নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আহ: ! তোমার প্রেম

০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৯

ছবি নেট ।


তোমাকে ছুঁয়ে যাবার লক্ষ্যে
তড়িৎ গতিতে ছুটে চলে হৃদয়
শরীর অপেক্ষায় হচ্ছে ক্ষয়
এ অতি স্বাভাবিক নিয়ম
যা মেনে নিতে হয়।

আশ্চর্য কি জানো ,
আমরা কেউ পবিত্র নই
নই এমনকি হিসেবের বাইরে
যেদিন কবর হবে আমার
কবিতা হয়ে উঠবে বেদুঈন মেঘ
অথবা
মনে হবে
দিন খেয়ে ফেলা আঁধার
কি হবে তখন তোমার?

ফেরত চাইবো না কিছু
অতিথির বেশে আসা যাওয়া করে
প্রেম এবং চুমু
এ বেলার হাসি
ও বেলায় পেরেকঠোকা যীশু।

এখনো ধরাছোঁয়ার বাইরে কতো রঙ
সব কথা বলা হয়ে উঠে না
কিছু বেরিয়ে আসে নি:শ্বাসে
কিছু বুক গহীনে আটকে আছে
নিজের সনে লড়াই চলে নিজের।

না,
না,
যে আবেদন আছে তোমার দেয়া বিরহের
ওর সাথে তুলনা হয় কিসের?

অমৃত !
অমৃত!
একদম পাগলামো নয়
স্তবক গুলি একজন কবি ও তার উষ্ণ হৃদয়ের।

আহ: !
তোমার প্রেম ,
সে তো বসন্তের ফুল
আগুন পানি
খুব বেশী সত্যি
মনে করিয়ে দেয়
শুকনো ঝলমলে
এবং বেশ ঝাঁঝালো রোদের।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সাধু সাধু সাধু
সাধু সাধু সাধু সাধু

সাধু সাধু সাধু সাধু

০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

মিরোরডডল বলেছেন:





সব কথা বলা হয়ে উঠে না

সব বলতে নেই, কিছু না বলাই ভালো।

কিছু বুক গহীনে আটকে আছে

উফ! শুনেই মনে হচ্ছে শ্বাসরুদ্ধকর।


০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

স্প্যানকড বলেছেন: সব শুনতে নেই বুঝে নিতে হয় । অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

৩| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: অনেক দিন পর শুনলাম আগুন পাখি শব্দটি।হাসান আজিজুল হকের একটি উপন্যাসের নাম।খুবই আলোচিতো হয়েছিলো উপন্যাসটি।
কবিতা লেখার জন্য কি একটা উছিলা চাই।একটা উদ্দেশ্য।কবিরা ভালো বলতে পারবেন।

০৮ ই এপ্রিল, ২০২৪ ভোর ৫:১৭

স্প্যানকড বলেছেন: দু:খিত আমি আগুন পানি লিখেছি । উপন্যাসটি পড়ে দেখব । কবিতা লেখার জন্য প্রেম চাই বিরহ চাই ওটাই একমাত্র উছিলা এবং সম্বল । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৯

মিরোরডডল বলেছেন:




হাসান আজিজুল হকের উপন্যাসের নাম আগুনপাখি।
আর কবিতায় লিখেছে আগুন পানি

কেমন আছে কামাল? কিডনির অবস্থা কি? টেস্ট করা হয়েছিলো?


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.