চেষ্টা
একটা সাদা জামা পড়ে তুমি হেঁটে যাচ্ছ
যেন সদ্য জন্মানো গন্ধরাজ
যার কড়া সুবাসে মগজ হৃদয় পুলকিত
অনেক ভেবেছি
অনেক কেঁদেছি
তুমি ছাড়া এমন আপন
কসম স্রষ্টার
সত্যি কেউ নাই
কেউ নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর।

২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪।
আন্তরিক শুভেচ্ছা

২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৫

স্প্যানকড বলেছেন: আপনাকে ও শুভেচছা :) ভালো থাকবেন সব সময় :)

৩| ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতা সুন্দর।

কিন্তু কসম করা অপ্রয়োজনীয় জিনিস। কসম করেই মানুষ মিথ্যা বেশি বলে।

২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩১

স্প্যানকড বলেছেন: আমি সত্য বলি । প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নিয়ে ভাবিনি । স্রষ্টার নাম নিয়ে কেউ যেন মিথ্যে কসম না খায় উহা কঠিন করে নিষেধ করা আছে । আমার কসম এর উপর তেমন অভিজ্ঞতা নেই । ভালো থাকবেন :)

৪| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৩

কামাল১৮ বলেছেন: প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভাঙ্গার জন্য।মানুষ বাচে আশায়।

২৭ শে মার্চ, ২০২৪ রাত ৩:১৫

স্প্যানকড বলেছেন: তো প্রতিজ্ঞা শব্দটি বাতিল ঘোষণা করা হোক । আশাহীন জীবন আনার । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩১

মিরোরডডল বলেছেন:




ওদেরকে তোমার গল্প শুনাই

শোনাই হবে।

তুমি ছাড়া এমন আপন
কসম স্রষ্টার
সত্যি কেউ নাই
কেউ নাই


কল্পনার কেউ কি কখনও সত্যি আপন হয়!

লেখা ভালো লেগেছে কবি।


২৭ শে মার্চ, ২০২৪ রাত ৩:১৭

স্প্যানকড বলেছেন: আমার আমিই আপন বাকীদের কাছে আমি মৃত যখন । অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

৬| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৫

নামস্কাল বলেছেন: বরাবরের মতোই সুন্দর!

২৭ শে মার্চ, ২০২৪ রাত ৩:১৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৭| ২৭ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৮

মৌন পাঠক বলেছেন: সুন্দরম

২৭ শে মার্চ, ২০২৪ রাত ৩:১৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.