নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

অলীক সুখ

০৩ রা মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

ছবি নেট ।


আমাকে আশ্বাস দাও
বলো তুমি ,
পাশে আছি ।

অন্ধের মতো হেঁটে চলেছি
যাবো আরও বহুদূর
তুমি মানে প্রেম
তুমি মানে জীবনবাজি।

জানি,
তোমাকে না পাওয়ার অভাবে
মরতে বসেছি
পেয়ে গেলে একদম সত্যি
থেমে যেতো এ মরণব্যাধি।

আমাকে টানবে না কাছে
বলবে না কখনো ভালোবাসি
এমন স্পষ্ট তথ্য জেনেও
শুনশান জীবনে
একের পর এক স্বপ্নের ভীড় বাঁধিয়ে
মুছে ফেলি সমস্ত নোনা ছবি।

এ ওষ্ঠে ফিরবে না আগের মতো হাসি
ও তোমার জন্য বরাদ্দ
উপোষ থাকুক ঠোঁট দুটি।

হৃদয় ,
সেখানে নেই অন্য কেউ
ও শুধুই তোমার
যদিও
হৃদয় ভেঙে টুকরো টুকরো
জোড়া লাগাবে কেমনে তুমি?

জানি ,
এ কবিতা মরবে না
এর প্রতিটি শব্দ
তোমার দুয়ারে রাখে হাত
এমনকি
তোমার হৃদয় এবং
সুতনু ছুঁয়ে ছুঁয়ে
আমাকে করেছে চিন্তা মুক্ত
সম্পুর্ণ ওজনহীন।

তোমার কণ্ঠস্বর
ভাসিয়ে নেয় বহুদূর
তখন
ডুবে ডুবে খুঁজতে থাকি অলীক সুখ
আর
তোমার প্রেম ,
সে তো এক মিরাকল !

ঘটবে না
ঘটবে না
আবার
ঘটে যেতে পারে যেকোনো দিন।

জানিয়ে রাখছি ,
এ বিশ্বাসে বোকার মতো
রোজ রোজ হচ্ছি রঙিন।


মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ হয়েছে কবি।

০৪ ঠা মে, ২০২৪ রাত ১:৪৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মায়াস্পর্শ :) ভালো থাকবেন সব সময় :)

২| ০৩ রা মে, ২০২৪ রাত ৯:০০

ড: শাফিক আফতাব বলেছেন: ভালো হয়েছে। অভিননন্দন

০৪ ঠা মে, ২০২৪ রাত ১:৪৫

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৩| ০৩ রা মে, ২০২৪ রাত ১০:০৬

আরোগ্য বলেছেন: নিজে নিজে রোজ রোজ রঙিন হওয়ার কি দরকার। অপেক্ষার প্রহর শেষ হলে প্রেম নিজে এসে রাঙিয়ে দিবে। কি বলেন??? :)

০৪ ঠা মে, ২০২৪ রাত ১:৪৯

স্প্যানকড বলেছেন: আপনার সাথে একমত পোষণ করছি । অপেক্ষায় আছি একদিন ঠিকই রঙিন করে যাবে এ বিশ্বাসে বুক ওঠানামা মানে শ্বাস টানে এবং ছাড়ে । অসংখ্য ধন্যবাদ আরোগ্য । ভালো থাকবেন সব সময় :)

৪| ০৪ ঠা মে, ২০২৪ সকাল ৯:৫৬

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি...

০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:২৮

স্প্যানকড বলেছেন: শুভ সকাল :) ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৫| ০৪ ঠা মে, ২০২৪ রাত ১১:২০

মিরোরডডল বলেছেন:




পড়তে ভালোই লাগলো।
কবির প্রেয়সী কবির কল্পনার রাজ্যে বসবাস করে।

এভাবে আর কতদিন কবি!!!




৬| ০৫ ই মে, ২০২৪ রাত ২:৪৭

স্প্যানকড বলেছেন: যতদিন শ্বাস চলে । সে আমার সব রাজ্যে বাস করে যদিও সে বুঝতে চায় না এমনকি মানতে । আমার প্রেয়সীকে উদ্দেশ্য করে লিখা দু লাইন

মৃত্যু এসেও মরে যায়
বুক গহীনে প্রেম শুরু করে ক্ষ্যাপাটে নৃত্য।


ভালো থাকবে মেয়ে :) ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.