নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
জগতের এক আজব নিয়ম
হৃদয়ের বদলে কখনো কেনো মিলে না হৃদয়?
সে এক বিস্ময় !
দেহের সাথে দেহ মিশলে
তারে কি প্রেম কয়?
সে যা ইচ্ছে লোকে বলুক
জয় হোক প্রেমের জয়।
এই যে,
যাকে আমি ধুলোবালির মতো
গায়ে জড়িয়ে রাখছি
রোদ-ছায়া ,জল-কাঁদা মেখে
ক্রমাগত অনন্তহীন তার পানে ছুটে চলছি
এ কি প্রেম নয় ?
তুমি আমি মিলে আমরা
সেই আমরা
একটার পর একটা দেয়াল গড়ছি
যেন পরস্পরের মাঝে দেয়াল থাকলে বাঁচি
যেখানে দেয়াল কোনদিন চাইনি
অথচ লক্ষ্যনীয় যে,
দেয়াল তুলে খতম এবং জখম দুজন
একটুও মিললো না ফুসরত
ধারেকাছে এলো না
দুজনের প্রেম করার সময়
এ তো হচ্ছে একের পর এক
বালামুসিবত লেগে থাকার মতন বিষয়।
ইদানীং চেষ্টা করি তোমার কাছে আসার
কড়া নাড়ি খুলতে সবকটি বন্ধ দুয়ার
এগুলো তোমার অজান্তে ঘটে
প্রকাশ করলেই কবিতার ছড়াছড়ি
অলীক কিছু স্বপ্ন জড়ো হয় তড়িঘড়ি
তোমার উষ্ণ নি:শ্বাস আমার কাঁধে
একটা সময় পর মন্থর গতির মাঝবয়সী দুটি শরীর।
যেন দেখতে পেলাম দুজন
কৃষ্ণ ঝড়ের তছনছ গর্জন
এ কিন্তু কেবলমাত্র কবিতা
এবং শুধু কল্পনাতে রয়।
কৈফিয়ৎ চাচ্ছি না
দরকার নেই বলার
জানি তো সত্যটুকু
আমাকে তুমি ওষ্ঠের কাছে ধরে রাখো
মদিরা ভেবে পান করলে না কোনদিন
আসলে
আসলে সমস্ত লাজলজ্জা বিসর্জন দিয়ে
জানতে চাওয়ার ছিল
একটা ভোর
একটা সুর্যাস্ত
জড়িয়ে শুয়ে থাকলে
দুজনের কতটা ক্ষয়ক্ষতি হয়?
২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৯
স্প্যানকড বলেছেন: ভালোবাসা জিতে যায় হেরে যাই আমি । হারতে পেরেছি বলেই কবিতার ছড়াছড়ি । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
২| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১:০৩
কামাল১৮ বলেছেন: দুটি হৃদয়ের ভালোবাসাই আসল ভালোবাসা।
৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৩২
স্প্যানকড বলেছেন: হৃদয় বলতে কিছু কি আছে ? অনেক ধন্যবাদ ভালো থাকবেন
৩| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৮
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড এর পোষ্টে দুইটা কমেন্ট আর একটা লাইক নিয়ে দেখলাম আলোচিত পোষ্টে সর্বাধিক লাইক ক্যাটাগরিতে।
এক লাইক নিয়ে সর্বাধিক, বিষয়টা অবাক করলো।
সামুর এই সিস্টেম চেক আর আপডেট করা দরকার।
আমিও একটা লাইক দিলাম কারণ লেখাটা অনেক ভালো লাগলো।
৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৬:২৯
স্প্যানকড বলেছেন: লেখা ভালো লেগেছে শুনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ মেয়ে
৪| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৩
মিরোরডডল বলেছেন:
যাকে আমি ধুলোবালির মতো
গায়ে জড়িয়ে রাখছি
রোদ-ছায়া ,জল-কাঁদা মেখে
ক্রমাগত অনন্তহীন তার পানে ছুটে চলছি
এ কি প্রেম নয় ?
এ কারণেই মনে হয় সে ভয়ে পালায়।
এভাবে ছুটোছুটি না করে, ধুলোবালি ঝেড়ে জল কাঁদা ধুয়ে ধীরস্থির ভাবে যাবে।
কড়া নাড়ি খুলতে সবকটি বন্ধ দুয়ার
খুলছে নাহতো?
এরপর হাতুড়ি নিয়ে যাবে।
প্রয়োজনে লক ভাঙ্গবে।
৩০ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫৭
স্প্যানকড বলেছেন: লেখক বলেছেন: স্যুট বুট টাই পড়ে যাবো ? না ,শেরওয়ানি ? না , গোল গলা টি শার্ট আর জিন্স ? যে পালায় আমি তাকে খুঁজি না । যে কাছে আসে তাকে নিয়ে থাকতে চাই । শক্ত পাসওয়ার্ড তাই খুলছে না তবে একদিন খুলবে ইন শা আল্লাহ হাতুড়ি ব্যবহার করতে যেয়ে যদি উল্টো দরজাতে আঘাত লাগে তখন কি হবে ? ভালো থেকো মেয়ে ধন্যবাদ সুপরামর্শ দেয়ার জন্য
৫| ৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৬
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!
৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫০
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৬
মায়াস্পর্শ বলেছেন: জয় ভালোবাসার জয়।