নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তুমিই শিরোনাম

০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৩৮

ছবি নেট ।

চুপ কেনো?
সময় ঘনিয়ে আসছে
খুলে দাও সমস্ত দুয়ার।

দিনকে দিন বিশ্বাস হারিয়ে ফেলছি
টুকরো টুকরো হতে হতে
ফের তোমার অধরে চুমু খাচ্ছি।

জানি,
এ ও ছুটে যাবে
যেখানে চলছে ফুরিয়ে যাবার প্রস্তুতি।

চুপ কেনো ?
তোমাকে একা যেতে দিবো না
চল একত্রে যাই।

প্রেম নয় তামাশার বস্তু
কাছে এসো এবং শোন
প্রেম ভুলিয়ে দেয় মৃত্যু !




মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ আসবে না মনে হয়। একাই যেতে হবে।

০৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৩১

স্প্যানকড বলেছেন: সবাই একা যায় এই নিয়ম । আসুক বা না আসুক আমার ওদিকে আগ্রহ নেই । ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা ছন্দ মেনে লিখলে আরও বেশি সমৃদ্ধ হতে পারবেন। জানি না, আপনি কী ভাবছেন!
ভালোলাগা রইলো।

০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৭

স্প্যানকড বলেছেন: আপনার কথা ঠিক আছে তবে একটু দ্বিমত আছে তা হচ্ছে কবিতার ছন্দ অন্তমিলের ধারা শত বছর আগেই মাইকেল মধুসূদন দত্ত ভেঙে গেছেন । কবিতা প্রতিদিন ভাংগা গড়া নতুন কিছু নিয়ে আসে । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৩| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:২৬

মিরোরডডল বলেছেন:





দিনকে দিন বিশ্বাস হারিয়ে ফেলছি

বিশ্বাসটাই সবচেয়ে জরুরী, এটা হারালে কিভাবে কি!!

০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৩৪

স্প্যানকড বলেছেন: বিশ্বাস আছে বলেই হৃদযন্ত্র সচল নইলে কবে ঘটে যেতো কতো কি । ভালো থেকো সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.