নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত চ্যাপ্টার ৩০

১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে যায় তীব্র উত্তেজনায়
কিরকম যে হয়ে উঠি অবুঝ।

তুমি এলে
তবেই শান্ত হয় উঠানামা করা বুক
আর সমস্ত দু:খ
একদম কার্পাস তুলোর মতো হালকা হয়ে
উড়তে উড়তে দূর দেশে
এক্কেবারে নিখোঁজ।

তোমার হুটহাট চলে আসা
আমার ভীষণ পছন্দের
এসো কাছে
দরকার নেই কোন আয়োজন
অথবা এপয়েন্টম্যান্ট
এগুলো লাগবে কেনো?
কিসের জন্য
আমি কি কোন বড় নেতা?
অথবা সেলিব্রিটি?
আমি তোমার কাছের মানুষ
অতি সাধারণ একদম ভেতরের।

এসেই জড়িয়ে ধরবে
যেন ডাকাত পড়েছে ঘরে
তছনছ হতে হতে খুঁজে পাই
একই আত্মা দুটি পৃথক শরীরের।



মন্তব্য ২১ টি রেটিং +৮/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৮

মায়াস্পর্শ বলেছেন: অনেকদিন পরে ,
সুন্দর লিখেছেন কবি।

১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৫

স্প্যানকড বলেছেন: আবৃত্তিটা শুনেছেন? কেমন হয়েছে জানাবেন ? অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৬

মায়াস্পর্শ বলেছেন: আবৃত্তিটা শুনেছেন? কেমন হয়েছে জানাবেন ?
অবশ্যই শুনবো কবি , জানাবো কেমন হয়েছে। ভালো থাকবেন আপনিও।

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন সব সময় :)

৩| ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর্+

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৪| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আবৃত্তি ভালো হয়েছে।

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৪

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা ও আবৃত্তি দুটো্‌ই ভাল লেগেছে ।

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আলী ভাই :) ভালো থাকবেন সব সময় :)

৬| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৬

শায়মা বলেছেন: কবিতার থেকেও আবৃতি সুন্দর হয়েছে কিন্তু!!! :)

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩৯

স্প্যানকড বলেছেন: তাই ! অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৭| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৫

মিরোরডডল বলেছেন:




কবিতা ভালো হয়েছে কবি।
আবৃত্তি শুনতে খুব ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৪০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থাকবে সব সময় :)

৮| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৩৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ভয়েসটা কার? জাস্ট ওয়াও।
কবিতা চমৎকার হয়েছে। কবির জন্য শুভকামনা।

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৪১

স্প্যানকড বলেছেন: পরিচিত একজনের । অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৯| ১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও আবৃত্তি চমৎকার হয়েছে। + +

১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

১০| ২০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

মিরোরডডল বলেছেন:




আবৃত্তিটা সত্যি এতো ভালো লেগেছে, অনেকবার শুনলাম।
কবিতায় লেখা আবেগ আবৃত্তির এক্সপ্রেশনে ভীষণ ভালো হয়েছে।

স্প্যানকড এর কবিতার শুধু নেগেটিভ সমালোচনা হয় কিন্তু ভালো কবিতাগুলো সমালোচকদের চোখ এড়িয়ে যায়!!!


২২ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২৪

স্প্যানকড বলেছেন: যারা সমালোচনা করে তারা নেগেটিভ তাই পজিটিভ কিছু তাদের থেকে আশা কোনদিন করিনি । তবে আমি ভীষণ পজিটিভ মানুষ ।দেখবে তারাও বদলে যাবে এক সময় । পজিটিভ মানুষ হয়ে উঠবে ধীরেসুস্থে ।এতে একটু সময় লাগবে এই যা । তারা সময় নিচ্ছে । আমি অপেক্ষা করছি ।

অসংখ্য ধন্যবাদ মেয়ে :) কবিতা এবং আবৃত্তি ভালো লেগেছে জেনে খুশী হলাম । ভালো থাকবে সব সময় :)

১১| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:১২

মায়াস্পর্শ বলেছেন: আবৃত্তিটা শুনেছেন? কেমন হয়েছে জানাবেন ?
কবি, আমার বলার কোন ভাষা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.