নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

অলীক সুখ পর্ব ২

১২ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৫

ছবি নেট ।


গলা টিপে ধরবে
তবু ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরবেনা একবারও
অথচ
আমি উপরের দ্বিতীয় বাক্যটি সত্য হবে ভেবে
নিভে যাচ্ছি
যেন সকাল সন্ধ্যার জ্বলজ্বল ধুপ কাঠি।

প্রেমের খিদে ভয়ানক
যা লেগেই থাকে
এ স্বাভাবিক নিয়ম
অবশ্য আমি এ একটি নিয়ম বাদে
অন্য কোন নিয়মে বন্দী থাকিনি কোনদিন
হাওয়া আর রোদ চড়া দুপুরে
রোজ অলস ঘুঘুর মতন ডেকে তোমায় ক্লান্ত হচ্ছি।

তোমাকে নিয়ে কবিতা লেখার কাজটা ভালো হয়
অন্য সব কাজ মন্দ
তাই অনেকে বেকার কয়
আমি এ অসহায়ত্ব মেনে নিয়েছি
তুমি পাতা হও
ছায়াবীথি হও
ফুল হও
ভোরের পাখি
কেউ তো জানে না
আমার শূণ্য আকাশে
কেবল তুমিই একমাত্র তারকারাজি।

তুমি,
হ্যাঁ ,তুমি
আঁধার খুঁড়ে ভোর এনে দাও
আমার কবিতা ভেঙে ফেলে তোমার নীরবতা
জানিয়ে দেয় ,
ধু ধু একটা দুপুর একান্ত তোমার হয়ে
ফুরিয়ে গেল তোমার কোল ঘেঁষে
যা বড্ড বেশী সত্যি।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

রতন লাল আচার্য্য বলেছেন: অসাধারণ

১৫ ই মে, ২০২৪ রাত ১২:৫৬

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ১৩ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

মিরোরডডল বলেছেন:




কবিতা ভালো হয়েছে কিন্তু এবার অন্যরকম কবিতা চাই।

যতদূর জানি কবি মা অন্তপ্রাণ ছেলে।

মা কে নিয়ে একটা কবিতা লিখবে।

১৫ ই মে, ২০২৪ রাত ১:০১

স্প্যানকড বলেছেন: মা কে নিয়ে লিখার ইচ্ছে অবশ্যই আছে । লিখছি লিখছি করে আর হচ্ছে না । মা ছাড়া আমার জগৎ আঁধার এরপর আরও একজন আছে সে ছাড়া আমি বাতিল বেকার । অবশ্য এ দুজন আছে বলেই আমি এখনো সচল । অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থাকবে মেয়ে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.