নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

স্ট্যাটাস

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৯

ছবি নেট ।

সারাদিনের ক্লান্তিকে বিদায় জানিয়ে আসি বিছানায়
গা এলিয়ে নিজেকে জড়াই নানাবিধ ভাবনায়
প্রথম যে ভাবনাটার সাথে বোঝাপড়া করি
সে হচ্ছে
যদি সে ভালো আর না বাসে আমায়
কি হবে আমার?

তৎক্ষনাৎ নিজেকে দেখছি একজন কয়েদি
চারপাশে ঘন কুয়াশা
দম আটকে মরে যাবার জোগাড়
যেন সামনে দাঁড়িয়ে বিশ্রী চেহারার হিটলার
সেই গ্যাসীয় চেম্বার
আশা নেই
ভরসা নেই
শ্বাস নেই
নিথর দেহ আমার
সমস্ত জগৎ এক পলকেই অন্ধকার।

ঘুম ছুটে যায়
অস্থিরতা ভর করে
গলা শুকিয়ে একদম কাঠ
আরো মনে হয় গোটা জীবন বেকার।

পরক্ষণেই পাশ বদল করি
দ্বিতীয় ভাবনাটা চলে আসে তড়িঘড়ি
সে হচ্ছে
এই যে রোজ কর্মস্থলে যাবার পুর্বে
তার মুখ পানে চেয়ে থাকি মুগ্ধ নয়নে
তখন থেমে যায় সময়
পুরো বিশ্ব অচল
কোথাও নেই যুদ্ধ কোলাহল
নেই দ্রব্যমূল্য বৃদ্ধি
পন্য বয়কট
নেই কোন সংকট
নেই হাহাকার
সর্বত্র শান্তি
শান্তি অনুভব।

এ সময়
তৃতীয় ভাবনা ভীষণ রকমের ধাক্কা দেয়
সে হচ্ছে
যদি সে চুম্বন না খায় আর
যদি সে মিলনে না দেয় সাড়া
যদি সে বলে বসে
I am done
It’s over
কি হবে আমার?

তখন কেঁদে কেঁদে আমি
বরফ গলা নদী
চিরস্থায়ী ভাটা
যার নাই জোয়ার
দুকুলে ধু ধু বালি
নেই ঢেউ
নেই কেউ
আমিই একমাত্র আমার।

এ কি সম্ভব ?
না,
না,
ভাবতে চাই না আর
আমাকে তুমি আগলে রাখবে বুকের ভিতর
যেমন করে অর্থকড়ি ধরে রাখে
রাষ্ট্রীয় কোষাগার।




মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
কিন্তু তারে দেখছেন নাকি
না এখনো দেখেন নাই

০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

স্প্যানকড বলেছেন: না তারে দেখি নাই তবে এক সময় দেখব ইন শা আল্লাহ :) অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

মিরোরডডল বলেছেন:




কবিতা বরাবরের মতো ভালো লাগলো।

শেষ লাইনের পর কিছু স্পেস দিবে।
তাহলে পরিচ্ছন্ন দেখায়।


০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

স্প্যানকড বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম মেয়ে । স্পেসের ব্যাপারটি বুঝতে পারছি না । অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭

স্প্যানকড বলেছেন:

গানটি শুনলাম ভালো লাগলো । শুনে দেখতে পারো ।

৩| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

মায়াস্পর্শ বলেছেন: কবি
টেনশন নিয়েন না।
চতুর্থ ধাক্কায় একদম জড়িয়ে ধরবে আপনাকে। সুন্দর লিখেছেন।

০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! না ,টেনশন কিসের ? অপেক্ষায় রইলাম চতুর্থ ধাক্কার জন্য । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন:



'কেন?' আমি বললাম শুনে। সে বললো, 'আমি সেটা পোড়াবো আগুনে।' ওমর আলী

০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ১:৫৪

স্প্যানকড বলেছেন: জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছি । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৬

মিরোরডডল বলেছেন:




এই যে রোজ কর্মস্থলে যাবার পুর্বে
তার মুখ পানে চেয়ে থাকি মুগ্ধ নয়নে
তখন থেমে যায় সময়
পুরো বিশ্ব অচল


এই লাইনগুলো পড়ে ছবিপুর মতো আমিও ভেবেছি, ফাইন্যালি কবি তার কবিতার দেখা পেয়েছে তাহলে।

গান শেয়ার করার জন্য থ্যাংকস, আগে শুনিনি।


০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৩

স্প্যানকড বলেছেন: সে তো থাকে কল্পনায় বাস্তবায়ন করা হয় কবিতায় । স্বাগতম :) ভালো থেকো মেয়ে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.