নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট । আর্টিস্ট ভিনসেণ্ট ভ্যানগগ
আমার কে তুমি?
স্পষ্ট দিলে না জবাব
অথচ
চিবুকে চুমুর দাগ
ওষ্ঠ ভেজায় শরাব।
ভুলে যায় সবাই
ভোলে না ইশ্বর
ভোলে না কবি
তুমি আমার নিষিদ্ধ গোলাপ।
আমার কে তুমি?
কেন এতোটা আমি বেসামাল?
নরকের দিকে নিবে টেনে
না, স্বর্গে ?
রওনা দেয়ার পূর্বে
চলো সেরে ফেলি জরুরী কিছু প্রেমালাপ ।
আমার কে তুমি?
কেনই বা থাকো এমন চুপচাপ?
জানতে চাচ্ছি না এর উত্তর
যদি মনে জাগে তোমার পাপ
তবু্ও বলি শোন ,
আমার কবিতা তুমি
বাঁচবার একমাত্র খোরাক।
০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: পবিত্র রমজান মাসে ইতা কিতা ছবি দেন বাই
আন্নের মনে অত্ত রং ক্যারে
০১ লা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
স্প্যানকড বলেছেন: ইহা বিখ্যাত চিত্রকর ভিনসেণ্ট ভ্যানগগ এর একটি নামকরা চিত্রশিল্প ।এর সাথে রমজানের কি সম্পর্ক ? উনি হল্যান্ডের । যদি পোশাক নিয়ে প্রশ্ন জন্মে আমি বলবো খুব কি অশালীন ? প্রেমিক কবির একটু আকটু রং না থাকলে বেখাপ্পা লাগে ।ঠিক কি না ? ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৯:৩২
মিরোরডডল বলেছেন:
তুমি আমার নিষিদ্ধ গোলাপ।
নিষিদ্ধ কেনো?
তবু্ও বলি শোন ,
আমার কবিতা তুমি
বাঁচবার একমাত্র খোরাক।
বেঁচে থাকুক কবি তার কবিতা কে নিয়ে।
০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১২:২৪
স্প্যানকড বলেছেন: দেয়াল খুব বেশী অথবা কাঁটায় ঘেরা ধারে কাছে গেলেই কাঁটা বিঁধে যেতে পারে রক্ত জখম কতো কি হতে পারে এমনকি মৃত্যু ! তাই নিষিদ্ধ । কবিতাকে নিয়ে থাকি ২৪/৭ । ধন্যবাদ মেয়ে ভালো থেকো সব সময়
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৭:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই সৌন্দর্য।